আবহাওয়া খেলাধূলা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য টাকাপয়সা প্রযুক্তি লাইফস্টাইল শেয়ারবাজার শিল্প অন্যান্য

KKR New Captain: শাহরুখের দলে বড় পরিবর্তন, নেতৃত্ব পেতে পারেন এই বিদেশি তারকা

Updated On:
KKR New Captain

গতবারের ব্যর্থতা থেকে বড় শিক্ষা নিয়ে নতুন মরসুমে ঘুরে দাঁড়াতে কোমর বেঁধে নেমেছে কলকাতা নাইট রাইডার্স (KKR New Captain)। তাই শাহরুখ খানের ম্যানেজমেন্ট এবার প্রধান কোচ, সহকারি কোচ থেকে বোলিং কোচ—সব জায়গাতেই বড় পরিবর্তন এনেছে। অবাক করার মতোভাবে টানা ব্যর্থতার জেরে ১১ বছর পর দল থেকে বাদ পড়েছেন ক্যারিবিয়ান তারকা আন্দ্রে রাসেল, আর সঙ্গে বিদায় নিতে হয়েছে ২৩ কোটি ৭৫ লাখ টাকার ভেঙ্কটেশ আইয়ারকেও। তবে তারকারা বাদ পড়লেও টিকে গিয়েছেন অজিঙ্কা রাহানে। যদিও তিনি অধিনায়ক হবেন কি না, সে নিয়ে এখনও নিশ্চিত কিছু জানা যায়নি। আর তাইই জল্পনা বাড়ছে—সব দিক বিচার করে হঠাৎ করেই কোনও নতুন তারকার হাতে অধিনায়কত্ব তুলে দিতে পারে KKR ম্যানেজমেন্ট।

KKR এর অধিনায়ক হয়ে যেতে পারেন ইনি (KKR New Captain)

গত আইপিএলে রাহানের অনুপস্থিতিতে একাধিকবার নাইটদের নেতৃত্ব দিতে দেখা গিয়েছিল আন্দ্রে রাসেলের ঘনিষ্ঠ বন্ধু, ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন তারকা সুনীল নারিনকে। আর মজার বিষয় হল, তার নেতৃত্বে কখনওই লোকসানের মুখে পড়তে হয়নি KKR-কে। বরং দায়িত্ব কাঁধে থাকলে ব্যাটে-বলে আরও উজ্জ্বল হয়ে ওঠেন এই বিদেশি অলরাউন্ডার। দীর্ঘদিন ধরে নাইট শিবিরে থাকার কারণে দলের DNA হাতের তালুর মতো চেনেন নারিন, যা তাকে স্বাভাবিকভাবেই অধিনায়কত্বের দৌড়ে বড় ফেভারিট করে তোলে।

সূত্রের খবর, শেষ পর্যন্ত যদি রাহানেকে ২০২৬ আইপিএলের অধিনায়ক হিসেবে না ভাবা হয় এবং নিলামে যদি কোনও বড় তারকাকে দলে না টেনে আনতে পারে KKR, তাহলে হঠাৎ করেই সুনীল নারিনকে অধিনায়কের আসনে বসানোর সিদ্ধান্ত নিতে পারে ম্যানেজমেন্ট। বিশেষ করে যখন শাহরুখ খান নিজেও নারিনের প্রতিভার ওপর প্রবল আস্থা রাখেন। তাই IPL 2026 শুরু হওয়ার আগে নারিন যদি নাইটদের নতুন ক্যাপ্টেন হয়ে যান, তাতে মোটেও অবাক হওয়ার কিছু থাকবে না।

উল্লেখ্য, গত 15 নভেম্বর ভেঙ্কটেশ, রাসেলের মতো মোট 10 পরিচিত মুখকে ছেড়ে দিয়েছে কলকাতা। সেই সূত্রেই, এই মুহূর্তে নাইট ম্যানেজমেন্টের পার্সে 64.3 কোটি টাকা বেঁচে রয়েছে। আর এই বিপুল অর্থ নিয়েই নিলাম টেবিলে একেবারে ঝড় তুলতে পারে শাহরুখের ফ্র্যাঞ্চাইজি। সেক্ষেত্রে, নিলাম পর্ব থেকে কোন প্লেয়ারদের কিনলে আখেরে লাভ হবে, কাদের নেওয়া যাবে না সেসব নিয়েই এখন আলোচনা চলছে KKR এর অন্দরে।

🔴 প্রতিনিয়ত সর্বশেষ খবর পেতে এখনই Google-এ সার্চ করুন JKNEWS24 Bangla। পাশাপাশি, আরও দ্রুত আপডেট পেতে এখনই ফলো করুন JKNEWS24 WhatsApp Channel — প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদ এক ক্লিকে পৌঁছে যাবে আপনার মোবাইলে!

Rohan Khan

বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।

Join WhatsApp

Join Now