আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

ভারতীয় রেল নতুন চাকরি: অনুবাদক, সহায়ক সহ একাধিক পদে আবেদন করুন এখনই

Published on: January 1, 2026
ভারতীয় রেল নতুন চাকরি

পিংকী, কলকাতা: ভারতীয় রেলের বিভিন্ন বিভাগে এবার নতুন চাকরির সুযোগ এসেছে (Indian Railway Jobs)। রেলের একাধিক ডিভিশনে মোট ৩১২ জনকে নিয়োগ করা হবে। এই পদগুলির মধ্যে রয়েছে চিফ ল অ্যাসিস্ট্যান্ট, পাবলিক প্রসিকিউটার, জুনিয়র ট্রান্সলেটর, সিনিয়র পাবলিসিটি ইনস্পেক্টর, স্টাফ অ্যান্ড ওয়েলফেয়ার ইনস্পেক্টর, সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, ল্যাব অ্যাসিস্ট্যান্ট এবং সায়েন্টিফিক সুপারভাইজ়ার। চাকরিপ্রার্থীরা সংশ্লিষ্ট পদে আবেদন করে রেলের বিভিন্ন কাজে যুক্ত হতে পারবেন।

— Advertisement —

কারা আবেদন করবেন? (ভারতীয় রেল নতুন চাকরি)

উল্লিখিত পদে চাকরির জন্য ১৮ থেকে ৪০ বছরের প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আইন, সাংবাদিকতা, গণজ্ঞাপন, জনসংযোগ, মনোবিজ্ঞান বা সমতুল বিষয়ে উচ্চশিক্ষা থাকা প্রয়োজন। পাশাপাশি বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে, দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ বা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে ডিগ্রি অর্জন করা প্রার্থীরাও এই চাকরিতে আবেদন করতে পারবেন।

— Advertisement —

কোথায় নিয়োগ করা হবে?

উল্লেখিত পদে নিয়োগপ্রাপ্তদের কাজ করতে হবে দেশের বিভিন্ন ডিভিশনে, যেমন—অজমেঢ়, অহমেদাবাদ, বেঙ্গালুরু, ভোপাল, ভুবনেশ্বর, বিলাসপুর, চণ্ডিগড়, চেন্নাই, গোরখপুর, গুয়াহাটি, কলকাতা, মুম্বই, পটনা এবং প্রয়াগরাজ। এই শহরগুলোতে নিয়োগপ্রাপ্তরা রেলের বিভিন্ন বিভাগের দায়িত্ব পালন করবেন।

— Advertisement —

কী ভাবে হবে নিয়োগ?

প্রার্থীদের যোগ্যতা যাচাই করার জন্য বিভিন্ন ধাপের প্রক্রিয়া গ্রহণ করা হবে। এতে থাকবে কম্পিউটার বেসড টেস্ট (সিবিটি), ট্রান্সলেশন টেস্ট, মেডিক্যাল পরীক্ষণ এবং ইন্টারভিউ। এই সমস্ত ধাপ সফলভাবে সম্পন্ন করার পরই প্রার্থীদের চূড়ান্ত পদে নিয়োগ দেওয়া হবে।

আবেদনের শর্তাবলি:

রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড-এর ওয়েবসাইট মারফত আবেদনপত্র পাঠানো যাবে। আবেদনের শেষ দিন ২৯ জানুয়ারি।

— Advertisement —

Pinky Khan

সাত বছরের অভিজ্ঞতাসম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কনটেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। সরকারি প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে পাঠকদের কাছে পৌঁছে দেওয়াই তাঁর লক্ষ্য।

Join WhatsApp

Join Now