Sunday, November 16, 2025

JKNEWS24 ➠ One Stop Solution for Bangla News & Bangla Khabar !

ভারতে শুরু ই-পাসপোর্ট! UAE...

গত কয়েক মাস ধরে সংযুক্ত আরব আমিরাতে থাকা ভারতীয়দের মনে একটাই প্রশ্ন ঘুরছিল—নতুন...

শিলিগুড়িতে চিতাবাঘ হামলা, শৌচালয়ে...

ফের চিতাবাঘের হামলা শিলিগুড়িতে (Siliguri News)! বাড়ির শৌচালয়ে লুকিয়ে থাকা চিতা ঘুমঘোরে শৌচালয়ে...

তামাক ও পান মশলায়...

আগামী কেন্দ্রীয় বাজেটে বড় চমক আসতে পারে। জানা যাচ্ছে, তামাক ও পান মশলায়...

প্রতিমাসে ₹৯,২৫০ আয়! পোস্ট...

নিরাপদ বিনিয়োগের কথা উঠলেই প্রথমেই মনে আসে পোস্ট অফিসের নাম। স্টক মার্কেট বা...
Homeবিনোদন খবরHera Pheri 3 News Update: অক্ষয় কুমার অবশেষে মুখ খুললেন

Hera Pheri 3 News Update: অক্ষয় কুমার অবশেষে মুখ খুললেন

- Advertisement -

আরও পড়ুন

- Advertisement -
- Advertisement -

Hera Pheri 3 News Update: তাঁর বক্তব্যের অপেক্ষায় ছিলেন অনুরাগীরা। অবশেষে দীর্ঘ নীরবতা ভেঙে মুখ খুললেন অক্ষয় কুমার (Akshay Kumar)। ‘হেরা ফেরি ৩’ (Hera Pheri 3 News Update) নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে, বিশেষ করে তাঁকে ও পরেশ রাওয়াল (Paresh Rawal)-কে ঘিরে, সেই প্রসঙ্গে এবার প্রথমবার নিজের মত প্রকাশ করলেন অক্ষয়।

Hera Pheri 3 News Update

এখন সবাই জানে যে পরেশ রাওয়াল ‘হেরা ফেরি ৩’-এর থেকে সরে দাঁড়িয়েছেন। এই সিদ্ধান্তের জেরেই শুরু হয়েছে নানা ধরনের আইনি গন্ডগোল। বলিউডে কান পাতলেই শোনা যাচ্ছে, পরেশ রাওয়ালের এই সরে দাঁড়ানোর সিদ্ধান্তের পর অক্ষয় কুমারের প্রযোজনা সংস্থার তরফ থেকে একটি মামলা পর্যন্ত দায়ের করা হয়েছে। এই পরিস্থিতিতে অনেকে ভাবছিলেন, অক্ষয় কি বলবেন কিছু? এবার সেই প্রতীক্ষার অবসান ঘটল। পরেশ রাওয়ালকে ঘিরে তৈরি হওয়া পরিস্থিতি নিয়ে অবশেষে মুখ খুললেন তিনি, আর তাঁর বক্তব্য ঘিরে আরও চাঞ্চল্য ছড়িয়েছে বলিউড মহলে।

সদ্য ‘হাউজফুল ৫’ (Houseful 5)-এর প্রচারে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন অক্ষয় কুমার। সিনেমা নিয়ে নানা প্রশ্নের মাঝেই এক সাংবাদিক সোজাসাপ্টা জিজ্ঞেস করেন, “অনেকে বলছেন, পরেশ রাওয়াল এই ছবি থেকে সরে গিয়ে নাকি বোকার মতো কাজ করেছেন?”

সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করন -

WhatsApp Group Join Now

এই প্রশ্ন শুনে অক্ষয় একদমই রাগ দেখাননি। বরং শান্ত স্বরে, অত্যন্ত ভদ্রভাবে উত্তর দেন, “প্রথমত, আমি আমার সহকর্মী সম্পর্কে ‘বোকা’ এই শব্দটা ব্যবহার করার বিরোধিতা করি। এটা একেবারেই ঠিক নয়। আমি ৩২ বছর ধরে ওঁর সঙ্গে কাজ করছি। আমরা খুব ভালো বন্ধু। পরেশ রাওয়াল একজন দারুণ অভিনেতা, এবং আমি তাঁকে ভীষণ শ্রদ্ধা করি।”

“আমার মনে হয় না এটা সেই জায়গা, যেখানে এই বিষয়ে বিস্তারিতভাবে কথা বলা উচিত। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এখন আদালতের পর্যবেক্ষণে রয়েছে। তাই এই বিষয়ে আদালত বা আইনজীবীরাই সঠিক সিদ্ধান্ত নেবেন।

অন্যদিকে, আজ পরেশ রাওয়াল প্রসঙ্গে মুখ খুলেছেন জনি লিভার। এর আগে ‘হেরা ফেরি ২’-তে কাজ করেছেন জনি লিভার। ইতিমধ্যেই তিনি জানিয়েছেন, তিনি নতুন সিজনেও একটি বিশেষ চরিত্রে থাকতে চলেছেন। তবে পরেশ রাওয়াল এই ছবিতে না থাকার খবরে তিনি ভীষণ হতাশ হয়েছেন। জানা গিয়েছেন পরেশ রাওয়াল ও অক্ষয় কুমারের মধ্যে কিছু আইনি জটিলতা চলছে। এই বিষয়ে কথা বলতে গিয়ে জনি লিভার বলেন, ‘আমার মনে হয়, পরেশ রাওয়ালের সিনেমাটা করে নেওয়া উচিত ছিল। সবাই মিলে বসে কথা বলুন, যা যা সমস্যা হয়েছে সেটাকে মিটিয়ে নিন.. কারণ অনুরাগীরা ‘হেরা ফেরি ৩’ -তে পরেশ রাওয়ালের উপস্থিতি না হলে মিস করবে। ওঁকে ছাড়া ছবিটা মজাই হারিয়ে ফেলবে। তাই আমার মনে হয় কথা বলেই সবটা মিটিয়ে নেওয়া উচিত। আমার চোখে তো এটাই সঠিক।’

- Advertisement -
- Advertisement -

পড়তে ভুলবেন না

- Advertisement -