উত্তর প্রদেশের কানপুরে ঈদে মিলাদ-উন-নবী পালনের সময় ‘আই লাভ মুহাম্মদ’ (I Love Muhammad) ব্যানার টাঙানোকে কেন্দ্র করে যে বিতর্ক শুরু হয়েছিল, তা এখন দেশজুড়ে বড় দমন অভিযানে রূপ নিয়েছে। এই ব্যানারের কারণে অনেকের নামে এফআইআর দায়ের করা হয়েছে, এবং সেই প্রেক্ষাপটে উত্তর প্রদেশসহ দেশের বিভিন্ন শহরে মুসলমানরা বিক্ষোভ দেখিয়েছেন।
অ্যাসোসিয়েশন ফর প্রোটেকশন অফ সিভিল রাইটস (এপিসিআর) জানিয়েছে, এই ঘটনায় এখন পর্যন্ত ২১টি মামলা দায়ের হয়েছে। অভিযুক্ত করা হয়েছে ১,৩২৪ জন মুসলমানকে, যার মধ্যে প্রায় ৩৮ জন গ্রেপ্তার হয়েছেন।
শুধু উত্তর প্রদেশেই ১৬টি এফআইআর হয়েছে এবং এক হাজারের বেশি মুসলমানকে অভিযুক্ত করা হয়েছে। সম্প্রতি ‘আই লাভ মুহাম্মদ’ বিতর্কের কারণে উত্তরাখণ্ডের কাশীপুরে ৪০১ জনকে অভিযুক্ত করা হয়েছে, এবং ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও দেশের বিভিন্ন শহরে এ সংক্রান্ত বেশ কয়েকটি এফআইআর দায়ের হয়েছে এবং কিছু মানুষকে গ্রেপ্তার করা হয়েছে।
এই ঘটনায় পুলিশের ভূমিকার সমালোচনা করে এমপি আসাদউদ্দিন ওয়াইসি বলেছেন, ‘আই লাভ মুহাম্মদ’ বলা অপরাধ নয়। যদি তা অপরাধ হয়, তবে আমি শাস্তি মাথা পেতে নেব।” তিনি অভিযোগ করেন, পুলিশ প্ররোচিত হয়ে মুসলিমদের বিরুদ্ধে মামলা করছে, যা সম্পূর্ণ অনুচিত।
সব খবর
এর পাল্টা জবাবে কানপুর পুলিশের ডেপুটি কমিশনার দীনেশ ত্রিপাঠি দাবি জানান, মামলা একারণে হয়েছে শোভাযাত্রার নির্ধারিত পথ ভেঙে অন্যত্র প্যান্ডেল বানানো এবং পোস্টার ছেঁড়াছেঁড়ির অভিযোগের জন্য। তিন আরো জানান ‘I Love Muhammad’ লেখার জন্য কারও বিরুদ্ধে FIR করা হয়নি।


