আগামী ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে মহিলাদের ওয়ানডে বিশ্বকাপ ২০২৫, আর সেই মহারণ শুরুর আগে থাকছে একেবারে জমকালো আয়োজন। ভারত বনাম শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে শুরু হলেও, আসল আসর জমবে উদ্বোধনী অনুষ্ঠানে। কারণ সেখানে সুরের জাদু ছড়াতে মঞ্চে উঠবেন ভারতের জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল। তাঁর সুরেলা কণ্ঠে রঙিন হয়ে উঠবে পুরো স্টেডিয়াম। আইসিসির পক্ষ থেকে ইতিমধ্যেই এই ঘোষণা করা হয়েছে, আর ক্রিকেটপ্রেমীরা এখন থেকে অপেক্ষায় আছেন শুধু শ্রেয়ার মুগ্ধ করা লাইভ পারফরম্যান্স দেখার জন্য।
সব খবর
শ্রেয়া ছাড়া আর কোন মহারথী থাকবেন উদ্বোধনী অনুষ্ঠানে?
আগামী ৩০ সেপ্টেম্বর গুয়াহাটিতে মহিলাদের ওয়ানডে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে উত্তেজনা তুঙ্গে। শ্রেয়া ঘোষালের নাম ইতিমধ্যেই ঘোষণা করেছে আইসিসি, তবে তাঁর পাশাপাশি আর কোন মহারথী শিল্পী মঞ্চে থাকবেন তা এখনও গোপনই রেখেছে কর্তৃপক্ষ। যদিও দ্বিতীয় শিল্পীর নাম প্রকাশ পায়নি, তবুও ক্রিকেট ভক্তদের জন্য রয়েছে বড় সুখবর। আসলে বৃহস্পতিবার শ্রেয়া ঘোষালের নাম ঘোষণার সঙ্গেই বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু হওয়ার বিজ্ঞপ্তিও জারি করেছে আইসিসি। অর্থাৎ এখন শুধু পারফরম্যান্সের অপেক্ষা নয়, ভক্তরা চাইলে সরাসরি মাঠে বসেই উপভোগ করতে পারবেন মহিলাদের বিশ্বকাপের রোমাঞ্চ।
বিশ্বকাপের টিকিটের দামে রেকর্ড করল ICC
আন্তর্জাতিক টুর্নামেন্টের ইতিহাসে এবার এক বিশেষ দৃষ্টান্ত গড়ল আইসিসি। মহিলাদের ওয়ানডে বিশ্বকাপ ২০২৫-এর টিকিট বিক্রি শুরু হয়েছে সবচেয়ে কম দামে। চলতি মাসেই টুর্নামেন্ট শুরু হতে চলায় আগেভাগেই টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। জানা গেছে, আগামী ৯ সেপ্টেম্বর থেকে দ্বিতীয় ধাপে গ্রুপ পর্বের ম্যাচের টিকিট বিক্রি শুরু হবে। তবে সবচেয়ে বড় চমক টিকিটের দাম—এবার ন্যূনতম মাত্র ১০০ টাকা থেকে শুরু। অনেক ভক্তই মনে করছেন, এত কম দামে টিকিট দেওয়ার ফলে এবার ইতিহাস সৃষ্টি করেছে আইসিসি, আর এর ফলে আরও বেশি মানুষ মাঠে বসে মহিলাদের বিশ্বকাপের রোমাঞ্চ উপভোগ করতে পারবেন।
সব খবর
টিকিটের মূল্য কম রাখার কারণ
বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী, আগামী 30 সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া মহিলাদের ওয়ানডে বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচের টিকিটের মূল্য কম রাখার অন্যতম কারণ স্টেডিয়ামে দর্শক টানা। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আসলে চাইছে, অল্প দামে টিকিট ছেড়ে প্রচুর পরিমাণ দর্শক স্টেডিয়ামে নিয়ে আসতে। যারা মহিলা ক্রিকেটের হয়ে গলা ফাটাবেন। ক্রিকেট বিশেষজ্ঞদের একটা বড় অংশের মতে, মহিলা বিশ্বকাপের জনপ্রিয়তা বাড়াতেই টিকিটের মূল্য কম রাখার সিদ্ধান্ত নিয়েছে ICC।
প্রসঙ্গত, মহিলাদের ক্রিকেটকে আরও গুরুত্ব দিয়ে বিশ্বের দরবারে তুলে ধরতে সম্প্রতি বড় পদক্ষেপ নিয়েছে আইসিসি। পুরুষদের তুলনায় এবছর মহিলাদের বিশ্বকাপে পুরস্কারের অর্থ বাড়ানো হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, এবারের মহিলাদের ওয়ানডে বিশ্বকাপ জয়ী দলকে দেওয়া হবে বিশাল অঙ্কের পুরস্কার—১২২ কোটি টাকা! যা ২০২৩ সালের পুরুষদের বিশ্বকাপের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার পাওয়া মোট পুরস্কারের থেকেও ৩৪ কোটি টাকা বেশি। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, এই উদ্যোগ নারীদের আরও আত্মবিশ্বাসী করে তুলবে এবং মহিলাদের ক্রিকেটের জনপ্রিয়তা বাড়াতে বড় ভূমিকা রাখবে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join JKNEWS24 Jobs |
রাশিফলের জন্য | Join NEWS24 |
খেলার খবরের জন্য | Join Whatsapp |