আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

আধার কার্ডের নতুন নিয়ম, আধার কার্ডে পিতা বা স্বামীর নাম যুক্ত করতে আর লাগবে না ডকুমেন্ট!

Published on: January 5, 2026
আধার কার্ডের নতুন নিয়ম

JKNews24 Desk: আধার কার্ড আজ ভারতীয় নাগরিকদের অন্যতম গুরুত্বপূর্ণ পরিচয়পত্র, আর বিয়ের পর বহু মহিলার ক্ষেত্রে এতে বাবার নামের বদলে স্বামীর নাম যুক্ত করা বা ঠিকানা পরিবর্তন করা একেবারেই জরুরি হয়ে পড়ে। এতদিন এই কাজ করতে গিয়ে সঠিক নথিপত্রের অভাবে সাধারণ মানুষকে নানা ভোগান্তির মুখে পড়তে হতো। তবে এবার আধার ব্যবহারকারীদের জন্য স্বস্তির খবর নিয়ে এসেছে UIDAI—‘Care Of’ বা অভিভাবকের নাম পরিবর্তনের নিয়মে বড়সড় বদল আনা হয়েছে, যার ফলে আধার আপডেট করা আগের তুলনায় অনেক সহজ হবে এবং অকারণ হয়রানিও উল্লেখযোগ্যভাবে কমবে।

ড্রাইভিং লাইসেন্স বানাতে গিয়ে বা পাসপোর্ট ভেরিফিকেশনের সময় হঠাৎ যদি দেখেন আপনার আধার কার্ডে বাবার নাম বা স্বামীর নাম নেই, কিংবা ঠিকানা আপডেট করা নেই, তাহলে অনেকেই স্বাভাবিকভাবেই আতঙ্কে পড়ে যান। বাড়ি বদলানোর কারণে ঠিকানা পরিবর্তনের দরকার হলেও আধার আপডেট করতে গিয়ে সাধারণ মানুষকে এতদিন নানা সমস্যার মুখে পড়তে হতো, যার মূল কারণ ছিল সঠিক নথিপত্রের অভাব। তবে এবার এই ভোগান্তি অনেকটাই কমতে চলেছে। UIDAI অভিভাবকের নাম পরিবর্তনের নিয়মে আমূল পরিবর্তন এনেছে, ফলে আধার কার্ডে নাম যুক্ত করা বা ঠিকানা আপডেট করা আগের তুলনায় অনেক সহজ হবে বলে মনে করা হচ্ছে।

বাবা অথবা স্বামীর নাম সংযোজনে আধার কার্ডের নতুন নিয়ম জানুন

ভোটার কার্ড বা প্যান কার্ডের মতোই আধার কার্ড ভারতীয় নাগরিকদের অন্যতম গুরুত্বপূর্ণ পরিচয়পত্র। অনেক সময় এই আধার কার্ডে বাবা বা স্বামীর নাম যুক্ত করা কিংবা ঠিকানা পরিবর্তনের প্রয়োজন হয়, যা বিশেষ করে বিয়ের পর মহিলাদের ক্ষেত্রে খুবই সাধারণ বিষয়। এতদিন এই কাজ করতে গিয়ে সঠিক নথিপত্রের অভাবে সাধারণ মানুষকে নানা সমস্যায় পড়তে হতো। তবে এবার সেই ভোগান্তি অনেকটাই কমতে চলেছে। UIDAI অভিভাবকের নাম পরিবর্তনের নিয়মে বড়সড় পরিবর্তন এনেছে, যার ফলে ডকুমেন্টের ঝামেলা ছাড়াই আধার আপডেট করা আরও সহজ হবে বলে মনে করা হচ্ছে।

নথি ছাড়াই আধার আপডেটের সুবিধা

আগে আধার কার্ডে ‘Head of Family’ (HoF) বা পরিবারের প্রধানের তথ্য ধরে ঠিকানা কিংবা অভিভাবকের নাম বদলাতে গেলে ম্যারেজ সার্টিফিকেট, রেশন কার্ডের মতো একাধিক নথি আপলোড করতে হতো, যা না থাকলে অনেক সময় আবেদন বাতিল হয়ে যেত। কিন্তু নতুন নিয়মে সেই জটিলতা পুরোপুরি দূর করা হয়েছে। এখন থেকে পরিবারের প্রধান, অর্থাৎ বাবা বা স্বামীর সম্মতির ভিত্তিতেই এই পরিবর্তন করা যাবে। এর জন্য আর কোনও বাড়তি প্রমাণপত্র লাগবে না—আবেদনকারীর একটি সেলফ ডিক্লারেশন বা স্ব-ঘোষণাপত্রই যথেষ্ট, ফলে আধার আপডেটের প্রক্রিয়া অনেকটাই সহজ হয়ে গেল।

আবেদন করার সম্পূর্ণ প্রক্রিয়া

এই নতুন নিয়মে আবেদন করতে প্রথমে ‘My Aadhaar’ অফিসিয়াল পোর্টালে গিয়ে আধার নম্বর দিয়ে লগইন করতে হবে, যেখানে আধারের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক থাকা বাধ্যতামূলক। লগইনের পর ড্যাশবোর্ড থেকে ‘Address Update’ অপশন বেছে নিয়ে ‘Head of Family (HoF) Based Address Update’-এ ক্লিক করতে হবে। এরপর যাকে অভিভাবক হিসেবে যুক্ত করতে চান—বাবা বা স্বামী—তার আধার নম্বর দিতে হবে এবং সম্পর্ক নির্বাচন করতে হবে। আবেদন সম্পূর্ণ করতে ৭৫ টাকা প্রসেসিং ফি জমা দিতে হবে, সফল পেমেন্টের পর একটি SRN নম্বর পাওয়া যাবে। তবে এখানেই কাজ শেষ নয়—চূড়ান্ত অনুমোদনের জন্য পরিবারের প্রধানকে তার নিজের আধার পোর্টালে লগইন করে ‘My Head of Family Request’ অপশনে গিয়ে ওই SRN মিলিয়ে ‘Accept’ বাটনে ক্লিক করে সম্মতি জানাতে হবে, নইলে আবেদনটি বাতিল হয়ে যাবে।

কিছু জরুরি সতর্কতা

Pinky Khan

সাত বছরের অভিজ্ঞতাসম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কনটেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। সরকারি প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে পাঠকদের কাছে পৌঁছে দেওয়াই তাঁর লক্ষ্য।

Join WhatsApp

Join Now