একটানা বৃষ্টির পর অবশেষে বাংলার আকাশে দেখা মিলেছে সুখবরের। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত কয়েকদিন উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ জুড়ে মেঘমুক্ত আকাশ থাকবে (Kolkata Weather Today)। তবে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ অঞ্চল কিছুটা চিন্তা বাড়াচ্ছে আবহাওয়াবিদদের। রবিবার থেকেই বাংলায় তাপমাত্রা হালকা কমতে শুরু করেছে, আর তাতেই শীতের মিষ্টি আমেজ ছড়িয়ে পড়েছে সর্বত্র। যদিও এখনই বৃষ্টি পুরোপুরি বিদায় নিচ্ছে না, ফলে শীত-বৃষ্টির মিশেলে এক অন্যরকম মনোরম আবহাওয়া উপভোগ করছেন মানুষ। জানা গেছে, পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের সংলগ্ন মায়ানমার উপকূলে একটি নিম্নচাপ এলাকা রয়েছে, যার সঙ্গে যুক্ত ঘূর্ণাবর্ত প্রায় ৫.৮ কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত।
দক্ষিণবঙ্গের আবহাওয়া (Kolkata Weather Today)
প্রথমেই আসা যাক দক্ষিণবঙ্গের আজকের আবহাওয়ার কথায়। আলিপুর আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, আজ সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তবে বীরভূম, পুরুলিয়া এবং হাওড়া জেলায় আজ পারদের ভালোই পতন দেখা যেতে পারে, ফলে সকাল ও সন্ধ্যায় হালকা ঠান্ডার আমেজ অনুভব করবেন বাসিন্দারা।
উত্তরবঙ্গের আবহাওয়া (Kolkata Weather Today)
এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া নিয়ে। সপ্তাহের প্রথম দিনেই দার্জিলিং, কালিম্পংসহ উত্তর ও দক্ষিণ দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। যদিও এ বৃষ্টির মাঝেই হাওয়া অফিস জানিয়েছে এক মন ভালো করা খবর—বাংলায় ধীরে ধীরে নামছে শীত। আগামী দুই থেকে তিন দিনের মধ্যে রাজ্যের তাপমাত্রা প্রায় ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলে পূর্বাভাস। তবে প্রকৃত শীতের আমেজ পুরোপুরি উপভোগ করতে হলে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে।
আগামীকালের আবহাওয়া (Kolkata Weather Today)
হাওয়া অফিস বলছে, মঙ্গলবার দক্ষিণবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টি হতে পারে। যদিও উত্তরবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকবে, নেই বর্ষণের সম্ভাবনা। আগামী ৫ থেকে ৬ নভেম্বর, এই সময়সীমার মধ্যে আবার দক্ষিণবঙ্গের কিছু জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বর্ষণের সম্ভাবনা রয়েছে নদীয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায়।বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইবে বলেও পূর্বাভাস
সব খবর


