আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

কালীপুজোর দিন চলে গেলেন আসরানি, কত সম্পদ রেখে গেলেন কমেডি কিং?

Published on: October 21, 2025
Asrani Net Worth

চারিদিকে দীপাবলির আলো, কালীপুজোর উৎসবমুখর আবহ—তার মাঝেই বলিউডে নেমে আসে গভীর ছায়া। সকলকে কাঁদিয়ে পরপারে পাড়ি দিলেন কিংবদন্তি কৌতুকাভিনেতা আসরানি (Asrani)। তাঁর ভাইপো অশোক আসরানি নিশ্চিত করেন এই মর্মান্তিক খবর। জানা গেছে, গতকাল বিকেল প্রায় ৪টার সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। অসংখ্য প্রজন্মকে হাসিয়ে তোলা এই তারকার প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে পুরো চলচ্চিত্র জগতে। তবে তাঁর মৃত্যুর পর থেকেই ভক্তদের মনে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে—মৃত্যুর আগে ঠিক কত সম্পদ রেখে গিয়েছেন আসরানি (Asrani Net Worth)?

কীভাবে মৃত্যু হল আসরানির?

অভিনেতার পরিবার সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে জুহুর ভারতীয় আরোগ্য নিধি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন আসরানি। ফুসফুসজনিত সমস্যার কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসকদের দাবি, তাঁর ফুসফুসে জল জমে গিয়েছিল, যার ফলে অবস্থা আরও জটিল হয়ে ওঠে। সর্বোচ্চ চেষ্টা করেও শেষ পর্যন্ত আর তাঁকে বাঁচানো যায়নি। বার্ধক্যজনিত অসুস্থতা এবং ফুসফুসের জটিলতার কারণেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই কিংবদন্তি অভিনেতা। গতকাল সন্ধ্যায় মুম্বইতেই সম্পন্ন হয়েছে আসরানির শেষকৃত্য।

কত সম্পদ রেখে গিয়েছেন আসরানি?

টানা পাঁচ দশকেরও বেশি সময় ধরে চলচ্চিত্র জগতে দাপটের সাথে অভিনয় করা গোবর্ধন আসরানি তাঁর দীর্ঘ কেরিয়ারে 300 এরও বেশি ছবিতে অভিনয় করেছেন। রাজস্থানের ছেলে আসরানি। তবে তিনি যে সময়টায় বম্বেতে পা রেখেছিলেন তখন সে শহরের পরিচালকরা বহুমুখী প্রতিভার কদর করতেন। আর সেই সূত্র ধরেই মূল চরিত্রে অভিনয় করার পাশাপাশি পার্শ্ব চরিত্রে অভিনয় করে নিজস্ব পরিচয় তৈরি করেন ভারতীয় সিনে জগতের অন্যতম জনপ্রিয় অভিনেতা আসরানি।

নিজের দীর্ঘ অভিনয় জীবনে অর্থ, নাম, যশের পাশাপাশি কামিয়েছেন সম্মানও। এহেন একজন অভিনেতার মৃত্যুর পর অনেকেই জানতে চাইছেন, পরিবারের জন্য কত সম্পদ রেখে গিয়েছেন তিনি? India.com সহ বেশ কয়েকটি সংবাদমাধ্যমের রিপোর্ট বলছে 300 এর বেশি ছবিতে অভিনয় করে শেষ জীবনে তাঁর মোট সম্পদের পরিমাণ ছিল 20-25 কোটি টাকা। তাছাড়াও মুম্বইয়ে প্রয়াত অভিনেতার একটি নিজস্ব বাড়িও রয়েছে। এদিকে কিছু কিছু রিপোর্ট আবার দাবি করছে, মৃত্যুর আগে একটি বাড়ি সহ মোট 48 কোটি টাকার সম্পদ রেখে গিয়েছেন ভারতীয় অভিনেতা।

উল্লেখ্য, প্রিয়দর্শনের পরিচালনায় আসন্ন বলিউড ছবি হায়ওয়ান-এ অক্ষয় কুমার এবং সইফ আলি খানের সঙ্গে পর্দা ভাগ করার কথা ছিল আসরানির। গত অগাস্টে বিবিসির সেটে দেওয়া এক সাক্ষাৎকারে নিজেই এই খবর প্রকাশ করেছিলেন তিনি। ছবিটির শুটিং শুরু হয়েছে গত সেপ্টেম্বরেই। তাই এখন দর্শকদের মনে একটাই প্রশ্ন—মৃত্যুর আগে কি সত্যিই হায়ওয়ান ছবিতে নিজের দৃশ্যগুলির শুটিং সম্পূর্ণ করতে পেরেছিলেন আসরানি? সেই উত্তরই এখন খুঁজছে তাঁর ভক্তমহল ও বলিউড প্রেমীরা।

Ranjan Mahato

Ranjan Mahato একজন বিনোদন সংবাদ লেখক, যিনি সিনেমা, টেলিভিশন, ওয়েব সিরিজ ও তারকাদের লাইফস্টাইল নিয়ে লেখেন। সহজ ভাষায় দ্রুত ও নির্ভুল আপডেট দেওয়াই তার মূল লক্ষ্য। অবসরে তিনি নতুন ছবি ও সিরিজ দেখে রিভিউ করতে ভালোবাসেন। অনলাইন মিডিয়া জগতে তার যাত্রা শুরু 2025 সালে। লেখালেখির পাশাপাশি Ranjan Mahato নতুন ছবি, গান ও সিরিজ দেখে রিভিউ করতে ভালোবাসেন। অবসরে তিনি সোশ্যাল মিডিয়ায় নতুন ট্রেন্ড অনুসরণ করেন এবং পাঠকদের জন্য নতুন কনটেন্ট আইডিয়া সংগ্রহ করেন।

Join WhatsApp

Join Now