আবহাওয়া খেলাধূলা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য টাকাপয়সা প্রযুক্তি লাইফস্টাইল শেয়ারবাজার শিল্প অন্যান্য

Gold Price Falls: ফের কমল সোনার দাম! অক্ষয় তৃতীয়ায় ১০ গ্রাম সোনার আজকের দাম কত?

Gold Price Falls

Gold Price Falls: অক্ষয় তৃতীয়া—বাঙালির ক্যালেন্ডারে এক বিশেষ দিন। এই দিনটা শুধু ধর্মীয় কারণে নয়, সোনা কেনার দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বাস, এই দিনে সোনা কেনা মানেই জীবনে সুখ, সমৃদ্ধি আর সৌভাগ্যের আগমন। তাই বহু মানুষ এই দিনটিতেই সোনা কেনার পরিকল্পনা করে রাখেন আগেভাগেই। আর এ বছর সেই শুভ দিনে সোনার বাজারে এল স্বস্তির হাওয়া!

গত কয়েক দিন ধরে সোনার দামে যে চড়চড় করে উর্ধ্বগতি দেখা যাচ্ছিল, তাতে অনেকেই চিন্তিত হয়ে পড়েছিলেন। কয়েক দিন আগেই তো সোনার দাম ১ লক্ষ টাকার গণ্ডিও ছুঁয়ে ফেলেছিল। কিন্তু বুধবার, অক্ষয় তৃতীয়ার দিন সকালে মিলল সুখবর—কলকাতায় খানিকটা কমেছে সোনার দাম।

কলকাতায় সোনার দাম কত? 

বুধবার কলকাতায় প্রতি গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৮ হাজার ৯৭৫ টাকা। গতকাল দাম ছিল ৮ হাজার ৯৮০ টাকা। অর্থাৎ, সোনার দাম কমল।

কলকাতায় আজ ১ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ৯ হাজার ৭৯১ টাকা। গতকাল দাম ছিল ৯ হাজার ৭৯৭ টাকা। ফলে সোনার দাম কমল। 

আজকের সোনার দাম (কলকাতা):

  • 💛 ২২ ক্যারেট সোনা (১০ গ্রাম): ₹৮৯,৭৫০
    ➤ গতকাল ছিল ₹৮৯,৮০০ — মানে ₹৫০ কমেছে।
  • 💛 ২৪ ক্যারেট সোনা (১০ গ্রাম): ₹৯৭,৯১০
    ➤ গতকাল ছিল ₹৯৭,৯৭০ — মানে ₹৬০ কমেছে।

দাম নিয়ে কেন এত ওঠানামা?

গত কয়েক দিন ধরেই সোনার বাজারে চড়া-নামা চলছে। কয়েক দিন আগেই তো ১০ গ্রাম সোনার দাম ১ লক্ষ টাকার গণ্ডি পেরিয়ে গিয়েছিল! শুধু এই মাস নয়, মার্চ মাসেও দামের দোলাচল চোখে পড়েছে। তারও আগে, গত বছরের অগাস্ট ও সেপ্টেম্বর মাসে তুলনামূলকভাবে অনেকটাই সস্তা ছিল সোনা।