রমজান উপলক্ষে বাড়তি রেশন: রেশন কার্ড গ্রাহকদের জন্য দারুণ খবর! মার্চ মাসের রেশনে মিলবে বস্তা ভর্তি খাদ্যসামগ্রী। প্রতিমাসের শুরুতেই রাজ্য সরকার রেশন সামগ্রীর তালিকা প্রকাশ করে, আর এবারও তার ব্যতিক্রম হয়নি। করোনা পরবর্তী সময় থেকে রাজ্য সরকার বিনামূল্যে রেশন দিয়ে আসছে, আর এই মাসে বিশেষ কারণেও রেশন সামগ্রীতে বাড়তি সুবিধা দেওয়া হচ্ছে। যেহেতু মার্চ মাসে শুরু হচ্ছে মুসলিম সম্প্রদায়ের পবিত্র রমজান মাস, তাই অতিরিক্ত খাদ্যসামগ্রী সরবরাহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সব মিলিয়ে রেশন কার্ডধারীদের জন্য এটি একটি বড় সুখবর!
মার্চ মাসে কোন কার্ডে কী পাবেন?
রাজ্য সরকার বিভিন্ন ক্যাটাগরির রেশন কার্ড অনুযায়ী খাদ্যসামগ্রী বিতরণ করে থাকে, যাতে সবাই প্রয়োজনীয় সুবিধা পেতে পারেন। বর্তমানে পাঁচটি প্রধান ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে—অন্ত্যোদয় অন্ন যোজনা (AAY), বিশেষ অগ্রাধিকার পরিবার (SPH), অগ্রাধিকার পরিবার (PHH), RKSY-1 এবং RKSY-2। এছাড়াও, জঙ্গলমহল ও পার্বত্য অঞ্চলের জন্য বিশেষ রেশন ব্যবস্থা রয়েছে।
অন্ত্যোদয় অন্ন যোজনা (AAY) কার্ডধারীরা কী পাবেন?
এই কার্ড সাধারণত সবচেয়ে দরিদ্র পরিবারগুলিকে দেওয়া হয়। মার্চ মাসে এসব পরিবারের জন্য ২১ কেজি চাল, ১৩,৩০০ গ্রাম (অথবা ১৪ কেজি) গম (বর্তমানে গমের বদলে আটা) এবং ১ কেজি চিনি প্রদান করা হবে।
RKSY-1 কার্ডধারীরা কী পাবেন?
এই কার্ডের অন্তর্ভুক্ত প্রত্যেক সদস্য ৫ কেজি করে চাল পাবেন।
জঙ্গলমহল ও পার্বত্য অঞ্চলের জন্য রেশন সুবিধা
এই বিশেষ অঞ্চলের জনগণের জন্য অতিরিক্ত খাদ্যসামগ্রী বরাদ্দ করা হয়েছে। কারণ, এখানে বেশিরভাগ মানুষ আরথিকভাবে পিছিয়ে পড়া এবং অনেকেই চা-বাগানের শ্রমিক। তাই রাজ্য সরকার এই অঞ্চলের জন্য অলাদা বরাদ্দ রেখেছে, যাতে তারা স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারে।