Thursday, September 4, 2025
36.7 C
Kolkata

𝐉𝐊𝐍𝐄𝐖𝐒𝟐𝟒 𝐁𝐀𝐍𝐆𝐋𝐀 ➠ 𝐎𝐧𝐞 𝐬𝐭𝐨𝐩 𝐬𝐨𝐥𝐮𝐭𝐢𝐨𝐧 𝐟𝐨𝐫 𝐈𝐦𝐩𝐨𝐫𝐭𝐚𝐧𝐭 𝐁𝐚𝐧𝐠𝐥𝐚 𝐍𝐞𝐰𝐬 !

ATM Franchise Business: নিজের...

ATM Franchise Business: আজকের দিনে চাকরির বাজারে টিকে থাকা সত্যিই কঠিন হয়ে পড়েছে।...

রাহুলের ভোটার অধিকার যাত্রায়...

রিপোর্ট অনুযায়ী, সামনে বিহার বিধানসভা ভোট ঘিরে রাজনৈতিক আবহ তুঙ্গে। আর সেই প্রচারের...

টিম ইন্ডিয়ার বড় দায়িত্বে...

BCCI Proposal To MS Dhoni: ভারতীয় ক্রিকেট দলে আবারও বড় দায়িত্বে ফিরতে পারেন...

HDFC পরিবর্তন স্কলারশিপ 2025:...

HDFC Parivartan Scholarship 2025: ভারতে অসংখ্য মেধাবী ছাত্র-ছাত্রী আছে যাঁদের স্বপ্ন উচ্চশিক্ষা গ্রহণ...

Join or social media

আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

- Advertisement -

Recommended for You

- Advertisement -

মেয়ের নামে সঞ্চয় করে পান ১০ লক্ষ টাকা, জেনে নিন আবেদন প্রক্রিয়া

Central Govt SSY Scheme: রাজ্য সরকার হোক বা কেন্দ্র সরকার—উভয়েই মহিলাদের স্বনির্ভর করতে নিয়মিত নানান প্রকল্প নিয়ে আসছে। রাজ্যের পক্ষ থেকে কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষীর...

Most Popular

- Advertisement -
Homeপ্রকল্পসরকারি প্রকল্পমেয়ের নামে সঞ্চয় করে পান ১০ লক্ষ টাকা, জেনে নিন আবেদন প্রক্রিয়া

মেয়ের নামে সঞ্চয় করে পান ১০ লক্ষ টাকা, জেনে নিন আবেদন প্রক্রিয়া

Central Govt SSY Scheme: রাজ্য সরকার হোক বা কেন্দ্র সরকার—উভয়েই মহিলাদের স্বনির্ভর করতে নিয়মিত নানান প্রকল্প নিয়ে আসছে। রাজ্যের পক্ষ থেকে কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষীর ভান্ডার ইত্যাদি জনপ্রিয় প্রকল্প চালু রয়েছে। অন্যদিকে কেন্দ্র সরকারের তরফে মেয়েদের জন্য অন্যতম সেরা সঞ্চয় প্রকল্প হলো “সুকন্যা সমৃদ্ধি যোজনা (SSY)”

সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করন -

WhatsApp Group Join Now

এই প্রকল্পে খুব সামান্য টাকা জমিয়েই ভবিষ্যতে মেয়ের উচ্চশিক্ষা কিংবা বিবাহের সময়ে পাওয়া যাবে মোটা অঙ্কের টাকা। এমনকি এখানে ১০ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সুরক্ষার সুযোগ রয়েছে। তাই আপনার বাড়িতে কন্যা সন্তান থাকলে তার ভবিষ্যৎকে সুরক্ষিত করতে এবং একটি নিরাপদ ও লাভজনক বিনিয়োগ করতে সুকন্যা সমৃদ্ধি যোজনা হতে পারে সেরা বিকল্প।

সুকন্যা সমৃদ্ধি যোজনা কী?

সুকন্যা সমৃদ্ধি যোজনা (Sukanya Samriddhi Yojana) হল একটি ক্ষুদ্র সঞ্চয় স্কিম যা “বেটি বাঁচাও, বেটি পড়াও” মিশনের আওতায় ভারত সরকার ২০১৫ সালে চালু করে থাকে। এটি মূলত কন্যাসন্তানের ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তার জন্য তৈরি করা হয়। এখানে অভিভাবক বা অভিভাবিকা মেয়ের নামে একটি অ্যাকাউন্ট খুলে নির্দিষ্ট পরিমাণে টাকা জমা রেখে, যা মেয়াদ শেষে সুদসহ বড় অঙ্কের অর্থে পরিণত হয়ে যাবে।

সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করন -

WhatsApp Group Join Now

এই স্কিমে কে আবেদন করতে পারবেন?

যে কোনো ভারতীয় নাগরিক যার কন্যাসন্তান রয়েছে, তিনি এই প্রকল্পে অ্যাকাউন্ট খুলতে পারবেন। তবে শর্ত হলো মেয়ের বয়স অবশ্যই ১০ বছরের নিচে হতে হবে। যদি একাধিক কন্যা সন্তান থাকে, তাহলে আলাদা আলাদা করে অ্যাকাউন্ট খোলার সুযোগ আছে (সর্বোচ্চ ২টি কন্যার জন্য)। তবে মনে রাখতে হবে, একটি কন্যার জন্য একবারই অ্যাকাউন্ট খোলা যায়।

SSY-র মূল বৈশিষ্ট্য

বৈশিষ্ট্যবিবরণ
প্রকল্পের ধরনএটি ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প (Small Savings Scheme)
প্রযোজ্যকেবলমাত্র কন্যা সন্তানের জন্য
সর্বোচ্চ অ্যাকাউন্ট২ কন্যা সন্তানের জন্য আলাদা করে ২টি অ্যাকাউন্ট করতে হবে
মেয়াদ২১ বছর বা মেয়ের ১৮ বছর বয়সে বিয়ে হলে
সুদের হার (2025 Q4)৮.২% (চক্রবৃদ্ধি সুদ) দেওয়া হয়
ন্যূনতম জমা₹২৫০ প্রতি বছর
সর্বোচ্চ জমা₹১.৫ লক্ষ প্রতি বছর
করছাড় সুবিধাসম্পূর্ণ EEE (ট্যাক্স ফ্রি)
টাকা তোলার নিয়ম১৮ বছর বয়সে ৫০%, ২১ বছর বা বিয়ের সময় সম্পূর্ণ পাবেন

SSY অ্যাকাউন্ট খোলার নিয়ম

সুকন্যা সমৃদ্ধি যোজনার অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে যেতে হবে নিকটবর্তী পোস্ট অফিস বা অনুমোদিত কোনো ব্যাংকে। আবেদন করার সময় কিছু প্রয়োজনীয় ডকুমেন্ট সঙ্গে রাখতে হবে—

  • কন্যা সন্তানের জন্ম শংসাপত্র
  • অভিভাবকের পরিচয়পত্র (যেমন আধার কার্ড বা ভোটার আইডি)
  • ঠিকানার প্রমাণ (যেমন রেশন কার্ড বা বিদ্যুৎ বিল)
  • পাসপোর্ট সাইজ ছবি
  • পূর্ণাঙ্গভাবে ভর্তি করা SSY আবেদনপত্র

প্রথমবার জমা দিতে হবে ন্যূনতম ₹২৫০ টাকা। ফর্ম পূরণ করে ব্যাংক বা পোস্ট অফিসে জমা দিলেই অ্যাকাউন্ট চালু হয়ে যাবে। এরপর আপনাকে একটি পাসবুক দেওয়া হবে, যেখানে প্রতিটি জমার তথ্য নথিভুক্ত থাকবে।

কত টাকা জমা করতে হবে এবং কতদিন?

এই প্রকল্পে বছরে ন্যূনতম ₹২৫০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ₹১.৫ লক্ষ টাকা পর্যন্ত জমা করা যাবে। আপনাকে টানা ১৫ বছর পর্যন্ত এই টাকা জমা দিতে হবে। এরপর আর কোনো টাকা জমা দেওয়ার দরকার নেই, তবুও অ্যাকাউন্টটি মেয়াদের শেষ পর্যন্ত অর্থাৎ ২১ বছর পর্যন্ত চালু থাকবে।

এই সময়ে যতদিন টাকা জমা করবেন, সেই টাকা সুদের সঙ্গে জমা হতে থাকবে এবং চক্রবৃদ্ধি হারে ক্রমশ বাড়বে। ফলে মেয়াদ শেষে একটি বড় অঙ্কের অর্থ হাতে আসবে, যা মেয়ের উচ্চশিক্ষা বা বিয়ের মতো ভবিষ্যতের গুরুত্বপূর্ণ খরচে কাজে লাগতে পারে।

সুদের হার কেমন?

বর্তমানে (২০২৫ সালের শেষ ত্রৈমাসিক অনুযায়ী) সুকন্যা সমৃদ্ধি প্রকল্পে বার্ষিক ৮.২% হারে সুদ দেওয়া হচ্ছে। এই সুদ প্রতি তিন মাস অন্তর হিসাব করা হয় এবং চক্রবৃদ্ধি হারে জমা হতে থাকে।

উদাহরণ হিসেবে ধরা যাক, আপনি যদি প্রতি বছর ₹১.৫ লক্ষ টাকা করে ১৫ বছর ধরে জমা করেন, তাহলে ২১ বছরের শেষে আপনার অ্যাকাউন্টে প্রায় ₹৭২-৭৫ লক্ষ টাকা জমা হবে। সবচেয়ে বড় সুবিধা হলো, এই টাকা পুরোপুরি মেয়ের নামে থাকবে এবং ভবিষ্যতে তার উচ্চশিক্ষা বা বিয়ের মতো গুরুত্বপূর্ণ প্রয়োজনে ব্যবহার করা যাবে।

SSY বনাম অন্যান্য সঞ্চয় প্রকল্প

প্রকল্পসুদের হারকর সুবিধামেয়াদ
SSY৮.২%EEE২১ বছর
PPF৭.১%EEE১৫ বছর
LIC Endowment৫‑৬%আংশিকভিন্ন
FD৫‑৭%করযোগ্য৫-১০ বছর

কত দিনে টাকা ডবল হবে?

অনেকের মনেই প্রশ্ন আসে—এই প্রকল্পে আসলে কতটা লাভ পাওয়া যায়? বর্তমানে বার্ষিক ৮.২% সুদের হারে চক্রবৃদ্ধি অনুযায়ী আপনার টাকা প্রায় ৮.৮ বছরে দ্বিগুণ হয়ে যাবে।

👉 উদাহরণ হিসেবে:

  • আপনি যদি ₹১ লক্ষ টাকা জমা রাখেন, তবে প্রায় ৮.৮ বছরে সেটি হয়ে যাবে ₹২ লক্ষ টাকা।
  • আর যদি নিয়মিত ₹১.৫ লক্ষ টাকা করে জমা করেন, তাহলে ২১ বছরের শেষে আপনার হাতে আসতে পারে প্রায় ₹১০ লক্ষ টাকারও বেশি।

সব মিলিয়ে বলা যায়, সুকন্যা সমৃদ্ধি যোজনা শুধু একটি সঞ্চয় প্রকল্প নয়, এটি আপনার কন্যাসন্তানের ভবিষ্যৎকে সুরক্ষিত করার এক অনন্য উদ্যোগ। এই প্রকল্পে জমা হওয়া অর্থ মেয়ের শিক্ষা, বিয়ে কিংবা ভবিষ্যতের অন্য কোনো গুরুত্বপূর্ণ প্রয়োজনে ব্যবহার করা যাবে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin JKNEWS24 Jobs
রাশিফলের জন্যJoin NEWS24
খেলার খবরের জন্যJoin Whatsapp
- Advertisement -

আরও পড়ুন

আরও পড়ুন