আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

শেষ হতে পারে কেরিয়ার! সেই তারকাকেই এবার দলে নিতে চলেছে KKR

Published on: November 19, 2025
KKR IPL 2026 Auction

JANARUL KHAN, কলকাতা: একাধিক প্লেয়ারকে ছেড়ে দিয়ে IPL ২০২৬ মিনি নিলামের আগে সবচেয়ে বেশি বাজেট হাতে রেখে চমক দিয়েছে কলকাতা নাইট রাইডার্স (KKR IPL 2026 Auction)। এখন শাহরুখ খানের দলের কাছে আছে ৬৪.৩ কোটি টাকা, যা দিয়ে স্মার্টভাবে প্লেয়ার বাছাই করতে চায় তারা। ভেঙ্কটেশ আইয়ারের জন্য ২৩ কোটি ৭৫ লাখ খরচের ভুল আর পুনরাবৃত্তি করতে নারাজ KKR। তাই এবার লক্ষ্য—অল্প দামে দারুণ পারফর্ম করতে পারে এমন ক্রিকেটারদের খুঁজে বের করা। ইতিমধ্যেই কয়েকটি রিপোর্টে দাবি করা হচ্ছে, নিলামে যাঁকে অন্যান্য দল গুরুত্ব দেবে না, ঠিক সেই আন্ডাররেটেড প্লেয়ারকেই চুপিসারে দলে টানতে চায় নাইট শিবির।

এই তারকা প্লেয়ারকে দলে নিতে পারে KKR (KKR IPL 2026 Auction)

গত আইপিএলে প্রীতি জিন্টার দল পাঞ্জাব কিংসের হয়ে খেললেও নিজের সুনামের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পারফরম্যান্স করতে পারেননি গ্লেন ম্যাক্সওয়েল। অস্ট্রেলিয়ান এই কিংবদন্তি অলরাউন্ডারের ক্ষমতা নিয়ে সন্দেহ নেই কারও, কিন্তু সাম্প্রতিককালে বারবার চোট পাওয়ার কারণে তাঁর ফর্ম অনেকটাই নিচের দিকে নেমে গেছে। রিটেনশন তালিকা ঘোষণার আগেই অনেকে আন্দাজ করেছিলেন—এই আহত বাঘকে হয়তো ছেড়ে দেবে PBKS। শেষপর্যন্ত ঠিক সেটাই ঘটেছে। অস্ট্রেলিয়ার বহু স্মরণীয় জয়ের নেপথ্যের নায়ককে দল থেকে রিলিজ করেছে পাঞ্জাব। আর তাই জোর জল্পনা, এবার নিলামে হয়তো কোনও দলই তাঁকে দলে নিতে বিড করবে না।

খেল নাও-সহ একাধিক রিপোর্টে দাবি করা হয়েছে, যদি গ্লেন ম্যাক্সওয়েল আসন্ন আইপিএলে অবিক্রিত থেকে যান, তবে তাঁর ক্রিকেট কেরিয়ার বড় ধাক্কা খেতে পারে। আর ঠিক এই অনিশ্চয়তার মধ্যেই নতুন খবর উঠে এসেছে—শোনা যাচ্ছে, অভিজ্ঞতার জোরে অস্ট্রেলিয়ান এই অলরাউন্ডারকে খুব কম দামে দলে টেনে নিতে পারে কলকাতা নাইট রাইডার্স। কয়েকটি বিশ্বস্ত সূত্র বলছে, ম্যাক্সওয়েল যে মানের ক্রিকেটার, তাঁকে সস্তায় পেলে সেটাই বরং লাভে দেবে KKR-কে। আর সেই হিসেব কষেই নাকি ডিসেম্বরের মিনি নিলামে তাঁকে দলে ভেড়ানোর চেষ্টা করতে পারে শাহরুখ খানের টিম। যদিও এ নিয়ে এখনো পর্যন্ত মুখ খুলতে নারাজ সোনালি-বেগুনি শিবির।

উল্লেখ্য, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ম্যাক্সওয়েল যথেষ্ট বড় নাম। 2012 তে IPL এ হাতেখড়ি হওয়া এই প্লেয়ার আজ পর্যন্ত গোটা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ কেরিয়ারে মোট 141টি ম্যাচে অংশ নিয়ে 2819 রান করেছেন। যা অন্যান্য অনেক তারকা ক্রিকেটারের থেকে বেশি। এখানেই শেষ নয়, অস্ট্রেলিয়ার এই দাপুটে অলরাউন্ডার বল হাতে ভেঙেছেন 41টি গুরুত্বপূর্ণ উইকেট। এছাড়াও IPL কেরিয়ারে ম্যাক্সওয়েলের সর্বোচ্চ রান 95। তবে গত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে পাঞ্জাবের হয়ে 7 ম্যাচের 6 ইনিংসে অংশ নিয়ে মাত্র 48 রান করেছিলেন এই অস্ট্রেলিয়ান ক্রিকেটার। 4.2 কোটিতে কেনা প্লেয়ারের এমন পারফরমেন্স যথেষ্ট হতাশ করেছিল পাঞ্জাব ম্যানেজমেন্টকে। সেখানেই এক প্রকার ঠিক হয়ে যায় অজি তারকার বাদ পড়া।

🔴 প্রতিনিয়ত সর্বশেষ খবর পেতে এখনই Google-এ সার্চ করুন JKNEWS24 Bangla। পাশাপাশি, আরও দ্রুত আপডেট পেতে এখনই ফলো করুন JKNEWS24 WhatsApp Channel — প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদ এক ক্লিকে পৌঁছে যাবে আপনার মোবাইলে!

JANARUL KHAN

বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।

Join WhatsApp

Join Now