IPPB Recruitment 2025: কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থা পোস্ট অফিসে এবার কর্মী নিয়োগের সুবর্ণ সুযোগ এসেছে। সাধারণত সারা বছরই বহু প্রার্থী পোস্ট অফিস বা ডাক বিভাগের বিভিন্ন পদের জন্য আবেদন করে থাকেন, তবে এবারে পোস্ট অফিস পেমেন্ট ব্যাংক (IPPB)-এ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। উল্লেখযোগ্যভাবে, এই নিয়োগ সম্পূর্ণ চুক্তিভিত্তিক হবে এবং আগ্রহী প্রার্থীদের নির্দিষ্ট শর্ত অনুযায়ী আবেদন করতে হবে। কারা আবেদন করতে পারবেন, কীভাবে নিয়োগ হবে এবং আবেদন প্রক্রিয়াটি কী—এসব বিষয়ে বিস্তারিত তথ্য একসাথে জেনে নিতে পারবেন এই প্রতিবেদনে।
- নিয়োগ কারী সংস্থা- পোস্ট অফিস পেমেন্ট ব্যাঙ্ক।
- পদের নাম- পরামর্শদাতা বা কনসালটেন্ট।
- চুক্তির সময়সীমা- ৩ বছর-৫ বছর।
- অভিজ্ঞতা- চাকরি প্রার্থীদের অন্ততপক্ষে ৩০ বছরের পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে।
- বয়স সীমা- অনূর্ধ্ব ৬৫ বছর।
IPPB Recruitment 2025
শিক্ষাগত যোগ্যতা
উল্লেখিত পদে আবেদন করতে হলে প্রার্থীদের অবশ্যই যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। এর পাশাপাশি কেবলমাত্র রাষ্ট্রায়ত্ত ব্যাংকের অবসরপ্রাপ্ত ডেপুটি জেনারেল ম্যানেজার বা জেনারেল ম্যানেজার পদে কাজের অভিজ্ঞতা থাকা প্রার্থীরাই এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণের যোগ্য হবেন। অর্থাৎ সাধারণ স্নাতকদের পাশাপাশি এই নির্দিষ্ট অভিজ্ঞতা থাকলেই আবেদন করা সম্ভব।
মাসিক বেতন
আবেদনকারীরা যদি এই পদে নির্বাচিত হন, তবে তাদের ডাক বিভাগের অন্তর্গত পেমেন্টস ব্যাংকের নির্ধারিত বেতন কাঠামো অনুযায়ী বেতন দেওয়া হবে। শুধু তাই নয়, মূল বেতনের পাশাপাশি নির্বাচিত কর্মীরা কেন্দ্রীয় সরকারের দেওয়া নানা ভাতা ও অন্যান্য সরকারি সুবিধাও পাবেন।
নিয়োগ পদ্ধতি
এই পদে যোগ দিতে ইচ্ছুক প্রার্থীদের কোনো লিখিত পরীক্ষা দিতে হবে না। সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের বাছাই করা হবে এবং সেখানেই তাদের যোগ্যতা যাচাই করা হবে। মূলত আবেদনকারীর কাজের অভিজ্ঞতা ও দক্ষতাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে।
সব খবর
আবেদন পদ্ধতি
আবেদনে ইচ্ছুক সকল চাকরি প্রার্থীকে জানানো হচ্ছে, সম্পূর্ণ অনলাইন ভাবে ইমেইলার মাধ্যমে একটি আবেদন পত্র প্রয়োজনীয় নথির সাথে পাঠাতে হবে। এর পাশাপাশি গুরুত্বপূর্ণ নথিগুলি আগামী ১০ই সেপ্টেম্বরের মধ্যে ডাকযোগে নির্দিষ্ট ঠিকানা তে পাঠিয়ে দিতে হবে।
Email ID- careers@ippbonline.in
প্রয়োজনীয় ঠিকানা- Chief Human ResourceOfficer, India Post Payments Bank, 2nd Floor, Speed Post Center, Bhai Veer Singh Marg, Gol Market, New Delhi- 110001
| Recruitment Notification 2025: | Download |


