আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

Gold Price Today: কলকাতায় সোনার দাম আরও কমলো, জেনে নিন আজকের ২৪ ক্যারাট গোল্ড রেট!

Published on: December 21, 2024
Gold Price Today

Gold Price Today: সপ্তাহান্তেও কলকাতায় সোনার দামে কমতির ধারা অব্যাহত। টানা ৪ দিন ধরে সোনার দামে এই পতন ক্রেতাদের জন্য বড়সড় স্বস্তি নিয়ে এসেছে। বছরের শেষ প্রান্তে এসে এমন কমতি যেন বিয়ের মরশুমের জন্য বাড়তি উপহার। বিয়ের মরশুম মানেই সোনার গুরুত্ব আলাদা। সোনা শুধু অলঙ্কার নয়, শুভ সময়ের প্রতীক বলেও অনেকের বিশ্বাস। তাই সোনার দামে এমন পতন অনেক ক্রেতার জন্য সুবর্ণ সুযোগ। আজকের দিনে কলকাতায় ২২ ক্যারাট এবং ২৪ ক্যারাট সোনার দামে কী পরিবর্তন হয়েছে এবং সোনা কেনার ক্ষেত্রে কতটা লাভবান হওয়া যাবে, তা বিস্তারিত জানুন।

— Advertisement —

কলকাতায় সোনার দাম কত? 

দিন২২ ক্যারাট (১ গ্রাম)২২ ক্যারাট (১০ গ্রাম)২৪ ক্যারাট (১ গ্রাম)২৪ ক্যারাট (১০ গ্রাম)
শুক্রবার৭,০৪০ টাকা৭১,৪০০ টাকা৭,৬৮০ টাকা৭৬,৮০০ টাকা
শনিবার৭,০৩৯ টাকা৭০,৩৯০ টাকা৭,৬৭৯ টাকা৭৬,৭৯০ টাকা
পার্থক্য-১ টাকা-১,০১০ টাকা-১ টাকা-১০ টাকা

গত কয়েক মাস ধরেই সোনার দামে ওঠানামা লক্ষ্য করা যাচ্ছে। অক্টোবর ও নভেম্বর মাসে যেমন সোনার দাম হঠাৎ বেড়েছিল, তেমনই সেপ্টেম্বর মাসে অনেকটাই সস্তা হয়েছিল। এর আগে অগাস্ট মাসের শুরুতে সোনার দামে বড়সড় পতন দেখা গিয়েছিল। উদাহরণস্বরূপ, গত ৭ অগাস্ট কলকাতায় ১ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ছিল মাত্র ৬,৩৫০ টাকা, আর ২৪ ক্যারাট সোনার দাম ছিল ৬,৯২৭ টাকা।

— Advertisement —

আপনারা যদি সোনা এবং রূপার প্রতিদিনের দাম জানতে চান, তবে খুব সহজেই একটি মিসড কলের মাধ্যমে তা জানতে পারবেন। ২২ ক্যারাট এবং ১৮ ক্যারাট সোনার দাম সম্পর্কে বিস্তারিত তথ্য পেতে, 8955664433 নম্বরে একটি মিসড কল দিন। কিছুক্ষণ পরই এসএমএসের মাধ্যমে আপনাকে সমস্ত দর সংক্রান্ত তথ্য পাঠানো হবে।

JANARUL KHAN

বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।

Join WhatsApp

Join Now

Leave a Comment