KKR All-Time Best XI: পথ চলাটা শুরু হয়েছিল ২০০৮ সালের ২৪ জানুয়ারি। বলিউডের কিং খান শাহরুখ খান এবং চিরচেনা হাসির রাণী জুহি চাওলার যৌথ উদ্যোগে প্রায় ৩০০ কোটি টাকায় কেনা হয়েছিল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)।
২২ গজের লড়াইয়ে কলকাতার প্রথম অধিনায়ক হিসেবে সামনে আসেন বাংলার গর্ব, মহারাজ সৌরভ গাঙ্গুলী। কিন্তু দাদার নেতৃত্বে প্রথম ক’টা বছর খুব একটা ভালো যায়নি নাইটদের। তবে দমে যাওয়া নয়, ধীরে ধীরে ছন্দে ফিরতে শুরু করে নাইটরা। সময়ের সঙ্গে সঙ্গে গড়ে ওঠে এক শক্তিশালী দল, যাদের হাতে ধরা দেয় জয়ের ট্রফিও।
বিগত 17 মরসুমে 3 বারের জয় নিয়ে বর্তমানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের অন্যতম শক্তিশালী দল KKR। বিগত বছরগুলিতে এই দলের হয়ে খেলেছেন ক্রিকেট বিশ্বের বহু তাবড় তাবড় খেলোয়াড়। তবে সম্প্রতি কলকাতা নাইট রাইডার্সের সর্বকালের সেরা একাদশ প্রকাশিত হয়েছে। চলুন জেনে নেওয়া যাক নাইটদের IPL ইতিহাসের সেরা এগারো সম্পর্কে।
KKR-র সেরা একাদশের ওপেনিং জুটি
সম্প্রতি প্রকাশিত হয়েছে কলকাতা নাইট রাইডার্সের সর্বকালের সেরা একাদশ, আর সেই তালিকা ঘিরে ইতিমধ্যেই উত্তেজনার পারদ চড়ছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে। ওপেনারের ভূমিকায় রয়েছেন দুই বর্ষীয়ান তারকা—ভারতের বর্তমান হেড কোচ গৌতম গম্ভীর এবং দক্ষ উইকেটকিপার-ব্যাটার রবীন উথাপ্পা। এই জুটি যে KKR-এর হয়ে কতটা গুরুত্বপূর্ণ ছিল, তা আর আলাদা করে বলার প্রয়োজন নেই। বহু লড়াইয়ে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দলকে এনে দিয়েছেন দুর্দান্ত সব জয়। সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো, এই সেরা একাদশে অধিনায়কের দায়িত্বও উঠেছে গম্ভীরের কাঁধেই।
মিডল অর্ডারে বহু চেনা মুখ
কলকাতা নাইট রাইডার্সের সর্বকালের সেরা একাদশের মিডল অর্ডারের দায়িত্বে রাখা হয়েছে ভারতীয় তারকা মনিশ পান্ডে, নাইটদের বহু যুদ্ধজয়ের কারিগর তথা বাংলাদেশি অলরাউন্ডার সাকিব-আল-হাসান, আন্দ্রে রাসেল, কলকাতার হয়ে খেলা রজত ভাটিয়া ও সুনীল নারিনকে।
বোলিং বিভাগ
মিডল অর্ডারে অলরাউন্ডার হিসেবে আন্দ্রে রাসেল আর সুনীল নারিন তো রয়েছেনই—এই দু’জনের নাম শুনলেই প্রতিপক্ষের কপালে চিন্তার ভাঁজ পড়ে! তবে শুধু ব্যাট-বলেই নয়, সর্বকালের সেরা একাদশে KKR তাদের বোলিং বিভাগেও একেবারে ভারসাম্য রেখে সাজিয়েছে এক চমকপ্রদ লাইনআপ।
পেস আক্রমণের স্তম্ভ হিসেবে তালিকায় উঠে এসেছে এক দুর্দান্ত নাম—অজি গতির জাদুকর ব্রেট লি। আইপিএলে মোট ৩৮ ম্যাচ খেললেও, ২৫টি ম্যাচে কলকাতার জার্সি গায়ে উইকেট তুলে নিয়ে বারবার প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপে ধাক্কা দিয়েছেন তিনি। তাঁর গতির ঝড়ে বহু ব্যাটার ছিলেন একেবারে অসহায়!
ব্রেট লির ঠিক পরেই রয়েছেন ভারতীয় স্পিনার কুলদীপ যাদব। কলকাতার হয়ে খেলার সময় তাঁর গুগলি আর চাতুর্য ভোলার মতো নয়। বিশেষ করে মাঝের ওভারগুলোতে কুলদীপ ছিলেন কেকেআরের অন্যতম অস্ত্র।
তালিকায় রয়েছেন নাইটদের পুরনো দিনের নির্ভরযোগ্য পেসার উমেশ যাদব। বল হাতে কখন কী করে বসবেন, বোঝা দুষ্কর—আর তাই তো KKR বারবার তাঁর দিকে ফিরেছে ভরসা নিয়ে।
সবশেষে রয়েছেন বর্তমানের মিষ্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তী। তাঁর বল পড়েই কোথায় যাবে, সেটা আন্দাজ করাই কঠিন! ভেলকিবাজির মতো বল করে যিনি মাঝেমাঝেই একাই পাল্টে দিয়েছেন ম্যাচের রং।
এক নজরে KKR-র সর্বকালের সেরা একাদশ
গৌতম গম্ভীর(অধিনায়ক), রবিন উথাপ্পা(উইকেটরক্ষক), মনিশ পান্ডে, সাকিব আল হাসান, আন্দ্রে রাসেল, রজত ভাটিয়া, সুনীল নারিন, ব্রেট লি, কুলদীপ যাদব, উমেশ যাদব ও বরুণ চক্রবর্তী।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join JKNEWS24 Jobs |
রাশিফলের জন্য | Join NEWS24 |
খেলার খবরের জন্য | Join Whatsapp |