আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

পঞ্চমীতে সোনার দাম বেড়ে ৬ হাজার টাকা, এখন কত দর?

Published on: September 27, 2025
Gold Price Today পঞ্চমীতে সোনার দাম বেড়ে ৬ হাজার টাকা, এখন কত দর

দুর্গাপুজো শুরু হয়ে গেছে, আজ পঞ্চমী। চারপাশে উৎসবের আনন্দ, আর মানুষ মেতে উঠেছেন প্যান্ডেল ও শপিং-এর আনন্দে। এই সময় যদি কেউ সোনার গহনা কেনার পরিকল্পনা করে থাকেন, আপাতত প্ল্যানটি ঝুলিয়ে রাখা ভালো, কারণ এক ধাক্কায় সোনার দাম অনেকটা বেড়ে গেছে। চলুন জেনে নিই, আজ সোনা ও রূপোর দাম কত রয়েছে(Gold Price Today)।

২৪ ক্যারেটের সোনার দাম-(Gold Price Today)

আজ, ২৭ সেপ্টেম্বর, ২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ১১,৫৪৮ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ ১,১৫,৪৮০ টাকা, আর ১০০ গ্রাম সোনার দাম ১১,৫৪,৮০০ টাকা। একদিনের মধ্যে সোনার দাম ৬০০ টাকা বেড়ে গেছে।

২২ ক্যারেট সোনার দাম

আজ ২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ১০ হাজার ৫৮৫ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ১ লক্ষ ৫ হাজার ৮৫০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ১০ লক্ষ ৫৮ হাজার ৫০০ টাকা। একদিনে ৫ হাজার ৫০০ টাকা দাম বেড়েছে।

১৮ ক্যারেট সোনার দাম

১৮ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৮,৬৬১ টাকা। ১০ গ্রাম সোনার দাম ৮৬,৬১০ টাকা, আর ১০০ গ্রাম সোনার দাম ৮,৬৬,১০০ টাকা। একদিনে সোনার দাম ৪,৫০০ টাকা বেড়ে গেছে।

রুপোর দাম-

আজ সোনার মতো রুপোর দামও বেড়েছে। ১০০ গ্রাম রুপোর দাম রয়েছে ১৪ হাজার ৯০০ টাকা। ১ কেজি রুপোর দাম রয়েছে ১ লক্ষ ৪৯ হাজার টাকা। একদিনে ৬০০০ টাকা দাম বেড়েছে রুপোর।

JANARUL KHAN

বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।

Join WhatsApp

Join Now