Sunday, November 16, 2025

JKNEWS24 ➠ One Stop Solution for Bangla News & Bangla Khabar !

RRB JE Recruitment 2025:...

Pinky Khan, কলকাতা: ভারতীয় রেলওয়েতে চাকরির স্বপ্ন দেখছেন যারা, তাদের জন্য সুখবর! RRB JE...

ভারতে শুরু ই-পাসপোর্ট! UAE...

গত কয়েক মাস ধরে সংযুক্ত আরব আমিরাতে থাকা ভারতীয়দের মনে একটাই প্রশ্ন ঘুরছিল—নতুন...

ফ্রি LPG সংযোগের ঘোষণা...

রাজধানী দিল্লিতে বায়ুদূষণের মাত্রা দিন দিন রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে, আর সেই উদ্বেগজনক পরিস্থিতি...

Facebook Like Button বন্ধের...

অনলাইন দুনিয়ায় কার্যত একচেটিয়া রাজত্ব করছে ফেসবুক, আর সেই মেটা ...
Homeদেশ ও বিদেশজাতীয় খবর (India News)ধোনি, রিচা! সেনা ও পুলিশের পদে ভূষিত বিশ্বকাপজয়ীরা! রইল তালিকা

ধোনি, রিচা! সেনা ও পুলিশের পদে ভূষিত বিশ্বকাপজয়ীরা! রইল তালিকা

- Advertisement -

আরও পড়ুন

- Advertisement -
Rohan Khan
Rohan Khan
বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশায় যুক্ত থাকার অভিজ্ঞতা রয়েছে। সেইসঙ্গে গত দেড় বছরেরও বেশি সময় ধরে JKNews24 এর সঙ্গে কাজ করছি। বিশেষ করে দেশীয় ও আন্তর্জাতিক ঘটনা, এবং সাম্প্রতিক বিষয় নিয়ে চর্চা ও বিশ্লেষণ করতে ভালোবাসি।
- Advertisement -

ভারতের ক্রীড়া ইতিহাসে বিশেষ করে ক্রিকেটের ময়দানে বহু তারকা নিজেদের প্রতিভা ও নিষ্ঠা দিয়ে দেশকে গৌরবান্বিত করেছেন। তাঁদের অবদান শুধু মাঠেই সীমাবদ্ধ নয়, দেশের প্রশাসনিক ব্যবস্থাতেও স্বীকৃতি পেয়েছে। সম্প্রতি সেই তালিকায় যুক্ত হয়েছে শিলিগুড়ির কন্যা রিচা ঘোষের নাম (Indian Cricketers Won Uniform)। নারী বিশ্বকাপে ভারতকে জয়ের পথে নেতৃত্ব দেওয়ার পর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর হাতে রাজ্য পুলিশের ডিএসপি (DSP) পদে নিয়োগপত্র তুলে দেন ইডেন গার্ডেন্সের সংবর্ধনা অনুষ্ঠানে। শুধু রিচা নয়, এর আগেও বহু ভারতীয় ক্রিকেটার সেনাবাহিনী ও প্রশাসনে গুরুত্বপূর্ণ পদ পেয়েছেন—যার মধ্যে রয়েছেন মহেন্দ্র সিং ধোনি, শচীন তেন্ডুলকর, বিরাট কোহলি, কপিল দেব প্রমুখ।

DSP-র পদ পেয়েছেন বর্তমান মহিলা ক্রিকেট দলের আরও দুজন (Indian Cricketers Won Uniform)

ভারতের মহিলা ক্রিকেটারদের মধ্যে অনেকে মাঠের বাইরেও সাফল্যের গড়েছেন। যেমন হরমনপ্রীত কৌর, যিনি ২০১৭ সালের বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্সের জন্য পাঞ্জাব পুলিশের ডিএসপি (DSP) পদে নিযুক্ত হয়েছিলেন। তবে দুর্ভাগ্যবশত, তাঁর শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিতর্ক ওঠায় শেষ পর্যন্ত সেই পদ হারাতে হয় তাঁকে, এবং বর্তমানে তিনি কনস্টেবল পদে কর্মরত। অন্যদিকে, ভারতীয় মহিলা দলের আরেক গুরুত্বপূর্ণ সদস্য দীপ্তি শর্মা, যিনি সদ্য সমাপ্ত মহিলা ওয়ানডে বিশ্বকাপে নজরকাড়া পারফরম্যান্স করেছেন, তিনি উত্তরপ্রদেশ পুলিশের ডিএসপি পদে রয়েছেন। তাঁদের এই অর্জন শুধু মাঠের লড়াই নয়, বরং নারী শক্তির প্রতীক হিসেবেও অনুপ্রেরণা জোগায় দেশের তরুণ প্রজন্মকে।

DSP-র পদ পেয়েছিলেন মহম্মদ সিরাজও

গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে যখন ভারত চ্যাম্পিয়ন হয়। সেই জয়ের অন্যতম নায়ক ছিলেন পেসার মহম্মদ সিরাজ। তাঁর ধারালো বোলিংয়ে প্রতিপক্ষের ব্যাটাররা ছিলেন সম্পূর্ণ ব্যতিব্যস্ত। বিশ্বকাপ জয়ের পর সিরাজের এই অসাধারণ অবদানের স্বীকৃতি স্বরূপ তেলেঙ্গানা সরকার তাঁকে রাজ্য পুলিশের ডিএসপি (DSP) পদে নিযুক্ত করে। তেলেঙ্গানার ডিজিপি জিতেন্দ্রের উপস্থিতিতেই সিরাজের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়। শুধু তাই নয়, এই সাফল্যের পুরস্কার হিসেবে তাঁকে দেওয়া হয় ৬০০ গজ জমিও।

ভারতীয় সেনাবাহিনীর বড় পদে রয়েছেন ধোনি

সালটা ছিল ২০১১, ভারতীয় ক্রিকেটের ইতিহাসে এক অবিস্মরণীয় বছর। সেই সময় মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ভারত ২৮ বছর পর আবারও বিশ্বকাপের শিরোপা জেতে। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ধোনির ছক্কার সঙ্গে সারা দেশ মেতে ওঠে উচ্ছ্বাসে। আর সেই ঐতিহাসিক জয়ের পরই গোটা দেশের পাশাপাশি ভারতীয় সেনার পক্ষ থেকেও ধোনির প্রতি সম্মান জানানো হয়। তাঁকে ভারতীয় টেরিটোরিয়াল আর্মির লেফটেন্যান্ট কর্নেল পদে নিযুক্ত করা হয়।

সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করন -

WhatsApp Group Join Now

ভারতীয় বিমান বাহিনীতে বিরাট পদ পেয়েছিলেন সচিন তেন্ডুলকর

ভারতীয় ক্রিকেটে সচিন তেন্ডুলকরের অবদান এমন এক অধ্যায়, যা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। ‘ক্রিকেটের ভগবান’ নামে পরিচিত এই কিংবদন্তি ব্যাটসম্যান দেশের হয়ে ২৪ বছর ধরে খেলেছেন এবং এমন সব রেকর্ড গড়েছেন, যা আজও অধিকাংশ ক্রিকেটারের কাছে স্বপ্নের মতো। তাঁর ব্যাট থেকে এসেছে ১০০টি আন্তর্জাতিক শতরান। ভারতীয় ক্রিকেটে তাঁর অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ ২০১০ সালে ভারত সরকার তাঁকে ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন পদে সম্মানিত করে।

প্রসঙ্গত, ভারতীয় দলের হয়ে ক্রিকেটে বাজিমাত করে প্রশাসনিক পদ পেয়েছেন সচিন, ধোনি, রিচা ঘোষদের মতো এমন উদাহরণ রয়েছে অহরহ। তবে আরও যে দুটি নাম না বললেই নয় তারা হলেন কপিল দেব এবং যোগিন্দর শর্মা। 1983 র বিশ্বকাপের নায়ক কপিল দেব ভারতীয় টেরিটোরিয়াল আর্মির লেফটেন্যান্ট কর্নেলের পদ পেয়েছিলেন। অন্যদিকে যোগিন্দর সিং 2007 সালে পেয়েছিলেন হরিয়ানা পুলিশের DSP র পদ। যার নেপথ্যে ছিল 2007 টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়।

🔴 প্রতিনিয়ত সর্বশেষ খবর পেতে এখনই Google-এ সার্চ করুন JKNEWS24 Bangla। পাশাপাশি, আরও দ্রুত আপডেট পেতে এখনই ফলো করুন JKNEWS24 WhatsApp Channel — প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদ এক ক্লিকে পৌঁছে যাবে আপনার মোবাইলে!

- Advertisement -
- Advertisement -

পড়তে ভুলবেন না

- Advertisement -