Pinky Khan, কলকাতা: সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন? তাহলে আপনার জন্য আছে এক চমৎকার সুযোগ! ভারতীয় বিমান বাহিনী (Indian Air Force) গ্রাউন্ড ডিউটি এবং এনসিএস স্পেশাল এন্ট্রি শাখায় নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া, যোগ্যতা, পদসংখ্যা ও বেতন সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আজকের প্রতিবেদনে বিস্তারিতভাবে তুলে ধরা হলো।
Table of Contents
ভারতীয় বিমান বাহিনীতে নিয়োগের বিজ্ঞপ্তি
সম্প্রতি বিমান বাহিনীর তরফ থেকে যে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, সেখানে গ্রাউন্ড ডিউটি (টেকনিক্যাল ও নন টেকনিক্যাল) এবং এনসিসি স্পেশাল এন্ট্রি শাখার জন্য ফ্লাইং ব্রাঞ্চ অফিসার নিয়োগের কথা উল্লেখ রয়েছে। আর এখানে মোট ৩৪০টি শূন্যপদ রয়েছে।
| নিয়োগকারী সংস্থা | ভারতীয় বিমান বাহিনী |
| পদের নাম | গ্রাউন্ড ডিউটি ও ফ্লাইং ব্রাঞ্চ |
| চাকরির ক্যাটাগরি | কেন্দ্রীয় সরকারি চাকরি |
| শূন্যপদ | মোট ৩৪০টি |
| বেতন কাঠামো | ৫৬,১০০ থেকে ১,৭৭,৫০০ টাকা |
| আবেদন পদ্ধতি | অনলাইন |
শিক্ষাগত যোগ্যতা কী দরকার?
Indian Air Force Recruitment 2025 অনুযায়ী, যেমনটা খবর পাওয়া যাচ্ছে, ফ্লাইং ব্রাঞ্চ পদে আবেদন করতে হলে প্রার্থীদের উচ্চ মাধ্যমিক স্তরে পদার্থবিদ্যা বা গণিত থাকা আবশ্যক এবং সেই সঙ্গে স্নাতক পর্যায়ে সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রি থাকতে হবে। গ্রাউন্ড ডিউটি (টেকনিক্যাল) পদে আবেদন করার জন্য নির্দিষ্ট ইঞ্জিনিয়ারিং শাখায় BE বা B.Tech ডিগ্রি প্রয়োজন, আর গ্রাউন্ড ডিউটি (নন-টেকনিক্যাল) পদে আবেদনকারীদের প্রশাসন, হিসাবরক্ষণ বা শিক্ষা ইত্যাদি প্রাসঙ্গিক বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।
Indian Air Force বয়স সীমা কত দরকার?
Indian Air Force Recruitment 2025 অনুযায়ী, ফ্লাইং ব্রাঞ্চ পদে আবেদন করতে প্রার্থীদের বয়স হতে হবে ২০ থেকে ২৪ বছরের মধ্যে। অন্যদিকে, গ্রাউন্ড ডিউটি পদে আবেদনকারীদের বয়সসীমা নির্ধারিত হয়েছে ২০ থেকে ২৬ বছর। এছাড়াও, সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা বয়সে নির্দিষ্ট ছাড় পাবেন।
সব খবর
বেতন কাঠামো
এই পদগুলোতে নির্বাচিত প্রার্থীদের প্রতিরক্ষা বেতন কাঠামো (Defence Pay Matrix) অনুযায়ী প্রতি মাসে ₹৫৬,১০০ থেকে ₹১,৭৭,৫০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। এর সঙ্গে প্রার্থীরা বিভিন্ন ভাতা ও সুবিধাও পাবেন।
আবেদন পদ্ধতি
আগ্রহী চাকরিপ্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। এর জন্য নিম্নলিখিত ধাপগুলো অনুসরণ করুন—
- প্রথমে https://afcat.edcil.co.in ওয়েবসাইটে যান।
- এরপর নতুন আবেদনকারী হলে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করুন।
- এরপর সংশ্লিষ্ট আবেদনপত্রটি খুলে নিজের ব্যক্তিগত তথ্য দিয়ে পূরণ করুন।
- এরপর প্রয়োজনীয় ডকুমেন্টগুলি আপলোড করুন।
- সবশেষে ফি দিয়ে সাবমিট করুন।
জানিয়ে রাখি, এখানে আবেদন শুরু হচ্ছে আগামী ১৭ নভেম্বর থেকে এবং আবেদন চলবে আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত। তাই নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন সেরে নেবেন।
Indian Air Force Official Notification- Download Now
🔴 প্রতিনিয়ত সর্বশেষ খবর পেতে এখনই Google-এ সার্চ করুন “JKNEWS24 Bangla”। পাশাপাশি, আরও দ্রুত আপডেট পেতে এখনই ফলো করুন JKNEWS24 WhatsApp Channel — প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদ এক ক্লিকে পৌঁছে যাবে আপনার মোবাইলে!


