আবহাওয়া খেলাধূলা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য টাকাপয়সা প্রযুক্তি লাইফস্টাইল শেয়ারবাজার শিল্প অন্যান্য

KVS Recruitment 2026: স্পেশ্যাল এডুকেটর পদে আবেদন শুরু হবে কবে?

KVS Recruitment

কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন (KVS) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে শিক্ষক নিয়োগ ঘোষণা করেছে (KVS Recruitment)। বিশেষভাবে সক্ষম প্রার্থীদের জন্য প্রায় এক হাজার শূন্যপদ খোলা হয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

দেশের বিভিন্ন রাজ্যের কেন্দ্রীয় বিদ্যালয়ে বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের জন্য স্পেশ্যাল এডুকেটর নিয়োগ করা হবে। নিয়োগ করা হবে PRT স্পেশ্যাল এডুকেটর এবং TGT স্পেশ্যাল এডুকেটর পদে, মোট ৯৮৭টি শূন্যপদে। এর মধ্যে TGT-র জন্য ৪৯৩টি এবং PRT-র জন্য ৪৯৪টি শূন্যপদ নির্ধারিত হয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

PRT স্পেশ্যাল এডুকেটর পদের জন্য আবেদন করতে পারবেন যারা দ্বাদশ শ্রেণির পরীক্ষায় ন্যূনতম ৫০ শতাংশ নম্বর অর্জন করেছেন এবং স্পেশ্যাল এডুকেশনে দু’বছরের ডিপ্লোমা সম্পন্ন করেছেন। এছাড়া প্রার্থীদের সিবিএসই আয়োজিত CTET পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং ইংরেজি ও হিন্দিতে পড়ানোর দক্ষতা থাকতে হবে। আবেদনকারীর বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে।

TGT স্পেশ্যাল এডুকেটর পদের জন্য আবেদন করতে পারবেন যারা দ্বাদশ শ্রেণির পরীক্ষায় ন্যূনতম ৫০ শতাংশ নম্বর অর্জন করেছেন এবং স্পেশ্যাল এডুকেশনে B.Ed বা B.Ed (General) ডিগ্রির সঙ্গে এক বছরের ডিপ্লোমা সম্পন্ন করেছেন। এছাড়া প্রার্থীদের CTET-এ উত্তীর্ণ হতে হবে এবং রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়ার রেজিস্ট্রেশন থাকতে হবে। আবেদনকারীর বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে।

সংশ্লিষ্ট KVS স্পেশ্যাল এডুকেটর পদগুলিতে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে সিবিটি পরীক্ষা, শিক্ষকতার দক্ষতা প্রমাণের জন্য প্রেজেন্টেশন এবং ইন্টারভিউয়ের মাধ্যমে। আবেদন করতে হলে প্রার্থীদের অবশ্যই কেন্দ্রীয় বিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। আবেদনের তারিখ ও অন্যান্য বিস্তারিত তথ্য শীঘ্রই সংশ্লিষ্ট ওয়েবসাইটে প্রকাশ করা হবে।