ভারতীয় স্পেস রিসার্চ অর্গানাইজেশন বা ISRO-র পক্ষ থেকে সম্প্রতি বিপুল সংখ্যক অ্যাপ্রেন্টিস নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে সাধারণ গ্র্যাজুয়েট, ডিপ্লোমা কিংবা আইটিআই যোগ্যতা সম্পন্ন প্রার্থীরাও আবেদন করার সুযোগ পাচ্ছেন। মূলত এই পদে নির্বাচিতদের প্রশিক্ষণের মাধ্যমে কর্মজীবনের বাস্তব অভিজ্ঞতা গড়ে তোলা হবে এবং প্রশিক্ষণ শেষে প্রত্যেককে একটি মূল্যবান সার্টিফিকেট প্রদান করা হবে, যা ভবিষ্যতে সরকারি ও বেসরকারি উভয় ক্ষেত্রেই চাকরির সুযোগ পেতে সহায়ক হবে। বর্তমানে শিক্ষানবিশ বা অ্যাপ্রেন্টিস পদ চাকরিপ্রার্থীদের মধ্যে দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে। তাই যারা ক্যারিয়ারের শুরুতে অভিজ্ঞতা অর্জনের সুযোগ খুঁজছেন, তাঁদের জন্য এটি নিঃসন্দেহে এক দুর্দান্ত সুযোগ।
- নিয়োগ কারী সংস্থা- ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন বা ISRO।
- পদের নাম- অ্যাপ্রেন্টিস বা শিক্ষানবিশ।
- মোট শূন্য পদ- ৯৬ টি।
ISRO Recruitment 2025
পদ অনুসারে শিক্ষাগত যোগ্যতা:
ইলেকট্রনিক্স, কম্পিউটার সাইন্স, সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং- প্রতিক্ষেত্রেই চাকরি প্রার্থীদের ন্যূনতম ৬০ শতাংশ নম্বরের সঙ্গে স্বীকৃত প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয় থেকে B.E/B.Tech ডিগ্রী প্রাপ্ত হতে হবে।
লাইব্রেরি সায়েন্স- এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের অবশ্যই লাইব্রেরি সায়েন্স বা লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স বিষয় নিয়ে ন্যূনতম ৬০ শতাংশ নম্বরসহ উত্তীর্ণ হতে হবে।
ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং- স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে ৬০% নম্বরসহ ডিপ্লোমা ডিগ্রি প্রাপ্ত প্রার্থীরাই এই পদে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে যেকোনো বিষয়ে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকলেই আবেদন করার যোগ্যতা অর্জন করা যাবে।
গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিস- স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের থেকে ৬০% নম্বরের সাথে যে কোন বিষয়ে স্নাতক ডিগ্রি থাকলেই এই পদে আবেদন জানানো যাবে।
মাসিক বেতন
গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিস এবং ইঞ্জিনিয়ারিং গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিসদের প্রতি মাসে ৯,০০০ টাকা স্টাইপেন্ড বা বৃত্তি দেওয়া হবে। অন্যদিকে ডিপ্লোমা বা টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসরা প্রতি মাসে ৮,০০০ টাকা স্টাইপেন্ড পাবেন। অর্থাৎ শিক্ষানবিশ প্রার্থীরা প্রশিক্ষণ নেওয়ার পাশাপাশি সম্মানজনক ভাতা পেয়ে নিজেদের অভিজ্ঞতা গড়ে তুলতে পারবেন।
আবেদন পদ্ধতি
ChatGPT বলেছে:
এই পদে আবেদন করার সুযোগ শুধুমাত্র ভারতীয় নাগরিকদের জন্যই সংরক্ষিত। প্রার্থীদের প্রথমে কেন্দ্রীয় সরকারের ন্যাশনাল অ্যাপ্রেন্টিস পোর্টালে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে, কারণ বেতন বা স্টাইপেন্ড সেই পোর্টালের মাধ্যমেই দেওয়া হবে। রেজিস্ট্রেশন সম্পন্ন হলে প্রার্থীদের নিজেদের তথ্য দিয়ে UMANG পোর্টালে লগইন করে অনলাইনে আবেদনপত্র জমা করতে হবে। আবেদন সংক্রান্ত আরও বিস্তারিত জানতে নিচে দেওয়া অফিসিয়াল লিঙ্কটি অবশ্যই দেখে নিন। মনে রাখবেন, আবেদন করার শেষ তারিখ হলো সেপ্টেম্বর মাসের ১১ তারিখ।
Recruitment Notification 2025: | Download |
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join JKNEWS24 Jobs |
রাশিফলের জন্য | Join NEWS24 |
খেলার খবরের জন্য | Join Whatsapp |