আবহাওয়া খেলাধূলা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য টাকাপয়সা প্রযুক্তি লাইফস্টাইল শেয়ারবাজার শিল্প অন্যান্য

Gen Z Protests Nepal: সরকারি নিষেধাজ্ঞার বিরুদ্ধে বিক্ষোভে নিহত ১৬, আহত শতাধিক

Gen Z Protests Nepal সরকারি নিষেধাজ্ঞার বিরুদ্ধে বিক্ষোভে নিহত ১৬, আহত শতাধিক

Gen Z Protests Nepal: নেপালে সরকারি নিষেধাজ্ঞা ও দুর্নীতির বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে। রাজধানী কাঠমান্ডুতে মূলত জেন–জির নেতৃত্বে এই আন্দোলন গড়ে ওঠে। তবে পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে সহিংসতার রূপ নেয়, যেখানে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। কারফিউ জারি করা সত্ত্বেও হাজারো মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছেন।

সম্প্রতি নেপাল সরকার ২৬টি সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্ম বন্ধ করার সিদ্ধান্ত নেয়। আর এই সিদ্ধান্তের পরই ক্ষুব্ধ তরুণরা রাস্তায় নামে। সোমবার অনলাইনে শুরু হওয়া এই প্রতিবাদ দ্রুতই রূপ নেয় সড়ক আন্দোলনে। সংসদ ভবনের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে বিক্ষোভকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তা বাহিনী গুলি চালায়, এতে কমপক্ষে ১৬ জন নিহত ও ১০০-র বেশি মানুষ আহত হন।

নেপাল সরকার ২৬টি জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, যেমন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ইউটিউব ও এক্স বন্ধ করেছে। বিক্ষোভকারীরা লাঠি, গাছের ডাল ও জলের বোতল নিয়ে প্রতিরোধ করছেন এবং সরকারবিরোধী স্লোগান দিচ্ছেন। পার্লামেন্ট ও গুরুত্বপূর্ণ সরকারি ভবনের আশপাশে কারফিউ জারি করে দিয়েছে।

JANARUL KHAN

বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশায় যুক্ত থাকার অভিজ্ঞতা রয়েছে। সেইসঙ্গে গত দেড় বছরেরও বেশি সময় ধরে JKNews24 এর সঙ্গে কাজ করছি। বিশেষ করে দেশীয় ও আন্তর্জাতিক ঘটনা, এবং সাম্প্রতিক বিষয় নিয়ে চর্চা ও বিশ্লেষণ করতে ভালোবাসি।

Join WhatsApp

Join Now