Sunday, November 16, 2025

JKNEWS24 ➠ One Stop Solution for Bangla News & Bangla Khabar !

Facebook Like Button বন্ধের...

অনলাইন দুনিয়ায় কার্যত একচেটিয়া রাজত্ব করছে ফেসবুক, আর সেই মেটা ...

RRB JE Recruitment 2025:...

Pinky Khan, কলকাতা: ভারতীয় রেলওয়েতে চাকরির স্বপ্ন দেখছেন যারা, তাদের জন্য সুখবর! RRB JE...

দিল্লি ব্লাস্ট তদন্তে বড়...

Rohan Khan, কলকাতা: গত বুধবার দিল্লির বিস্ফোরণ-কাণ্ডের তদন্ত চলাকালীন মুর্শিদাবাদে তল্লাশির পাশাপাশি এনআইএ কোচবিহারের...

তামাক ও পান মশলায়...

আগামী কেন্দ্রীয় বাজেটে বড় চমক আসতে পারে। জানা যাচ্ছে, তামাক ও পান মশলায়...
HomeপাঁচমিশালিAI Call Assistant: আগামীকাল লঞ্চ, অচেনা কল এখন থেকে সামলাবে কৃত্রিম বুদ্ধিমত্তা

AI Call Assistant: আগামীকাল লঞ্চ, অচেনা কল এখন থেকে সামলাবে কৃত্রিম বুদ্ধিমত্তা

- Advertisement -

আরও পড়ুন

- Advertisement -
- Advertisement -

ভারতের মোবাইল ব্যবহারকারীদের জন্য সত্যিই এক দারুণ খবর আসছে। হায়দ্রাবাদ-ভিত্তিক স্টার্টআপ সংস্থা Equal AI চালু করতে চলেছে তাদের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর কলার অ্যাসিস্ট্যান্ট (AI Call Assistant)। আগামীকাল, অর্থাৎ ২ অক্টোবর থেকেই এই অ্যাপ পাওয়া যাবে। তবে শুরুতে দিল্লি এনসিআর অঞ্চলের প্রায় ১০ হাজার অ্যান্ড্রয়েড ব্যবহারকারীকে নিয়ে অ্যাক্সেস প্রোগ্রাম চালু করা হবে। Equal AI-র প্রতিষ্ঠাতা ও সিইও কেশব রেড্ডি জানিয়েছেন, ২০২৬ সালের মার্চের মধ্যে প্রতিদিন অন্তত ১ মিলিয়ন ব্যবহারকারীকে পৌঁছানোর লক্ষ্য নেওয়া হয়েছে। এই অ্যাপ শুধু অজানা কল হ্যান্ডেলই করবে না, বরং স্প্যাম কল ব্লক করেও ব্যবহারকারীদের সুরক্ষা দেবে।

অজানা নম্বরের কলও হ্যান্ডেল করবে এই AI

মানি কন্ট্রোলের রিপোর্ট অনুযায়ী, Equal AI-এর নতুন কলার অ্যাসিস্ট্যান্ট অজানা নম্বর থেকে আসা কল স্বয়ংক্রিয়ভাবে রিসিভ করবে এবং কলারের পরিচয়ও সনাক্ত করতে সাহায্য করবে। এই অ্যাপ মূলত তিনটি বড় কাজ করবে—প্রথমত কল শনাক্তকরণ, দ্বিতীয়ত মেসেজ শনাক্তকরণ এবং তৃতীয়ত অপ্রয়োজনীয় কল ফিল্টার করা। সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হল, AI কল অ্যাসিস্ট্যান্ট হিন্দি, ইংরেজি এবং বাংলায় সহজেই কথা বলতে পারবে। এর ফলে ব্যবহারকারীরা প্রতিটি কলের বিস্তারিত তথ্য পেয়ে যাবেন, আর এটিই একে অন্যান্য স্প্যাম ডিটেক্টর অ্যাপের থেকে আলাদা করে তুলছে, কারণ এটি সরাসরি কলারের সঙ্গে কথোপকথন করতে সক্ষম।

প্রসঙ্গত, Equal AI ইতিমধ্যেই তাদের অ্যাপের পরীক্ষামূলক ব্যবহার শুরু করেছে। পরীক্ষার ফলাফলে দেখা গিয়েছে, অনাকাঙ্ক্ষিত কল ৮৭% পর্যন্ত কমেছে, ডেলিভারি কল টাইম কমেছে প্রায় ৭৩%, আর কল সঠিকভাবে শনাক্ত করার হার দাঁড়িয়েছে ৯৪%। আরও গুরুত্বপূর্ণ হলো—ব্যবহারকারীর কন্টাক্ট লিস্টে থাকা পরিচিত নম্বরের কলের ওপর এর কোনো প্রভাব পড়বে না।

স্প্যাম কলের সমস্যা মাথাচাড়া দিয়ে বাড়ছে ভারতে

জানা যাচ্ছে, ভারতের 60% মানুষ প্রতিদিন তিন বা তার বেশি স্প্যাম কল পায়। 2024 সালের প্রথমদিকে ট্রাইতে প্রায় 7.9 লক্ষ অভিযোগ জমা পড়েছিল। এমনকি কলার আইডি অ্যাকটিভ থাকা সত্বেও স্প্যাম কল, স্ক্যাম এবং অপ্রয়োজনীয় কল দিনের পর দিন মানুষের সময় নষ্ট করছে।

সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করন -

WhatsApp Group Join Now

এই প্রসঙ্গে Equal AI এর প্রতিষ্ঠাতা কেশব রেড্ডি বলেছেন, এই AI অ্যাসিস্ট্যান্ট ভারতের ব্যবহারকারীদের জন্য বিরাট ভূমিকা রাখবে। এটি ভারতীয় ভাষা, নাম এবং স্থানীয় বৈশিষ্ট্য অনুযায়ী ডিজাইন করা হয়েছে। ফলে ব্যবহারকারীদের আর স্প্যাম কলের সমস্যা পোহাতে হবে না। খুব শীঘ্রই আসবে স্থায়ী সমাধান।

- Advertisement -
- Advertisement -

পড়তে ভুলবেন না

- Advertisement -