Sunday, November 16, 2025

JKNEWS24 ➠ One Stop Solution for Bangla News & Bangla Khabar !

SSC Interview List: কবে...

Pinky Khan, কলকাতা: স্কুল সার্ভিস কমিশনের একাদশ ও দ্বাদশ শ্রেণির লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশের...

ধর্মেন্দ্র এর জীবনী –...

ধর্মেন্দ্র সিং দেওল (Dharmendra) হিন্দি চলচ্চিত্র জগতের এক কিংবদন্তি নাম, যিনি তাঁর বলিষ্ঠ...

ফ্রি LPG সংযোগের ঘোষণা...

রাজধানী দিল্লিতে বায়ুদূষণের মাত্রা দিন দিন রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে, আর সেই উদ্বেগজনক পরিস্থিতি...
Homeসোনার দামদীপাবলির আগে সুখবর! এক ধাক্কায় ৫ হাজার টাকা কমল সোনার দাম

দীপাবলির আগে সুখবর! এক ধাক্কায় ৫ হাজার টাকা কমল সোনার দাম

- Advertisement -

আরও পড়ুন

- Advertisement -
JANARUL KHAN
JANARUL KHANhttps://jknews24.in
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
- Advertisement -

দীপাবলির মুখে সোনা ও রুপোর বাজারে এসেছে দারুণ সুখবর! এক ধাক্কায় সোনার দাম ভরিতে কমেছে প্রায় ৫,০০০ টাকা (Gold Price Today)। আর রুপোর দামও হু-হু করে নেমে এসেছে। ফলে গয়না কেনায় আগ্রহ বেড়েছে ক্রেতাদের মধ্যে। কালীপুজো ও দীপাবলির সময় এমনিতেই গয়না কেনার ঐতিহ্য রয়েছে। তাই আজ দোকানগুলোতে ভিড় বাড়বে বলেই ধারণা করা হচ্ছে।

গত ১৬ অক্টোবর MCX-এ প্রতি ১০ গ্রাম সোনার দাম ছিল ১,৩২,০০০ টাকা, যা আজ নেমে এসেছে ১,২৬,০০০ টাকায়—অর্থাৎ এক লাফে কমেছে ৫,০০০ টাকারও বেশি। যদিও দিনের শেষে দামে সামান্য উত্থান দেখা গেছে। অন্যদিকে রুপোর দামও রেকর্ড পতন দেখেছে। ১৬ অক্টোবর যেখানে রুপোর দাম ছিল ১,৭০,০০০ টাকারও বেশি। সেখানে আজ নেমে এসেছে ১,৫৩,০০০ টাকার নিচে—অর্থাৎ প্রায় ১৭,০০০ টাকার পতন। শুধু আজই প্রতি কেজিতে প্রায় ৪,০০০ টাকা কমেছে রুপোর দাম।

IBJA-এর তথ্য অনুযায়ী, ২৪ ক্যারেট সোনার দাম ১৭ অক্টোবরের ১,৩০,৮৩৪ টাকা থেকে নেমে দাঁড়িয়েছে ১,২৬,৭৩০ টাকায়, অর্থাৎ কমেছে প্রায় ৪,০০০ টাকা। একইভাবে ২৩ ক্যারেট সোনা এখন ১,২৬,২২৩ টাকায় এবং ২২ ক্যারেট সোনা পাওয়া যাচ্ছে ১,১৬,০৮৫ টাকায়। ১৮ ক্যারেট সোনার দামও ৩,০০০ টাকা কমে এখন প্রতি ১০ গ্রামে ৯৫,০৪৮ টাকা।

রুপোর ক্ষেত্রেও একই চিত্র—১৭ অক্টোবর প্রতি কেজি রুপোর দাম ছিল ১,৭১,২৭৫ টাকা, আজ তা কমে দাঁড়িয়েছে ১,৬০,১০০ টাকায়, অর্থাৎ প্রায় ১১,০০০ টাকার পতন। দীপাবলির আগে এমন দামে সোনা-রুপো কেনার সুযোগে উচ্ছ্বসিত ক্রেতারা।

সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করন -

WhatsApp Group Join Now
- Advertisement -
- Advertisement -

পড়তে ভুলবেন না

- Advertisement -