আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

মুখের কালো দাগ দূর করার ঘরোয়া টিপস!

Published on: October 29, 2025
Dark Spot Removal Tips

এটা-সেটা মেখেছেন। দাগছোপ দূর করার ক্রিমও বাদ রাখেননি। তবু মুখ জুড়ে কালো ছোপ পরিষ্কার হয়নি? এমন সমস্যার সমাধান বাতলালেন শাহনাজ় হুসেন (Dark Spot Removal Tips)। বিশ্ব তাঁকে জানে একজন সফল মহিলা শিল্পপতি হিসেবে। রূপচর্চার দুনিয়ায় তাঁর প্রসাধনীরও অনেক কদর রয়েছে। বহু বছর ধরে তিনি প্রাকৃতিক উপকরণ দিয়ে সৌন্দর্যচর্চার নানা উপায় নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে যাচ্ছেন। শাহনাজ় বিশ্বাস করেন, সমস্যা সমাধানের উপায় অনেক সময় আমাদের নিজস্ব হেঁশেলেই লুকিয়ে থাকে। তাঁর এই দৃষ্টিভঙ্গি প্রমাণ করে যে, প্রাকৃতিক উপকরণের মাধ্যমে সহজ এবং কার্যকরী সৌন্দর্যচর্চা সম্ভব।

— Advertisement —

মুখে কালো ছিটে দাগ বা কালো গোল প্যাচ অনেকেরই হয়ে থাকে, যা একটি সাধারণ সমস্যা। তবে তা খুব সহজে সারে না। সমাজমাধ্যমে শাহনাজ় তাঁর ঘরোয়া টোটকা শেয়ার করেছেন এই সমস্যা সমাধানের জন্য। তিনি বলছেন, পুদিনাপাতা বেটে মুখে লাগিয়ে রাখলে ত্বক পরিষ্কার ও সতেজ হয়ে ওঠে। তবে, শুধু এইটুকু নয়, সানস্ক্রিন ব্যবহার করাও অত্যন্ত জরুরি, যাতে রোদের ক্ষতিকর প্রভাব থেকে ত্বক রক্ষা পায়।

— Advertisement —

পুদিনা ত্বকের জন্য কতটা উপকারী?

পুদিনাপাতায় রয়েছে ভিটামিন A এবং C, যা ত্বকের জন্য অনেক উপকারী। এই পুষ্টি উপাদানগুলি ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে, এবং ভিটামিন A ত্বককে সুস্থ রাখে। এছাড়া, পুদিনাপাতায় রয়েছে অ্যান্টিঅক্সিড্যান্ট এবং নানা ধরনের খনিজ, যা ত্বকের উন্নতির জন্য খুবই উপকারি। এর অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদানগুলি ত্বকের প্রদাহ বা জ্বালাপোড়া ভাব কমাতে সহায়তা করে। পুদিনাপাতা বেটে মুখে লাগালে ত্বক খুব দ্রুত সতেজ এবং সুস্থ হয়ে ওঠে।

— Advertisement —

‘মলিকিউলার ডাইভার্সিটি প্রিজ়ারভেশন ইন্টারন্যাশনাল’ নামে সুইডেনের এক বায়োমেডিক্যাল গবেষণা সংস্থার জার্নালে ২০২২ সালে প্রকাশিত একটি গবেষণাপত্র থেকে জানা যাচ্ছে, পুদিনাপাতায় থাকা অ্যান্টিঅক্সিড্যান্ট রোদের তাপে ক্ষতিগ্রস্ত ত্বককে রক্ষা করতে সাহায্য করে। এটি ত্বকের বলিরেখা দূর করতেও কার্যকরী। অর্থাৎ, পুদিনাপাতা শুধুই ত্বককে সুস্থ রাখে না, রোদের ক্ষতিকর প্রভাব থেকেও ত্বককে রক্ষা করে!

পুদিনা পাতার মাস্ক

শাহনাজ় হুসেনের বলা সমাধান ছাড়াও আরও নানা ভাবে ত্বকের পরিচর্যায় পুদিনা পাতা ব্যবহার করা যায়। কী ভাবে তৈরি করবেন পুদিনার মাস্ক?

— Advertisement —

পুদিনা এবং কলার মাস্ক:১০-১২টি পুদিনাপাতা আধখানা কলার সঙ্গে মিক্সিতে ভালো করে মিশিয়ে নিন। এরপর এই মিশ্রণটি পরিষ্কার মুখে লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা করুন। তারপর ধুয়ে ফেলুন। এই মাস্কটি বলিরেখা কমাতে এবং ত্বককে উজ্জ্বল করতে সহায়তা করবে। পুদিনা ও কলা ত্বককে সতেজ ও সুন্দর করে তুলবে।

মুলতানি মাটি এবং পুদিনা: যদি আপনার ত্বক তৈলাক্ত হয় এবং রোদের তাপে মুখে জ্বালাভাব শুরু হয়, তাহলে এই প্যাকটি খুবই উপকারী হতে পারে। ২ টেবিল চামচ মুলতানি মাটি একটু জল দিয়ে মিশিয়ে নিন। তারপর এতে ১ টেবিল চামচ পুদিনাপাতা বাটা মিশিয়ে ভালো করে প্যাক তৈরি করুন। এই প্যাকটি ত্বককে শীতল করবে এবং রোদের তাপে হওয়া জ্বালাপোড়া কমিয়ে ত্বককে সুস্থ রাখবে।

— Advertisement —

শসা, পুদিনার মাস্ক: আধখানা শসা এবং ১০-১২টি পুদিনাপাতা মিক্সিতে ভালো করে গুঁড়ে নিন। তারপর এতে কয়েক ফোঁটা মধু যোগ করুন। এই মিশ্রণটি ত্বকের ঔজ্জ্বল্য বাড়াতে এবং দাগছোপ দূর করতে দারুণভাবে কাজ করবে। পুদিনা এবং শসার শীতলতা ত্বককে প্রশান্তি দেবে, আর মধু ত্বককে ময়েশ্চারাইজ করবে।

🔴 প্রতিনিয়ত সর্বশেষ খবর পেতে এখনই Google-এ সার্চ করুন JKNEWS24 Bangla। পাশাপাশি, আরও দ্রুত আপডেট পেতে এখনই ফলো করুন JKNEWS24 WhatsApp Channel — প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদ এক ক্লিকে পৌঁছে যাবে আপনার মোবাইলে!


লেবু দিয়ে মুখের কালো দাগ দূর করার উপায় কী?

মুখের কালো দাগ দূর করতে লেবুর রসের সাথে মধু বা দই মিশিয়ে ব্যবহার করা বেশ কার্যকর ঘরোয়া উপায়। লেবুর রসে থাকা প্রাকৃতিক ব্লিচিং উপাদান দাগ হালকা করতে সাহায্য করে, আর মধু বা দই ত্বককে আর্দ্র ও কোমল রাখে। তবে লেবুর রস সরাসরি ত্বকে লাগানো উচিত নয়, কারণ এতে জ্বালাপোড়া বা ত্বকে অ্যালার্জি হতে পারে। তাই ব্যবহার করার আগে অবশ্যই ত্বকের একটি ছোট অংশে পরীক্ষা করে নেওয়া নিরাপদ।


কোন ভিটামিনের অভাবে মুখে কালো দাগ হয়?

গালের হাড়ের ত্বক কালো হয়ে যাওয়ার অন্যতম কারণ হতে পারে ভিটামিন বি১২-এর অভাব। এই ভিটামিনের ঘাটতি শরীরে মেলানিনের ভারসাম্য নষ্ট করে, ফলে ত্বকে কালচে দাগ বা পিগমেন্টেশন দেখা দিতে পারে। সাধারণত ভিটামিন বি১২-এর অভাবে মুখের পাশাপাশি হাত, বিশেষ করে আঙুলের গাঁটে এবং পায়ের ত্বকেও কালো দাগ পড়ে। যাদের ত্বক স্বাভাবিকভাবে গাঢ়, তাদের ক্ষেত্রে এই দাগ আরও স্পষ্টভাবে দেখা যায়।

Join WhatsApp

Join Now

Leave a Comment