পিংকী, কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারেরা এবার চাকরির সুযোগ পেতে পারেন। বিশ্ববিদ্যালয়ের Institution’s Innovation Council-এর মাধ্যমে ল্যাব টেকনিশিয়ান পদে নিয়োগ করা হবে। এই পদে মোট একটি শূন্যপদ রয়েছে।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ল্যাব টেকনিশিয়ান নিয়োগ (JU Recruitment 2026)
চাকরিতে যোগ্য হতে হলে প্রার্থীর কম্পিউটারের কাজের পূর্ব অভিজ্ঞতা থাকা আবশ্যক। এছাড়া, টেকনোলজি শাখায় ডিপ্লোমা থাকলেও আবেদন করা যাবে, তবে এর জন্য প্রার্থীর কমপক্ষে এক বছরের টেকনিক্যাল অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
প্রার্থীদের প্রাথমিকভাবে মোট তিন মাসের চুক্তিতে নিয়োগ দেওয়া হবে। নিয়ুক্তির জন্য ইংরেজিতে সাবলীলতা থাকা জরুরি, কারণ প্রার্থীকে জরুরি বৈঠকেও অংশ নিতে হবে। প্রতি দিনের পারিশ্রমিক নির্ধারিত হয়েছে ৮০০ টাকা। আবেদনকারীর বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে।
সংশ্লিষ্ট পদের জন্য ৭ জানুয়ারি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনোলজি ভবনে ইন্টারভিউ অনুষ্ঠিত হবে। আগ্রহী প্রার্থীদের ওই দিন বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত ফর্মটি পূরণ করে আনুষঙ্গিক নথি সঙ্গে নিয়ে আসতে হবে। আবেদনমূল্য হিসাবে ধার্য করা হয়েছে ৫০ টাকা।









