ইংল্যান্ড সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের পর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেও নিজের ব্যাটে আগুন ঝরিয়েছেন টিম ইন্ডিয়ার উইকেটকিপার-ব্যাটার কে এল রাহুল। এবার তাঁর নজর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন ওয়ান ডে সিরিজে। তবে এর আগেই শুরু হয়েছে নতুন জল্পনা—শোনা যাচ্ছে, 2026 সালের আইপিএলে বড়সড় দলবদল হতে পারে রাহুলকে ঘিরে। ক্রিকেটমহলে জোর গুঞ্জন, কলকাতা নাইট রাইডার্সের নতুন অধিনায়ক হিসেবে দেখা যেতে পারে তাঁকে (KKR New Captain)। যদি খবরটি সত্যি হয়, তাহলে নাইটদের নেতৃত্বে নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে।
রাহুলের সাথে কথা বলেছে নাইট ম্যানেজমেন্ট?
inkhabar-এর প্রতিবেদনে প্রকাশ, আসন্ন আইপিএল মরশুমে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যেই সেনাপতি বদলের চিন্তাভাবনা শুরু করেছে শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স। রিপোর্ট অনুযায়ী, অজিঙ্কা রাহানের পরিবর্তে নতুন অধিনায়ক হিসেবে কে এল রাহুলকে নেতৃত্বে দেখা যেতে পারে। ভারতীয় এই উইকেটকিপার-ব্যাটসম্যানের সাম্প্রতিক দুর্দান্ত ফর্ম ও নেতৃত্বগুণই তাঁকে নাইট শিবিরের প্রথম পছন্দ করে তুলেছে বলে মনে করছেন অনেকে। বেশ কয়েকটি নির্ভরযোগ্য সূত্রের দাবি, ইতিমধ্যেই কে এল রাহুলের সঙ্গে যোগাযোগ করেছে কেকেআর ম্যানেজমেন্ট, এবং আসন্ন মরশুমে তাঁকে দলে নেওয়া নিয়ে চলছে আলোচনাও। ক্রিকেটবিশেষজ্ঞদের মতে, পাঞ্জাব কিংস ও লখনউ সুপার জায়ান্টসের মতো দলকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রাহুলকে কেকেআরের সম্ভাব্য অধিনায়ক হিসেবে এগিয়ে রেখেছে।
কে রাহুলকে কেন অধিনায়ক করতে চাইছে KKR?
আসলে শ্রেয়স আইয়ারকে বিদায় দেওয়ার পর গত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কলকাতা নাইট রাইডার্স দলের অধিনায়ক ছিলেন অভিজ্ঞ অজিঙ্কা রাহানে। একজন ব্যাটসম্যান হিসেবে নিজেকে মেলে ধরার চেষ্টা করলেও বিভিন্ন ক্ষেত্রে অধিনায়ক হিসেবে ব্যর্থ হয়েছিলেন তিনি। অভিজ্ঞ মহলের দাবি, রাহানে আসলে KKR দলটাকে বুঝে উঠতে বেশি সময় নিয়ে ফেলেছিলেন। তাছাড়াও প্লেয়ারদের মনোভাব বুঝে তাদের সাথে চলাটাও রাহানের পক্ষে কঠিন হয়ে উঠেছিল। যার কারণে 2024 ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের জয়ী দলটার অবস্থা গত সিজেনে কার্যত ধরাশায়ী হয়ে গিয়েছিল। অনেকেই মনে করছেন, অজিঙ্কাকে সরিয়ে রাহুলকে অধিনায়ক করলেই নতুন সিজনে ঘুরে দাঁড়াতে পারবে শাহরুখের দল।


