Sunday, November 16, 2025

JKNEWS24 ➠ One Stop Solution for Bangla News & Bangla Khabar !

ভারতে শুরু ই-পাসপোর্ট! UAE...

গত কয়েক মাস ধরে সংযুক্ত আরব আমিরাতে থাকা ভারতীয়দের মনে একটাই প্রশ্ন ঘুরছিল—নতুন...

প্রতিমাসে ₹৯,২৫০ আয়! পোস্ট...

নিরাপদ বিনিয়োগের কথা উঠলেই প্রথমেই মনে আসে পোস্ট অফিসের নাম। স্টক মার্কেট বা...
Homeচাকরি খবরIBPS Clerk Recruitment 2025: ১০ হাজারেরও বেশি শূন্য পদে ব্যাংকে ক্লার্ক নিয়োগ

IBPS Clerk Recruitment 2025: ১০ হাজারেরও বেশি শূন্য পদে ব্যাংকে ক্লার্ক নিয়োগ

- Advertisement -

আরও পড়ুন

- Advertisement -
Pinky Khan
Pinky Khanhttps://jknews24.in/
সাত বছরের অভিজ্ঞতাসম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কনটেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। সরকারি প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে পাঠকদের কাছে পৌঁছে দেওয়াই তাঁর লক্ষ্য।
- Advertisement -

IBPS Clerk Recruitment: ব্যাংকে চাকরি করার স্বপ্ন যাদের, তাদের জন্য এসেছে দারুণ এক সুখবর! IBPS ক্লার্ক পদের জন্য ব্যাংকিং কমিটির তরফে সম্প্রতি প্রকাশিত হয়েছে প্রায় ১০,০০০-এরও বেশি শূন্যপদ। কীভাবে আবেদন করবেন, কোন যোগ্যতা লাগবে, আর আবেদন প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ ধাপগুলো কী — সব কিছুই আজকের প্রতিবেদনে সহজ ভাষায় জানিয়ে দেওয়া হবে।

IBPS Clerk Recruitment 2025

প্রতি বছরই দেশের ১১টি সরকারি ব্যাংকে ক্লার্ক পদে নিয়োগের জন্য পরীক্ষা নেয় IBPS। এবারও তার ব্যতিক্রম নয়। আসছে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ১৫তম বারের মতো অনুষ্ঠিত হতে চলেছে এই পরীক্ষা। ৩১ জুলাই ২০২৫-এ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, এইবার মোট ১০,২৭৭টি শূন্যপদে নিয়োগ হবে।

বিষয়বিস্তারিত
পদের নামIBPS Clerk (CUSTOMER SERVICE ASSOCIATES)
মোট শূন্য পদ১০,২৭৭ টি
অংশগ্রহণকারী ব্যাংকের সংখ্যা১১ টি
যোগ্যতাগ্র্যাজুয়েশন পাস
আবেদনের শেষ তারিখ২১শে আগস্ট, ২০২৫

অংশগ্রহণকারী ব্যাংকের তালিকা

IBPS ক্লার্কশিপ পরীক্ষার মাধ্যমে ১১ টি ব্যাংকে কর্মী নিয়োগ করা হবে, সেই ব্যাংকগুলির নাম হল – (১) ব্যাঙ্ক অফ বরোদা, (২) ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, (৩) ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র, (৪) কানাডা ব্যাঙ্ক, (৫) ভারতীয় কেন্দ্রীয় ব্যাংক, (৬) ইউকো ব্যাংক, (৭) পাঞ্জাব এন্ড সিন্ধু ব্যাংক, (৮) পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক , (৯) ইন্ডিয়ান ওভারসীজ ব্যাংক, (১০) ইন্ডিয়ান ব্যাঙ্ক, (১১) ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

পরীক্ষার্থীর যোগ্যতা

এবার দেখে নেওয়া যাক ব্যাংকের ক্লার্ক পদে আবেদনের জন্য আবেদন প্রার্থীদের কি কি যোগ্যতার প্রয়োজন।

সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করন -

WhatsApp Group Join Now
  • পরীক্ষার্থীর বয়স অবশ্যই ২০ থেকে ২৮ বছরের মধ্যে হতে হবে
  • প্রার্থীকে অবশ্যই কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি করে রাখতে হবে এবং বৈধ সার্টিফিকেট বা মার্কশিট প্রদর্শন করতে হবে।
  • প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি প্রার্থীকে অবশ্যই কম্পিউটারে বিশেষ দক্ষতা রাখতে হবে বা কম্পিউটারের বেসিকের বিশেষ নলেজ রাখতে হবে।

IBPS ক্লার্ক পরীক্ষার আবেদন পদ্ধতি

IBPS ক্লার্ক পরীক্ষার জন্য আবেদন করতে হলে প্রার্থীদের অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে। আবেদন করার শেষ তারিখ ২১ আগস্ট ২০২৫। তাই যারা আগ্রহী, তারা অবশ্যই সময়মতো তাদের প্রয়োজনীয় নথি নিয়ে আবেদন সম্পন্ন করবেন। কিভাবে ধাপে ধাপে আবেদন করবেন, তা নিচে সহজভাবে তুলে ধরা হলো –

  • IBPS ক্লার্ক পরীক্ষার জন্য প্রার্থীকে প্রথমে অনলাইনে অফিসিয়াল পোর্টাল www.ibps.in তে প্রবেশ করতে হবে
  • এরপর উপযুক্ত তথ্যসহকারে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে
  • একটি বৈধ ইমেইল আইডি ও মোবাইল নাম্বার, নিজস্ব পাসপোর্ট সাইজের ছবি এবং স্বাক্ষর কাছে রাখতে ভুলবেন না। এরপর আবেদন পত্র তে প্রবেশ করে ধাপে ধাপে ব্যক্তিগত তথ্য শিক্ষাগত যোগ্যতা এবং আবেদনপত্র পূরণ করতে হবে

আবেদন ফি

SC, ST, প্রতিবন্ধী, প্রাক্তন সেনা ও DESM প্রার্থীদের জন্য আবেদন ফি মাত্র ১৭৫ টাকা, আর বাকি সকল প্রার্থীর জন্য ফি নির্ধারিত হয়েছে ৮৫০ টাকা। অনলাইন পেমেন্টের ব্যাংক চার্জ প্রার্থীকে নিজে বহন করতে হবে।

তথ্যলিংক
আবেদনের শেষ তারিখ21th August, (21/08/2025)
অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন
(https://www.ibps.in/index.php/clerical-cadre-xv/)
Download PDF
অনলাইনে আবেদন লিংক
https://ibpsreg.ibps.in/crpcsaxvjl25/
Apply Now →
- Advertisement -
- Advertisement -

পড়তে ভুলবেন না

- Advertisement -