GP Birla Scholarship 2025: উচ্চ মাধ্যমিক পাশ করার পর অনেকেই উচ্চশিক্ষার খরচ নিয়ে চিন্তায় পড়ে যান। যদিও সরকারি স্কলারশিপের ব্যবস্থা রয়েছে, তবুও অনেক সময় তা যথেষ্ট হয় না। ঠিক এমন সময়েই একটা দারুণ সুযোগ হয়ে ওঠে জিপি বিড়লা স্কলারশিপ (GP Birla Scholarship 2025)।
এই স্কলারশিপটি মেধাবী অথচ আর্থিকভাবে পিছিয়ে থাকা পড়ুয়াদের জন্য তৈরি, যেন টাকার অভাবে তাঁদের স্বপ্ন মাঝপথে থেমে না যায়। এই উদ্যোগ শুরু করেন শ্রীমতী নির্মলা বিড়লা, তাঁর স্বামী শ্রী জিপি বিড়লার স্বপ্নকে বাস্তব করে তোলার উদ্দেশ্যে—যেখানে প্রতিটি যোগ্য ছাত্রছাত্রী যেন নিঃসঙ্কোচে উচ্চশিক্ষা গ্রহণ করতে পারে।
জিপি বিড়লা স্কলারশিপ ২০২৫ এর মাধ্যমে উচ্চ মাধ্যমিক পাশ ছাত্র ছাত্রীরা সর্বোচ্চ ৫০,০০০ টাকা প্রতি বছর, এর পাশাপাশি এককালীন বই কেনার জন্য ৭০০০ টাকা অনুদান পেয়ে থাকে। ইতিমধ্যেই জিপি বিড়লা স্কলারশিপ ২০২৫ অনলাইন ও অফলাইন আবেদন শুরু হয়েছে। আজকের প্রতিবেদনে দেখে নিন, কিভাবে GP Birla Scholarship 2025-26 আবেদন পদ্ধতি, যোগ্যতা, ডকুমেন্টস ও আবেদনের শেষ তারিখ ইত্যাদি বিস্তারিত তথ্য।
সূচিপত্র
জিপি বিড়লা স্কলারশিপে (GP Birla Scholarship 2025)আবেদনের যোগ্যতা
জিপি বিড়লা স্কলারশিপ ২০২৫-২৬ মূলত পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের সেইসব মেধাবী ছাত্রছাত্রীদের জন্য, যারা উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছে কিন্তু টাকার কারণে উচ্চশিক্ষা নিয়ে দুশ্চিন্তায় পড়েছে। এই স্কলারশিপ তাদের স্বপ্নপূরণের পথে এক বড় ভরসা হতে পারে।
এই স্কলারশিপের জন্য আবেদন করতে হলে কিছু সহজ শর্ত পূরণ করতে হবে:
- আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গ বা ঝাড়খণ্ডের স্থায়ী বাসিন্দা হতে হবে।
- ২০২৫ সালে উচ্চ মাধ্যমিক (দ্বাদশ শ্রেণি) পাশ করতে হবে।
- পাশ করার পর ভারতের যেকোনো স্বীকৃত কলেজ বা বিশ্ববিদ্যালয়ে স্নাতক কোর্সে ভর্তি হওয়া বাধ্যতামূলক।
জিপি বিড়লা স্কলারশিপের সুবিধা
জিপি বিড়লা স্কলারশিপে একজন শিক্ষার্থী ঠিক কত টাকা পেতে পারেন বা কী ধরনের সুবিধা মেলে—চলুন এক নজরে জেনে নেওয়া যাক:
- প্রথমত, কলেজের টিউশন ফি ও হোস্টেল খরচ (যদি থাকে)—এই দুটি মিলিয়ে প্রতি বছর সর্বোচ্চ ₹৫০,০০০ পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হয়।
- শুধু তাই নয়, প্রথম বছরে একবার ₹৭,০০০ আলাদা করে দেওয়া হয় বই ও পড়াশোনার প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য।
- যদি শিক্ষার্থী মন দিয়ে পড়াশোনা চালিয়ে যান এবং ভালো রেজাল্ট করেন, তাহলে এই স্কলারশিপ প্রতি বছর নবীকরণ করা হয়।
- এই সাহায্য স্নাতক কোর্স শেষ হওয়া পর্যন্ত, অর্থাৎ সর্বোচ্চ ৪ বছর পর্যন্ত পাওয়া যেতে পারে।
প্রয়োজনীয় নথিপত্র
জিপি বিড়লা স্কলারশিপ ২০২৫ মূলত সেইসব মেধাবী কিন্তু আর্থিকভাবে অসচ্ছল ছাত্রছাত্রীদের জন্য, যাঁরা উচ্চমাধ্যমিক পাশ করার পর উচ্চশিক্ষা নিতে চাইছেন। এই স্কলারশিপে আবেদন করতে গেলে কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র লাগবে। দেখে নিন একনজরে কী কী দরকার:
✅ পাসপোর্ট সাইজের রঙিন ছবি – JPG ফরম্যাটে, ১০০KB এর মধ্যে।
✅ বার্ষিক পারিবারিক আয়ের প্রমাণপত্র – PDF ফরম্যাটে, ১MB-এর মধ্যে। এখানে নিচের যেকোনো একটি জমা দেওয়া যাবে:
– যদি বাবা বা মা চাকরি করেন: Form 16 বা Salary Certificate
– যদি অন্য কোনো পেশায় যুক্ত থাকেন: তহসিলদার / কাউন্সিলর / স্থানীয় কর্তৃপক্ষের দেওয়া আয় সনদ অথবা Income Tax Return কপি
✅ দ্বাদশ শ্রেণির মার্কশিট – PDF ফরম্যাটে, ১MB-এর মধ্যে।
✅ ভর্তির প্রমাণপত্র (যদি ভর্তি হয়ে থাকে) – কলেজ বা বিশ্ববিদ্যালয়ের ভর্তির রসিদ বা ভর্তি সংক্রান্ত সনদ, PDF আকারে।
– যদি এখনও ভর্তি না হয়ে থাকেন, তাহলে আবেদন ফর্মে আপনার পছন্দের কোর্সের নাম লিখলেই হবে। সেক্ষেত্রে কোনো ফাইল আপলোড করার দরকার নেই।
আবেদন প্রক্রিয়া
জিপি বিড়লা স্কলারশিপে ২০২৫ দুইভাবে আবেদন করা যায়। শিক্ষার্থীরা চাইলে অফলাইন মোডে বৃত্তির জন্য নির্ধারিত ফর্ম পূরণ করে ডকুমেন্টস সহকারে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। এছাড়াও শিক্ষার্থীরা জিপি বিড়লা স্কলারশিপে ২০২৫ অনলাইনে আবেদন করতে পারবে। অনলাইন আবেদন করলে কোথাও কোনো ডকুমেন্টস পাঠাতে হবে না।
একাডেমিক যোগ্যতা
জিপি বিড়লা স্কলারশিপ ২০২৫-এ আবেদন করতে চাইছেন? তাহলে আগে দেখে নিন, একাডেমিক দিক থেকে আপনি যোগ্য কি না। আবেদন করার জন্য নির্দিষ্ট বোর্ড অনুযায়ী কিছু ন্যূনতম নম্বরের মানদণ্ড রয়েছে।
চলুন দেখে নেওয়া যাক, কোন বোর্ডে কত শতাংশ নম্বর পেলে আপনি এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন:
- ✅ WBCHSE (West Bengal Board) – উচ্চমাধ্যমিক পরীক্ষায় ৮৫% বা তার বেশি নম্বর থাকতে হবে।
- ✅ JAC (Jharkhand Board) – এখানেও উচ্চমাধ্যমিকে ৮৫% বা তার বেশি নম্বর পেতে হবে।
- ✅ ISC (Indian School Certificate) – ISC বোর্ডের ক্ষেত্রে প্রয়োজন ৯০% বা তার বেশি নম্বর।
- ✅ CBSE (Central Board of Secondary Education) – CBSE বোর্ড থেকেও ৯০% বা তার বেশি নম্বর পেলে আবেদন করা যাবে।
আবেদন ফর্ম পূরণ
জিপি বিড়লা স্কলারশিপ ২০২৫ অফলাইনে আবেদন করার জন্য, জিপি বিড়লা স্কলারশিপ ২০২৫ আবেদন ফর্ম টি সঠিকভাবে ফিলাপ করে ডকুমেন্টস সহকারে – G P Birla Educational Foundation, Calcutta Ice Skating Rink, 78, Syed Amir Ali Avenue, Kolkata – 700019 – এই ঠিকানায় পাঠাতে হবে।
জিপি বিড়লা স্কলারশিপ ২০২৫ আবেদন ফর্ম ডাউনলোড লিংক: জিপি বিড়লা স্কলারশিপ আবেদন ফর্ম ২০২৫ PDF ডাউনলোড
অনলাইন আবেদন প্রক্রিয়া
জিপি বিড়লা স্কলারশিপ ২০২৫-এ শুধু অফলাইনে নয়, অনলাইনেও খুব সহজেই আবেদন করা যায়। আর সবচেয়ে ভালো বিষয় হলো—অনলাইনে আবেদন করলে কোথাও কাগজপত্র পাঠানোর ঝামেলাই নেই!
✅ অনলাইনে আবেদন করতে হলে আপনাকে প্রথমে যেতে হবে জিপি বিড়লা স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটে।
✅ সেখানে গিয়ে আবেদন ফর্মটি পূরণ করতে হবে এবং আগে উল্লেখ করা প্রয়োজনীয় ডকুমেন্টগুলোর স্ক্যান কপি আপলোড করতে হবে।
✅ সব কিছু ঠিকঠাকভাবে জমা দিলে আবেদন সম্পূর্ণ হয়ে যাবে—একদম ঘরে বসেই!
আবেদনের শেষ তারিখ
জিপি বিড়লা স্কলারশিপ ২০২৫ অনলাইন ও অফলাইন আবেদন শুরু হয়েছে। জিপি বিড়লা স্কলারশিপের আবেদনের শেষ তারিখ (জিপি বিড়লা স্কলারশিপ লাস্ট ডেট ২০২৫) ১৫-০৭-২০২৫।
আরও তথ্যের জন্য: জিপি বিড়লা এডুকেশনাল ফাউন্ডেশন অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join JKNEWS24 Jobs |
রাশিফলের জন্য | Join NEWS24 |
খেলার খবরের জন্য | Join Whatsapp |