আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

দীপাবলির আগে সুখবর! এক ধাক্কায় ৫ হাজার টাকা কমল সোনার দাম

Published on: October 20, 2025
Gold Price Today

দীপাবলির মুখে সোনা ও রুপোর বাজারে এসেছে দারুণ সুখবর! এক ধাক্কায় সোনার দাম ভরিতে কমেছে প্রায় ৫,০০০ টাকা (Gold Price Today)। আর রুপোর দামও হু-হু করে নেমে এসেছে। ফলে গয়না কেনায় আগ্রহ বেড়েছে ক্রেতাদের মধ্যে। কালীপুজো ও দীপাবলির সময় এমনিতেই গয়না কেনার ঐতিহ্য রয়েছে। তাই আজ দোকানগুলোতে ভিড় বাড়বে বলেই ধারণা করা হচ্ছে।

গত ১৬ অক্টোবর MCX-এ প্রতি ১০ গ্রাম সোনার দাম ছিল ১,৩২,০০০ টাকা, যা আজ নেমে এসেছে ১,২৬,০০০ টাকায়—অর্থাৎ এক লাফে কমেছে ৫,০০০ টাকারও বেশি। যদিও দিনের শেষে দামে সামান্য উত্থান দেখা গেছে। অন্যদিকে রুপোর দামও রেকর্ড পতন দেখেছে। ১৬ অক্টোবর যেখানে রুপোর দাম ছিল ১,৭০,০০০ টাকারও বেশি। সেখানে আজ নেমে এসেছে ১,৫৩,০০০ টাকার নিচে—অর্থাৎ প্রায় ১৭,০০০ টাকার পতন। শুধু আজই প্রতি কেজিতে প্রায় ৪,০০০ টাকা কমেছে রুপোর দাম।

IBJA-এর তথ্য অনুযায়ী, ২৪ ক্যারেট সোনার দাম ১৭ অক্টোবরের ১,৩০,৮৩৪ টাকা থেকে নেমে দাঁড়িয়েছে ১,২৬,৭৩০ টাকায়, অর্থাৎ কমেছে প্রায় ৪,০০০ টাকা। একইভাবে ২৩ ক্যারেট সোনা এখন ১,২৬,২২৩ টাকায় এবং ২২ ক্যারেট সোনা পাওয়া যাচ্ছে ১,১৬,০৮৫ টাকায়। ১৮ ক্যারেট সোনার দামও ৩,০০০ টাকা কমে এখন প্রতি ১০ গ্রামে ৯৫,০৪৮ টাকা।

রুপোর ক্ষেত্রেও একই চিত্র—১৭ অক্টোবর প্রতি কেজি রুপোর দাম ছিল ১,৭১,২৭৫ টাকা, আজ তা কমে দাঁড়িয়েছে ১,৬০,১০০ টাকায়, অর্থাৎ প্রায় ১১,০০০ টাকার পতন। দীপাবলির আগে এমন দামে সোনা-রুপো কেনার সুযোগে উচ্ছ্বসিত ক্রেতারা।

JANARUL KHAN

বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।

Join WhatsApp

Join Now