বিগত দেড় বছর ধরে ভারতের পেঁয়াজ রপ্তানির ওপর কড়া বিধিনিষেধ ছিল। যার ফলে বাংলাদেশে ভারতীয় পেঁয়াজের দাম লাগাতার ঊর্ধ্বমুখী ছিল। তবে এবার সুখবর! ভারতের পক্ষ থেকে পেঁয়াজ রপ্তানির শুল্ক তুলে নেওয়া হয়েছে। যার ফলে ইদের আগে বাংলাদেশে পেঁয়াজের দাম কমার সম্ভাবনা তৈরি হয়েছে। ‘প্রথম আলো’র এক রিপোর্ট অনুযায়ী, এতদিন ভারত সরকার পেঁয়াজ রপ্তানির ওপর ২০ শতাংশ শুল্ক আরোপ করেছিল।
সব খবর
এদিকে প্রথম আলোর রিপোর্টে দাবি করা হয়েছে, বাংলাদেশের বাজারে এখন নতুন পেঁয়াজ এসেছে। এই আবহে বাংলাদেশে পেঁয়াজের দাম মোটামুটি নিয়ন্ত্রণেই আছে। আর তাই ভারত থেকে পেঁয়াজ আমদানি কমেছে। রিপোর্টে দাবি করা হয়েছে, আগে প্রতি মাসে গড়ে ৫০ হাজার টনের বেশি পেঁয়াজ ভারত থেকে আমদানি করত বাংলাদেশ। তবে জানুয়ারি মাসে সেই পরিমাণ কমে ২৯ হাজার টন হয়। আর ফেব্রুয়ারি মাসে তা ছিল ২৪ হাজার টন।
সব খবর
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join JKNEWS24 Jobs |
রাশিফলের জন্য | Join NEWS24 |
খেলার খবরের জন্য | Join Whatsapp |