Rohan Khan, কলকাতা: যাকে আজ গোটা দুনিয়া এক ডাকে চেনে, সেই Google-এর নামটাই আসলে এসেছিল এক ছোট্ট ভুল থেকে! বিশ্বের সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন Google আজ, 27 সেপ্টেম্বর নিজের 27তম জন্মদিন উদযাপন করছে। বিশেষ দিনটিকে স্মরণীয় করতে প্ল্যাটফর্মটির হোমপেজেই দেখা মিলছে 1998 সালে তৈরি হওয়া তাদের প্রথম লোগোর, যা পুরনো ব্যবহারকারীদের ফিরিয়ে নিয়ে যাচ্ছে নস্টালজিয়ার দিনে। তাই জন্মদিনের এই মুহূর্তে চলুন একটু ঝালিয়ে নেওয়া যাক Google-এর সেই পুরনো দিনের অজানা কাহিনি(Google Untold Story)।
Google নামের অর্থ কী?
বৃহত্তম সার্চ ইঞ্জিন Google আজ বিশ্বের কোণায় কোণায়। Google ব্যবহার করেন না এমন মানুষ খুঁজে পাওয়া সত্যিই দুষ্কর (চিনের মতো দেশ বাদ দিয়ে)। কিন্তু প্রতিদিন যাকে কাজে লাগিয়ে আমরা নিজেদের যাবতীয় প্রয়োজন মিটিয়ে নিই, সেই Google শব্দের আসল অর্থ কী? আসলে Google একটি ভুল শব্দ। তবে জানার ক্ষেত্রে বলে রাখি, Google শব্দটি এসেছে Googol থেকে। এর অর্থ, 1 এর পর 100টি শূন্য। অর্থাৎ Googol বলতে বৃহৎ সংখ্যাকে বোঝায়।
জেনে নিন Google নামকরণের আসলে ইতিহাস
স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির দুই তরুণ PhD ছাত্র ল্যারি পেজ আর সের্গেই ব্রিনের হাত ধরেই যাত্রা শুরু হয়েছিল আজকের বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন Google-এর। মজার ব্যাপার, শুরুতে এর নাম ছিল BacKRub, আর জায়গাটা ছিল মেনলো পার্কের একেবারে সাধারণ একটা গ্যারেজ! ১৯৯৭ সালে তারা ঠিক করলেন, নতুন নাম দেওয়া দরকার। সেখানেই আসল সূত্র—গণিতের বিশাল সংখ্যা Googolplex থেকে ছোট করে রাখা হয় Googol। কিন্তু ভাগ্যের খেলায় স্ট্যানফোর্ডের আরেক ছাত্র শন অ্যান্ডারসন অনলাইনে নাম খুঁজতে গিয়ে ভুল করে “Googol” এর বদলে “Google” টাইপ করে ফেলেন। ভুলটা ল্যারি পেজের এতটাই পছন্দ হয় যে কয়েক ঘণ্টার মধ্যেই রেজিস্টার হয়ে যায় Google.com। আর সেই ক্ষুদ্র ভুলের কারণেই জন্ম নেয় ইন্টারনেট দুনিয়ার সবচেয়ে বড় সার্চ জায়ান্ট, যে নাম আজ পৃথিবীর প্রতিটি মানুষের কাছে পরিচিত।
Google জীবনের অবিচ্ছেদ্য অংশ
এ কথা স্বীকার করতে আজ আর দ্বিতীয় চিন্তা করতে হয় না যে, Google বিশ্বের কোটি কোটি ব্যবহারকারীর জীবনের অবিচ্ছেদ্য অংশ। প্রতিদিনের জীবনের 90 শতাংশ প্রয়োজনীয় কাজই যে Google এর সাহায্য ছাড়া সম্ভব নয়, তা বোধহয় বলার অপেক্ষা রাখে না। তবে শুধু সার্চ ইঞ্জিন হিসেবেই নয়, 1998 সালে ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কে জন্ম নেওয়া সংস্থাটির দৌলতেই আজ ব্যবহারকারীদের প্রতিদিনের জীবনে ঢুকে পড়েছে, জি মেইল, গুগল ম্যাপস, ইউটিউব, অ্যান্ড্রয়েড, নতুন AI উদ্ভাবন জেমিনি এবং বার্ডের মতো উপকারী বন্ধু।
সব খবর


