PAN Card Online Reprint: ভারতের প্রতিটি নাগরিকের জন্য প্যান কার্ড (PAN Card) আজকাল এক অপরিহার্য নথি। শুধু আয়কর রিটার্ন ফাইল করতেই নয়, ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা, লোন আবেদন, ক্রেডিট কার্ড নেওয়া বা যেকোনো আর্থিক লেনদেনে প্যান কার্ড প্রয়োজন। তবে যদি প্যান কার্ড হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায়, তখন চিন্তার কোনো কারণ নেই। এখন আর লম্বা লাইনে দাঁড়ানোর দরকার নেই; ঘরে বসেই আপনি ডুপ্লিকেট প্যান কার্ড বা ই-প্যান তৈরি করতে পারবেন। তবে মনে রাখতে হবে, কারো যদি আগের একটি প্যান কার্ড থাকে, তাহলে নতুন প্যান বানানোর আগে সেটি বাতিল করতে হবে। না হলে ১০,০০০ টাকা পর্যন্ত জরিমানা দিতে হতে পারে। তাই কার্ড হারিয়ে গেলে আগে সেটি বাতিল করে নতুন প্যান কার্ড তৈরি করুন।
সব খবর
PAN Card Online Reprint
কোথা থেকে পাবেন ডুপ্লিকেট PAN Card?
সরকারের অনুমোদিত দুটি অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডুপ্লিকেট প্যান কার্ড তৈরি করা যায় –
- NSDL (https://www.onlineservices.nsdl.com)
- UTIITSL (https://www.utiitsl.com)
NSDL থেকে ডুপ্লিকেট PAN Card বানানোর ধাপ
প্রথমে NSDL-এর অফিসিয়াল ওয়েবসাইটে যান। সেখানে “Reprint PAN Card” বা Download e-PAN অপশনটি সিলেক্ট করুন। এরপর PAN নম্বর, আধার নম্বর এবং জন্মতারিখ দিয়ে ফর্মটি পূরণ করুন। ক্যাপচা ভরে Submit বাটনে ক্লিক করুন। আধার লিঙ্ক করা মোবাইল নম্বরে একটি OTP পাঠানো হবে, যা দিয়ে ভেরিফিকেশন সম্পন্ন করুন। এরপর অনলাইনে ৫০–১০০ টাকা ফি (UPI, ডেবিট/ক্রেডিট কার্ড বা Net Banking) জমা দিন। সঙ্গে সঙ্গে আপনার e-PAN PDF ফরম্যাটে ইমেইলে চলে আসবে।
সব খবর
UTIITSL থেকে ডুপ্লিকেট PAN Card বানানোর ধাপ
প্রথমে UTIITSL-এর অফিসিয়াল ওয়েবসাইটে যান। সেখানে “PAN Card Services” এ গিয়ে “Reprint PAN Card” অপশনটি বেছে নিন। এরপর PAN নম্বর, আধার নম্বর এবং জন্মতারিখ লিখুন। রেজিস্টার্ড মোবাইল নম্বরে আসা OTP দিয়ে ভেরিফিকেশন সম্পন্ন করুন। এরপর অনলাইনে ৫০–১০০ টাকা ফি জমা দিন। সঙ্গে সঙ্গেই আপনি e-PAN ডাউনলোড করতে পারবেন। চাইলে হার্ড কপি অর্ডারও করতে পারবেন, যা ৭–১৫ দিনের মধ্যে আপনার ঠিকানায় পৌঁছে যাবে।
ডুপ্লিকেট PAN Card এর জন্য কী কী লাগবে?
PAN কার্ড পুনরায় তৈরি বা e-PAN ডাউনলোড করার জন্য যা লাগবে:
- PAN নম্বর
- আধার কার্ড (যেটি PAN-এর সঙ্গে লিঙ্ক করা থাকবে)
- জন্মতারিখ প্রমাণপত্র
- রেজিস্টার্ড মোবাইল নম্বর (OTP-এর জন্য)
- অনলাইনে ফি দেওয়ার জন্য ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা UPI
কত টাকা লাগবে?
পরিষেবা | চার্জ (₹) | ডেলিভারি |
---|---|---|
e-PAN (PDF ডাউনলোড) | ₹৫০ + GST | ইমেইলে সঙ্গে সঙ্গে পাওয়া যাবে |
Hard Copy PAN Card | ₹১০১ (GST + পোস্টাল চার্জ) | ৭-১৫ দিনের মধ্যে Speed Post-এ পাঠানো হবে |
যদি আপনার PAN Card হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায়, তাহলে আতঙ্কিত হওয়ার কিছু নেই। মাত্র কয়েক মিনিটে অনলাইনে আবেদন করে ঘরে বসেই ডুপ্লিকেট PAN Card বানাতে পারবেন। চাইলে শুধু e-PAN (₹৫০) নিতে পারেন, আবার চাইলে হার্ড কপি (₹১০১) অর্ডার করতে পারেন। তাই দেরি না করে এখনই আবেদন করে নিন, আর্থিক লেনদেনের সময় সমস্যায় পড়বেন না।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join JKNEWS24 Jobs |
রাশিফলের জন্য | Join NEWS24 |
খেলার খবরের জন্য | Join Whatsapp |