জল্পনা চলছিল অনেকদিন ধরেই, অবশেষে সেই জল্পনাতেই সিলমোহর পড়ল। শুভমন গিল অনুপস্থিত থাকায় নতুন একদিনের অধিনায়ক পেল ভারতীয় দল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন ওয়ানডে সিরিজের জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড ইতিমধ্যেই ঘোষণা করেছে India ODI Squad, আর সেই দলেই অধিনায়কের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে কে এল রাহুলের হাতে। এক কথায়, উইকেটকিপার-ব্যাটারের ভূমিকার পাশাপাশি এবার দলের নেতৃত্বেও বড় দায়িত্ব সামলাতে দেখা যাবে রাহুলকে।
এবারেও উপেক্ষিত মহম্মদ শামি (India ODI Squad)
ভারত বনাম দক্ষিণ আফ্রিকার চলতি টেস্ট সিরিজের মাঝেই প্রায় পরিষ্কার হয়ে গিয়েছিল যে আসন্ন ওয়ানডে সিরিজে দলের নেতৃত্ব দেবেন কে এল রাহুল, এবং শেষ পর্যন্ত ঠিক সেটাই হয়েছে। তবে বিরাট-রোহিতদের নিয়ে যেমন নানা জল্পনা ছিল, তেমনি বড় আশা ছিল মহম্মদ শামির প্রত্যাবর্তন ঘিরে—শোনা যাচ্ছিল দীর্ঘ অপেক্ষার পর হয়তো দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেই ওয়ানডেতে ফিরবেন তিনি। কিন্তু দল ঘোষণা হতেই বদলে গেল সব ধারণা, কারণ এবারও দলে জায়গা পেলেন না শামি।
ভারতীয় দলে আর কী কী বদল এসেছে?
চোট কাটিয়ে শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে ফিরেছিলেন ঋষভ পন্থ। বর্তমানে গিলের অনুপস্থিতিতে তিনিই ভারতের লাল বলের অধিনায়ক। এবার সেই পন্থও জায়গা পেলেন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজে। এখানে অবশ্য তাঁকে বিকল্প উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবেই রাখা হয়েছে। একই সাথে টেস্ট দল থেকে বাদ পড়েও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে দলে জায়গা পেলেন নীতিশ কুমার রেড্ডি। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, দীর্ঘদিন পর একদিনের ক্রিকেটে ভারতীয় দলে প্রত্যাবর্তন হল চেন্নাই সুপার কিংসের অধিনায়ক রুতুরাজ গায়কওয়াড় এর। এছাড়া কুলদীপ যাদব, তিলক বর্মা, ধ্রুব জুরেল, প্রসিদ্ধ কৃষ্ণা, জাদেজা, ওয়াশিংটন সুন্দররা জাতীয় দলের স্কোয়াডে জায়গা পেয়েছেন।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের ঘোষিত ওয়ানডে দল
ভারতের ঘোষিত ওয়ানডে স্কোয়াডে জায়গা পেয়েছেন রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, তিলক বর্মা, এবং অধিনায়ক ও উইকেটকিপার হিসেবে কে এল রাহুল। সঙ্গে আছেন ঋষভ পন্থ, ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, নীতিশ কুমার রেড্ডি ও হর্ষিত রানা। ওপেনিংয়ের বিকল্প হিসেবে রয়েছেন ঋতুরাজ গায়কওয়াড়, আর পেস আক্রমণে থাকছেন প্রসিদ্ধ কৃষ্ণা ও অর্শদীপ সিং। দলে আরও যুক্ত হয়েছেন প্রতিশ্রুতিশীল তরুণ ধ্রুব জুরেল, যিনি সাম্প্রতিক পারফরম্যান্স দিয়ে নজর কেড়েছেন।
🔴 প্রতিনিয়ত সর্বশেষ খবর পেতে এখনই Google-এ সার্চ করুন “JKNEWS24 Bangla”। পাশাপাশি, আরও দ্রুত আপডেট পেতে এখনই ফলো করুন JKNEWS24 WhatsApp Channel — প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদ এক ক্লিকে পৌঁছে যাবে আপনার মোবাইলে!









