Sunday, November 16, 2025

JKNEWS24 ➠ One Stop Solution for Bangla News & Bangla Khabar !

প্রতিমাসে ₹৯,২৫০ আয়! পোস্ট...

নিরাপদ বিনিয়োগের কথা উঠলেই প্রথমেই মনে আসে পোস্ট অফিসের নাম। স্টক মার্কেট বা...

ধোনি, রিচা! সেনা ও...

ভারতের ক্রীড়া ইতিহাসে বিশেষ করে ক্রিকেটের ময়দানে বহু তারকা নিজেদের প্রতিভা ও নিষ্ঠা...

FASTag নতুন নিয়ম কাল...

Rohan Khan, কলকাতা: সাম্প্রতিককালে দেশজুড়ে টোল পরিষেবায় বেশ কিছু বড় পরিবর্তন এসেছে, আর FASTag–এর...

ভারতীয় বিমান বাহিনীতে চাকরির...

Pinky Khan, কলকাতা: সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন? তাহলে আপনার জন্য আছে এক চমৎকার সুযোগ!...
Homeব্যবসা বাণিজ্যশেয়ারবাজারHyundai Share Price: হতাশ বিনিয়োগকারীরা, ডিসকাউন্টে লিস্টেড হুন্ডাই আইপিও

Hyundai Share Price: হতাশ বিনিয়োগকারীরা, ডিসকাউন্টে লিস্টেড হুন্ডাই আইপিও

- Advertisement -

আরও পড়ুন

- Advertisement -
- Advertisement -

Hyundai Share Price: Hyundai Motor India-র আইপিও নিয়ে বিনিয়োগকারীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল আজ। দেশের দ্বিতীয় বৃহত্তম গাড়ি নির্মাতা সংস্থা হুন্ডাই মোটর ইন্ডিয়া লিমিটেডের শেয়ার আজ আনুষ্ঠানিকভাবে তালিকাভুক্ত হয়েছে শেয়ার বাজারে। BSE-তে শেয়ারটি তালিকাভুক্ত হয়েছে ১,৯৩১ টাকায় এবং NSE-তে ১,৯৩৪ টাকায়। উল্লেখযোগ্য বিষয় হলো, হুন্ডাই মোটরের আইপিওতে শেয়ারের প্রাইস ব্যান্ড নির্ধারিত ছিল ১,৯৬০ টাকা প্রতি শেয়ার।

Hyundai Motor India-এর তালিকায় কোনও লাভ নেই

স্টক মার্কেটে আগেও দেখা গেছে, বড়সড় আইপিও এলেও লিস্টিং ডেতে সবসময় ঝকঝকে লাভ মেলে না। হুন্ডাই মোটর ইন্ডিয়ার ক্ষেত্রেও প্রায় একই ছবি ধরা পড়ল। শেয়ারগুলি নির্ধারিত প্রাইস ব্যান্ডের থেকে কম দামে তালিকাভুক্ত হয়েছে, অর্থাৎ একপ্রকার ডিসকাউন্টে লিস্টিং হয়েছে। বাজার বিশেষজ্ঞরা এটিকে “ফ্ল্যাট লিস্টিং” বলছেন, কারণ বিনিয়োগকারীরা যেখানে ভালো সমর্থন আর বাড়তি প্রিমিয়ামের আশায় ছিলেন, সেখানে লিস্টিং অনেকটাই প্রত্যাশার নিচে থেকে গেছে।

১.৩% ডিসকাউন্টে তালিকা করা হয়েছে

হুন্ডাই মোটর ইন্ডিয়ার শেয়ারের লিস্টিং বিনিয়োগকারীদের প্রত্যাশা পূরণ করতে পারেনি। NSE-তে শেয়ারটি ১,৯৩৪ টাকায় তালিকাভুক্ত হয়, যা আইপিও প্রাইসের তুলনায় প্রায় ১.৩ শতাংশ ডিসকাউন্ট। অন্যদিকে BSE-তে লিস্টিং হয় ১,৯৩১ টাকায়, যেখানে প্রায় দেড় শতাংশ ছাড় দেখা যায়। তালিকাভুক্তির পর শেয়ারটি এক সময় নেমে গিয়েছিল ১,৮৪৪.৬৫ টাকায়, আবার সর্বোচ্চ ছুঁয়েছিল ১,৯৭০ টাকা পর্যন্ত। অর্থাৎ হুন্ডাই মোটর ইন্ডিয়ার আইপিও লিস্টিং একেবারেই ফ্ল্যাট হয়েছে, যেখানে বিনিয়োগকারীরা বাড়তি প্রিমিয়ামের আশা করলেও তা মেলেনি।

ভারতীয় স্টক মার্কেটের ইতিহাসে সবচেয়ে বড় আইপিও

ভারতীয় স্টক মার্কেটের ইতিহাসে আকারের দিক থেকে সবচেয়ে বড় আইপিও ছিল হুন্ডাই মোটর ইন্ডিয়ার এই আইপিও। প্রায় ₹২৭,৮৭০.১৬ কোটি টাকা সংগ্রহের লক্ষ্য নিয়ে আসা হয়েছিল অফারটি, যা খোলা ছিল ১৫ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত। কোম্পানি অফার ফর সেল (OFS) এর মাধ্যমে এই বিপুল অঙ্কের টাকা তুলেছে এবং শেয়ারগুলির ফেস ভ্যালু ছিল মাত্র ₹১০। চাহিদার দিক থেকেও আইপিওটি যথেষ্ট সাড়া ফেলেছিল—মোট ২.৩৭ গুণ সাবস্ক্রাইব হয়েছিল এটি। বিশেষ করে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো, তাদের জন্য সংরক্ষিত কোটা প্রায় ৬.৯৭ গুণ সাবস্ক্রাইব হয়। সব মিলিয়ে, আকারে এবং বিনিয়োগকারীদের আগ্রহে, হুন্ডাই মোটর ইন্ডিয়ার এই আইপিও ভারতীয় বাজারে একটি বড় মাইলফলক হয়ে থাকবে।

সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করন -

WhatsApp Group Join Now

- Advertisement -
- Advertisement -

পড়তে ভুলবেন না

- Advertisement -