আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

মাধ্যমিক পাসে সুযোগ! ইন্টারভিউ দিয়েই পোস্ট অফিসে চাকরি, ৬৫,২০০ পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত

Published on: January 29, 2025
পোস্ট অফিসে চাকরি

পোস্ট অফিসে চাকরি: অনেকেরই ছোটবেলা থেকে স্বপ্ন থাকে সরকারি চাকরি করার। কিন্তু কখনো যোগ্যতার অভাব, কখনো বয়সের সীমাবদ্ধতার কারণে অনেকেই চাকরির আবেদন করতে পারেন না। তবে এবার সেই চিন্তা দূর করতে বড়সড় সুযোগ নিয়ে এল ভারতীয় পোস্ট অফিস। সম্প্রতি বিপুল সংখ্যক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে ন্যূনতম মাধ্যমিক পাশ করলেই আবেদন করা যাবে। কীভাবে আবেদন করবেন? কী কী যোগ্যতা প্রয়োজন? আজকের প্রতিবেদনে জেনে নিন সব বিস্তারিত তথ্য।

— Advertisement —

পোস্ট অফিসে চাকরি নিয়োগের বিগুপ্তি জারি

ভারতীয় ডাক বিভাগের তরফ থেকে বিভিন্ন পদের জন্য বিশাল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দেশের যেকোনো প্রান্ত থেকে পুরুষ ও মহিলারা আবেদন করতে পারবেন। সবচেয়ে ভালো বিষয় হলো, সম্পূর্ণ অনলাইনে আবেদন করা যাবে, তাই বাড়িতে বসেই সহজেই ফর্ম ফিলআপ করা সম্ভব। তবে কী যোগ্যতা দরকার? কীভাবে হবে নিয়োগ প্রক্রিয়া? সব তথ্য এক নজরে দেখে নিন নিচে।

— Advertisement —

বিজ্ঞপ্তি অনুযায়ী, ভারতীয় ডাক বিভাগে গ্রামীণ ডাক সেবক (GDS) পদে মোট ৬৫,২০০টি শূন্যপদে নিয়োগ করা হবে। তবে এই সংখ্যা সমগ্র দেশের মোট শূন্যপদের হিসাব। প্রতিটি রাজ্যের জন্য আলাদা করে শূন্যপদ নির্ধারণ করা হয়েছে।

— Advertisement —

বিজ্ঞপ্তি অনুযায়ী গ্রামীণ ডাক সেবক পদের জন্য ১০,০০০ টাকা থেকে শুরু করে ২৯,৩৮০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা

যারা গ্রামীণ ডাক সেবক (GDS) পদের জন্য আবেদন করতে চান, তাদের অবশ্যই মাধ্যমিক পাস করতে হবে বা কোনো সরকারি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

— Advertisement —

এছাড়া, আবেদনকারীর অবশ্যই স্থানীয় ভাষায় দক্ষ হতে হবে, কারণ এটি কাজের গুরুত্বপূর্ণ অংশ। কম্পিউটারের বেসিক জ্ঞান থাকা প্রয়োজন, যাতে ডিজিটাল কাজ সহজে করা যায়।

আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়—আবেদনকারীকে অবশ্যই সাইকেল চালাতে জানতে হবে। কারণ, ডাক সেবকদের বিভিন্ন জায়গায় গিয়ে চিঠি ও পার্সেল পৌঁছে দিতে হয়।

— Advertisement —

আপনি যদি এই যোগ্যতাগুলো পূরণ করেন, তাহলে নির্দ্বিধায় আবেদন করতে পারেন!

বয়সসীমা

এই পদের জন্য আবেদন করতে চাইলে প্রার্থীকে নূন্যতম ১৮ বছর বয়স হতে হবে। এছাড়া সর্বোচ্চ ৪০ বছর বয়স পর্যন্ত গ্রামীণ ডাক সেবক পদের জন্য আবেদন করা যেতে পারে। তবে এক্ষেত্রে নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে। SC, ST প্রার্থীরা ৫ বছর, OBC প্রার্থীরা ৩ বছর ও PwD প্রার্থীরা ১০ বছরের ছাড় পাবেন।

অনলাইনের আবেদনের পদ্ধতি

আপনি যদি গ্রামীণ ডাক সেবক (GDS) পদের জন্য আবেদন করতে চান, তাহলে পুরো প্রক্রিয়াটি অনলাইনে সম্পন্ন করতে হবে। চিন্তার কিছু নেই, এখানে ধাপে ধাপে সহজ ভাষায় পুরো পদ্ধতি জানানো হলো 👇

✅ ধাপ ১: প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে যান।
✅ ধাপ ২: সেখানে রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করুন এবং নিজের নাম, জন্মতারিখ, ইমেল আইডি ও মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন।
✅ ধাপ ৩: রেজিস্ট্রেশনের পর পাওয়া আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন।
✅ ধাপ ৪: লগ ইন করার পর আবেদনের ফর্মটি সঠিক তথ্য দিয়ে পূরণ করুন।
✅ ধাপ ৫: প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করুন এবং ফর্মটি ভালোভাবে চেক করে সাবমিট করুন।
✅ ধাপ ৬: এবার আবেদনের ফি জমা দিন।
✅ ধাপ ৭: আবেদন সফলভাবে সম্পন্ন হলে ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট আউট করে রেখে দিন ভবিষ্যতের প্রয়োজনে।

আবেনদের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট

আধার কার্ড / ভোটার কার্ড
মাধ্যমিক পাশের শংসাপত্র
জাতিগত শংসাপত্র (যদি প্রযোজ্য হয়)
সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজ কালার ছবি

অফিসিয়াল ওয়েবসাইট – Official Website

Pinky Khan

সাত বছরের অভিজ্ঞতাসম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কনটেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। সরকারি প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে পাঠকদের কাছে পৌঁছে দেওয়াই তাঁর লক্ষ্য।

Join WhatsApp

Join Now

Leave a Comment