বাড়ি প্রচ্ছদ পৃষ্ঠা 15

দেবের সহ-অভিনেতা সুরজিৎ সেন, আজ সংসার চালাতে মুদিখানার ব্যবসা!

Ranjan Mahato,কলকাতাঃ এক সময় বাংলা সিরিয়াল থেকে সিনেমা—খলনায়ক চরিত্রে অভিনয় করে দারুণ জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। অভিনয়ের দক্ষতায় দর্শককে তাক লাগিয়ে দিয়েছিলেন বহুবার। কিন্তু আজ সময় বদলেছে। সংসার চালাতে এখন তিনি খুলেছেন একটি মুদিখানার দোকান! শুনতে অবাক লাগলেও এটাই বাস্তব। আজ আপনাদের এমন এক অভিনেতার গল্প শোনাব, যাকে মাত্র দু’ বছর আগেও স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ‘খেলাঘর’-এ দেখা যেত নিয়মিত। ভাবছেন কে সেই অভিনেতা? চলুন, এবার জেনে নেওয়া যাক তাঁর সম্পর্কে।

দেবের সঙ্গে অভিনয় করা অভিনেতা এখন চালাচ্ছেন মুদির দোকান!

আজ যার কথা বলছি, তিনি একসময় অভিনেতা দেব-এর সঙ্গেও দাপটের সঙ্গে অভিনয় করেছিলেন। কিন্তু ভাগ্যের পরিহাস—আজ সেই মানুষটিকেই সংসারের সমস্ত দায়ভার কাঁধে তুলে একা হাতে চালাতে হচ্ছে একটি ছোট্ট মুদিখানার দোকান। সোশ্যাল মিডিয়ার দৌলতে তাঁর বর্তমান জীবনের গল্প নতুন করে ভাইরাল হয়েছে। সম্প্রতি এক ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, তিনি কখনও ভাবেননি যে এভাবে আবার ভাইরাল হবেন। আর আর দেরি না করে জানিয়ে দিই—আজ কথা হচ্ছে জনপ্রিয় অভিনেতা সুরজিৎ সেন (Surajit Sen)-কে নিয়ে। একসময় অভিনয়ে নজর কাড়লেও বর্তমানে তিনি চালাচ্ছেন একটি মুদিখানার দোকান। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি।

চেনেন এই অভিনেতাকে?

এক সময়ে দেবের সহ অভিনেতা হয়ে কাজ করলেও এখন বর্তমানে কোনও কাজ না থাকায় এই কাজ করছেন তিনি। যারা সিনেমা নিয়ে ঘাঁটাঘাঁটি কর‍তে পছন্দ করেন তাঁরা এই সুরজিৎকে ‘হিরোগিরি’, ‘রংবাজ’, ‘চ্যালেঞ্জ ২’, ‘বিন্দাস’-এর মতো সিনেমায় নিশ্চয়ই দেখে থাকবেন। এই অভিনেতার মুখ খুবই পরিচিত, এমন নয় যে আজ দেখলাম কাল ভুলে গেলাম। ব্যারাকপুরের বাসিন্দা হলেন এই অভিনেতা সুরজিৎ। পাঁচ বছর হল অভিনয় থেকে দূরে রয়েছেন। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এখন কী ভাবে দিন চলে তাঁর?

এক ভিডিওতে সুরজিৎ খোলামেলাভাবে জানান, “১৯৯৮ সাল থেকে ২০২০ পর্যন্ত অভিনয় করে মোটে পাঁচ লক্ষ টাকা উপার্জন করতে পেরেছি। তা হলেই বুঝুন আমার অবস্থা!” অভিনয়ের দুনিয়া থেকে দূরে সরে এসে ব্যারাকপুরেই খুলেছেন একটি ছোট মুদির দোকান, আর এখন সেখান থেকেই চলছে তাঁর সংসার। পরিবারে আছেন মা-বাবা। তবে স্ত্রীর প্রসঙ্গ উঠতেই তিনি বিনয়ের সঙ্গে বলেন, “আমি এ নিয়ে কোনও মন্তব্য করতে চাই না।”

সুরজিৎ আরও জানান, তাঁর মতে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর থেকে বিনোদন জগতে কাজ পাওয়া আরও কঠিন হয়ে পড়েছে। তবে তিনি এটাও স্পষ্ট করেন যে, অনেকে তাঁকে অন্য রাজনৈতিক দলের সঙ্গে জড়ানো ভাবলেও তিনি কখনও কোনও রাজনৈতিক দলে যুক্ত ছিলেন না। তাঁর কথায়, “আমি কোনওদিনই রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম না।”

প্রাথমিক শিক্ষক নিয়োগ: কোন জেলায় কত শূন্যপদ? প্রকাশিত সরকারি তালিকা

PINKY KHAN, কলকাতা: শিক্ষক নিয়োগ নিয়ে বহুদিন ধরেই চলছিল জল্পনা-কল্পনা, অবশেষে সেই অপেক্ষার অবসান। দীর্ঘ আট বছর পর আজ থেকেই অনলাইনে শুরু হয়েছে প্রাথমিক শিক্ষক নিয়োগের (WB Primary Teacher Recruitment) আবেদন প্রক্রিয়া। দুপুর ৩টা থেকে শুরু হওয়া এই আবেদন চলবে আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত। ফলে প্রাথমিক চাকরিপ্রার্থীদের মধ্যে ইতিমধ্যেই তৈরি হয়েছে চরম উত্তেজনা ও ব্যস্ততা। এদিকে পর্ষদ সরকারি ওয়েবসাইটে প্রকাশ করেছে জেলাভিত্তিক মোট ১৩,৪২১টি শূন্য পদের তালিকা, যা দেখে আরও তৎপর হয়ে উঠেছেন চাকরিপ্রার্থীরা।

কোন জেলায় কটি শূন্যপদ? (WB Primary Teacher Recruitment)

প্রাথমিক শিক্ষক নিয়োগ পর্ষদ প্রকাশিত তালিকা অনুযায়ী রাজ্যের প্রতিটি জেলায় শূন্যপদের সংখ্যা স্পষ্ট হয়েছে (WB Primary Teacher Recruitment)। আলিপুরদুয়ার ২৩৭, বাঁকুড়া ৯৭৮, বীরভূম ৮৬০, কোচবিহার ৫৩৫, দক্ষিণ দিনাজপুর ৩৩৬, হুগলি ১২১২, হাওড়া ১৫০, জলপাইগুড়ি ৪৫৮, ঝাড়গ্রাম ১৮০—এভাবেই জেলাভিত্তিক শূন্যপদের হিসেব সামনে এসেছে। পাশাপাশি কলকাতায় ৯৪৭, মালদহে ৬৯৯, মুর্শিদাবাদে ৭৮৮, নদিয়ায় ৯০৬, পশ্চিম বর্ধমান ৪৮৫, পশ্চিম মেদিনীপুর ৭৪৪, পূর্ব বর্ধমান ৯২৮, পূর্ব মেদিনীপুর মাত্র ৭৬, পুরুলিয়া ৫২৪, শিলিগুড়ি ১৪৯ এবং দক্ষিণ ২৪ পরগনায় সর্বোচ্চ ১৪৭১টি শূন্যপদ রয়েছে। উত্তর দিনাজপুরেও রয়েছে ২৩৭টি পদ।

আবেদন প্রক্রিয়া হবে অনলাইনে

এছাড়াও পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষার পর্ষদ (WBBPE) ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে যে, পুরো নিয়োগ প্রক্রিয়াটিই হবে সম্পূর্ণ অনলাইন ভিত্তিক। আবেদন ফর্ম জমা দেওয়া থেকে শুরু করে ইন্টারভিউ কল লেটার—সবকিছুই মিলবে একমাত্র সরকারি ওয়েবসাইটে। অর্থাৎ কোনও রকম জটিলতা, দালালচক্র বা মধ্যস্থতা ছাড়াই স্বচ্ছ পদ্ধতিতে নিয়োগ হবে বলে আশ্বাস দিয়েছে পর্ষদ।

তবে চাকরিপ্রার্থীদের অভিযোগ, ২০১৭ সালের পর থেকে প্রাথমিকে শিক্ষক নিয়োগ কার্যত বন্ধ হয়ে ছিল। তাঁদের দাবি, প্রায় ৮ বছর পর নিয়োগ শুরু হলেও শূন্যপদ মাত্র ১৩,৪২১ কেন রাখা হয়েছে, তা নিয়ে রহস্য থেকেই যাচ্ছে। অন্যদিকে, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, এই বছরেই প্রায় ৫০ হাজার শিক্ষক-শিক্ষিকার স্বচ্ছ এবং বৃহৎ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্য নিয়েছে রাজ্য সরকার।

চাকরিপ্রার্থীদের মধ্যে এখন প্রধান আলোচনার বিষয় হল কোন জেলায় শূন্যপদের সুযোগ বেশি, আর কোন জেলায় প্রতিযোগিতা বেশি। বিশেষত দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, বীরভূম, কলকাতা ও মুর্শিদাবাদে শূন্যপদ বেশি থাকায় সেখানে আবেদনকারীদের নজর বেশি। তবে শিক্ষামহলের দাবি, বড় জেলার শূন্য পদের সংখ্যা বাড়ায় বহু প্রার্থী এবার যোগ্যতা অনুযায়ী সঠিক জেলা বেছে নেওয়ার সুযোগ পাবেন নিজে থেকেই। এদিকে গতকাল অর্থাৎ মঙ্গলবার থেকে রাজ্যে শুরু হয়েছে একাদশ-দ্বাদশ নিয়োগের নথি যাচাইয়ের প্রক্রিয়া। জানা গিয়েছে আগামী ২৬ নভেম্বর থেকে প্রার্থীদের ইন্টারভিউ নে‌ওয়া হবে বলে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে SSC।

🔴 প্রতিনিয়ত সর্বশেষ খবর পেতে এখনই Google-এ সার্চ করুন JKNEWS24 Bangla। পাশাপাশি, আরও দ্রুত আপডেট পেতে এখনই ফলো করুন JKNEWS24 WhatsApp Channel — প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদ এক ক্লিকে পৌঁছে যাবে আপনার মোবাইলে!

West Bengal 2002 Voter List PDF: জেলা ভিত্তিক পুরাতন ভোটার লিস্ট ডাউনলোড

West Bengal 2002 Voter List PDF: অবশেষে নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের সব জেলার ২০০২ সালের পুরাতন ভোটার লিস্ট প্রকাশ করেছে। এখন আর খুঁজে বেড়ানোর দরকার নেই—আপনার জেলার ২০০২ সালের ভোটার লিস্ট কয়েকটি সহজ ধাপেই ডাউনলোড করতে পারবেন। আজকের প্রতিবেদনে আমরা ধাপে ধাপে দেখিয়ে দিচ্ছি, কীভাবে জেলা ভিত্তিক এই পুরনো ভোটার লিস্ট আপনার মোবাইল বা কম্পিউটার থেকেই পেয়ে যাবেন।

রাজ্যে শেষ SIR অর্থাৎ Special Intensive Revision হয়েছিল ২০০২ সালের জানুয়ারি মাসে। এরপর দীর্ঘ সময় ধরে ভোটার সংশোধন কর্মসূচি (SIR) হয়নি, খুব তাড়াতাড়ি রাজ্যে আবারও হচ্ছে Voter SIR অর্থাৎ বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি। Voter SIR এর মূল উদ্দেশ্য হলো, ভুয়া ভোটারদের নাম ভোটার তালিকা থেকে মুছে ফেলা।

যাদের নাম ২০০২ সালের ভোটার তালিকায় আছে, তাদের ভোটার SIR ফর্মের সাথে আলাদা করে কোনো অতিরিক্ত নথি জমা দিতে হবে না। তাই দেরি না করে দেখে নিন ২০০২ সালের ভোটার লিস্ট ডাউনলোড করে আপনার কিংবা আপনার বাবা-মায়ের নাম আছে কি না (West Bengal Voter List )। অন্যদিকে, বিহারে ভোটার SIR ফর্মের সাথে ১১টি নথি চাওয়া হয়েছে, তবে যাদের নাম ২০০৩ সালের ভোটার লিস্টে রয়েছে, তাদের অতিরিক্ত কোনো নথি জমা দিতে হয়নি। কারণ বিহারে শেষবার ভোটার SIR হয়েছিল ২০০৩ সালে।

West Bengal 2002 Voter List PDF

ক্রমিক নংজেলার নামডাউনলোড লিংক
আলিপুরদুয়ারDownload
বাঁকুড়াDownload
বীরভূমDownload
কোচবিহারDownload
দক্ষিণ চব্বিশ পরগনাDownload
দার্জিলিংDownload
হুগলিDownload
হাওড়াDownload
জলপাইগুড়িDownload
১০ঝাড়গ্রামDownload
১১কালিম্পংDownload
১২কলকাতা উত্তরDownload
১৩মালদাDownload
১৪মুর্শিদাবাদDownload
১৫নদীয়াDownload
১৬উত্তর চব্বিশ পরগনাDownload
১৭পূর্ব বর্ধমানDownload
১৮পশ্চিম বর্ধমানDownload
১৯পূর্ব মেদিনীপুরDownload
২০পশ্চিম মেদিনীপুরDownload
২১পুরুলিয়াDownload
২২উত্তর দিনাজপুরDownload
২৩দক্ষিণ দিনাজপুরDownload
২৪কলকাতা দক্ষিণDownload

West Bengal Old 2002 Voter List Download Link:- Click Now

West Bengal Electoral Roll of SIR 2002 Download Link:- Click

🔴 প্রতিনিয়ত সর্বশেষ খবর পেতে এখনই Google-এ সার্চ করুন JKNEWS24 Bangla। পাশাপাশি, আরও দ্রুত আপডেট পেতে এখনই ফলো করুন JKNEWS24 WhatsApp Channel — প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদ এক ক্লিকে পৌঁছে যাবে আপনার মোবাইলে!

উচ্চ মাধ্যমিক পাসে অঙ্গনওয়াড়ি চাকরি! ১৬ হাজারের বেশি শূন্যপদ

pinky কলকাতা: সরকারি চাকরি খুঁজে থাকলে বাম্পার সুযোগ। কারণ, যোগীরাজ্যের তরফ থেকে এবার ১৬ হাজারের বেশি শূন্যপদে জেলায় জেলায় অঙ্গনওয়াড়ি নিয়োগের (UP Anganwadi Recruitment 2025) বিজ্ঞপ্তি জারি হল, যেখানে চাকরিপ্রার্থীরা ন্যূনতম দ্বাদশ শ্রেণী পাস করলে আবেদন করতে পারবে। এমনকি দেওয়া হবে মোটা অংকের বেতন। বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

রাজ্যে ১৬ হাজারের বেশি শূন্যপদে অঙ্গনওয়াড়ি নিয়োগ

সম্প্রতি উত্তরপ্রদেশ সরকারের তরফে যে অঙ্গনওয়াড়ি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, তাতে ১৬ হাজারেরও বেশি শূন্যপদে নিয়োগের কথা জানানো হয়েছে। প্রতিটি জেলায় আলাদা আলাদা শূন্যপদ থাকলেও মূলত যেসব জেলায় বেশি নিয়োগ হচ্ছে সেগুলি হল ললিতপুর, সীতাপুর, প্রতাপগড়, গাজিয়াবাদ, গৌতম বুদ্ধনগর, আম্বেদকর নগর, বিজনৌর, ঝাঁসি সহ আরও কয়েকটি জেলা।

শিক্ষাগত যোগ্যতা কী লাগবে?

অঙ্গনওয়াড়ি পদে আবেদন করার জন্য মহিলাদের অবশ্যই যেকোনও স্বীকৃত বোর্ড থেকে দ্বাদশ শ্রেণী পাস করতে হবে। শুধুমাত্র মহিলারাই এখানে আবেদন করতে পারবে। তবে দরিদ্রসীমার নীচে বসবাসকারী পরিবারের বিধবা বা পরিত্যক্ত নারীরাও অগ্রাধিকার পাবে।

বয়স সীমা কত দরকার?

এখানে আবেদন করার জন্য প্রার্থীর ন্যূনতম বয়স ১৮ বছর এবং সর্বোচ্চ বয়স ৩৫ বছর নির্ধারণ করা হয়েছে। তবে সরকারি নিয়ম অনুযায়ী তফসিলি জাতি, তফসিলি উপজাতি, ওবিসি সহ সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা বয়সে সরকারি ছাড় পাবেন।

বেতন কাঠামো

অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য নির্ধারিত মাসিক বেতন ৮,০০০ টাকা থেকে ১৫,০০০ টাকা পর্যন্ত হতে পারে, যা পদ ও এলাকার ওপর নির্ভর করে। আরও সঠিক তথ্য এবং পদভেদে বেতন কাঠামো জানতে চাইলে অবশ্যই অফিশিয়াল নোটিফিকেশন দেখে নেওয়া উচিত।

আবেদন পদ্ধতি

এই পদে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এর জন্য নিম্নলিখিত ধাপগুলো অনুসরণ করুন—

  • প্রথমে উত্তরপ্রদেশ রাজ্যের আইসিডিএস-এর অফিসিয়াল ওয়েবসাইটে (upanganwadibharti.in) ভিজিট করতে হবে।
  • এরপর নিজের জেলা নির্বাচন করে অনলাইনে আবেদনের লিঙ্কে ক্লিক করতে হবে।
  • এরপর নতুন আবেদনকারী হলে রেজিস্ট্রেশন করতে হবে।
  • এরপর যাবতীয় তথ্য দিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
  • সবশেষে প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে সাবমিট করে প্রিন্ট আউট রেখে দিতে হবে।

আজকের আবহাওয়া: ঘূর্ণাবর্তে বাড়ছে চিন্তা, দক্ষিণবঙ্গের ৬ জেলায় নতুন আপডেট

আবহাওয়া দফতরের আশঙ্কা সত্যি করে ফের একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, আর তার সঙ্গেই বাংলায় নতুন করে বৃষ্টির সম্ভাবনাও জোরদার হয়েছে (Weather Today)। হাওয়া অফিস জানিয়েছে, গাল্ফ অফ থাইল্যান্ড ও আশপাশের এলাকায় তৈরি হওয়া এই ঘূর্ণাবর্ত ২২ নভেম্বর শনিবারের মধ্যে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন আন্দামান সাগরে নিম্নচাপে রূপ নিতে পারে। এরপর ২৩ থেকে ২৪ নভেম্বরের মধ্যে সিস্টেমটি আরও শক্তি সঞ্চয় করে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং উত্তর–উত্তর-পশ্চিম দিক বরাবর অগ্রসর হতে পারে। এর প্রভাবে নভেম্বরের শেষ সপ্তাহে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি দেখা যেতে পারে। তবে আজ শুক্রবার ঠিক কেমন থাকবে বাংলার আবহাওয়া, তা জানতে নজর রাখুন আজকের বিস্তারিত আপডেটে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Today)

প্রথমেই দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Today) নিয়ে কথা বলা যাক। যদিও এখনও জাঁকিয়ে শীত নামেনি, তবে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং হাওড়া জেলায় এখনই বেশ ঠান্ডা অনুভব হচ্ছে। এসব জায়গায় ভোর ও সকালবেলার তাপমাত্রা ১৬ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছে, ফলে বাতাসে একটা মিষ্টি শীতের আমেজ ইতিমধ্যেই টের পাওয়া যাচ্ছে।

উত্তরবঙ্গের আবহাওয়া (Weather Today)

এবার উত্তরবঙ্গের আবহাওয়ার কথায় আসা যাক। দক্ষিণবঙ্গে কোথাও কোথাও হালকা গরমের ভাব থাকলেও উত্তরে জমে থাকা শীত কিন্তু এখনই নিজের দাপট দেখাচ্ছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় পারদ ৭ থেকে ১৫ ডিগ্রির মধ্যে নেমে আসবে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। ফলে পাহাড় থেকে তরাই—সব জায়গাতেই সকালের ঠান্ডা বেশ আঁচ পাওয়া যাবে।

বাংলায় শীতের গতি একটু ধীরে হলেও দেশের অন্য বেশ কয়েকটি রাজ্যে ইতিমধ্যেই শীত জোর কদমে বাড়তে শুরু করেছে। উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, জম্মু ও কাশ্মীর, হরিয়ানা এবং মহারাষ্ট্র—এই রাজ্যগুলিতে আগামী পাঁচ দিন তাপমাত্রা আরও কমবে বলে জানিয়েছে IMD। অর্থাৎ দেশের বিস্তীর্ণ অঞ্চলে শীত ধীরে ধীরে জমে উঠছে।

কিছু রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা (Weather Today)

এদিকে এই শীতের মাঝেই আবার কিছু রাজ্যে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আইএমডি। আজ ২১ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত বেশ কয়েকটি রাজ্যে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। দোসর হবে বজ্রপাত এবং তীব্র হাওয়া। এখন নিশ্চয়ই ভাবছেন কোথায় কোথায় বৃষ্টি হবে? তাহলে জানিয়ে রাখি, অসময়ের ভারী বৃষ্টিতে ভাসতে পারে কেরালা, অন্ধ্রপ্রদেশ, লাক্ষাদ্বীপ, তামিলনাড়ুতে। এছাড়াও বৃষ্টি হতে পারে মাহে, আন্দামান-নিকোবর, ইয়ানম এবং রায়লসীমাতে।

UPSC PRATIBHA Setu: ফাইনাল লিস্টে না থাকলেও মিলবে চাকরি! জেনে নিন পুরো প্রক্রিয়া

UPSC PRATIBHA Setu প্রতি বছর হাজার হাজার প্রতিভাবান যুবক-যুবতী UPSC-এর বিভিন্ন পরীক্ষায় (CSE, CDS, CAPF, IES ইত্যাদি) বসেন, কিন্তু প্রিলিমস থেকে মেইনস, আর ইন্টারভিউ—সব ধাপ পেরিয়েও অনেকেরই খুব সামান্য ব্যবধানের জন্য ফাইনাল মেরিট লিস্টে জায়গা হয় না। ঠিক এই জায়গাতেই এবার UPSC নিয়ে এসেছে নতুন উদ্যোগ PRATIBHA Setu, অর্থাৎ মেধাবীদের জন্য ‘দ্বিতীয় সুযোগের সেতু’, যেখানে যোগ্য প্রার্থীরা আবারও নিজেদের দক্ষতা তুলে ধরার সুযোগ পাবেন।

UPSC PRATIBHA Setu কী?

UPSC PRATIBHA Setu মূলত UPSC-এর একেবারে নতুন এক ট্যালেন্ট-লিঙ্কিং প্ল্যাটফর্ম, যা আগের Public Disclosure Scheme-এর আপডেটেড ও আধুনিক ভার্সন। এখন এটি আরও স্মার্ট, ব্যবহারবান্ধব এবং ইন্টারঅ্যাকটিভ ডিজিটাল প্ল্যাটফর্ম হয়ে উঠেছে। এই উদ্যোগের মূল উদ্দেশ্য হলো সেই সমস্ত প্রার্থীদের পাশে দাঁড়ানো—যারা কঠোর পরিশ্রম, যোগ্যতা ও প্রতিভা থাকা সত্ত্বেও খুব অল্পের জন্য চূড়ান্ত সুপারিশ (Recommendation) পাননি। তাদের দক্ষতাকে বিভিন্ন সংস্থা, প্রতিষ্ঠান ও সরকারের সামনে তুলে ধরে নতুন ক্যারিয়ার সুযোগ তৈরিই এই স্কিমের প্রধান লক্ষ্য।

বিষয়বিবরণ
উদ্যোগUPSC-এর ট্যালেন্ট ইন্টিগ্রেশন স্কিম
লক্ষ্যUPSC পাশ করা কিন্তু ফাইনাল লিস্টে না আসা প্রার্থীদের নতুন চাকরির সুযোগ
সুবিধাসরকারি ও বেসরকারি ক্ষেত্রের সরাসরি সংযোগ, শর্টলিস্টিং, ইন্টারভিউ
চাকরির ধরনসরকারি সংস্থা, PSU, কর্পোরেট সেক্টর

প্রতিভা সেতু পোর্টাল কিভাবে সুবিধা দেবে?

UPSC পরীক্ষায় সফলতার হার খুবই কম—কিন্তু প্রতিটি প্রার্থীই কঠোর পরিশ্রম, বিশ্লেষণ ক্ষমতা, প্রশাসনিক দক্ষতা ও নেতৃত্বগুণে অনন্য। তাই এই প্রতিভাকে অন্য খাতে কাজে লাগানো দেশের সামগ্রিক উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক এখানেই UPSC PRATIBHA Setu বড় ভূমিকা নেয়।

এই প্ল্যাটফর্মের মাধ্যমে—

  • প্রিলিমস, মেইনস ও ইন্টারভিউ—সব ধাপ উত্তীর্ণ হলেও ফাইনাল মেরিট লিস্টে না ওঠা প্রার্থীরা স্বেচ্ছায় তাদের বায়োডাটা আপলোড করতে পারবেন।
  • বিভিন্ন মন্ত্রক, সরকারি সংস্থা, PSUs এবং বেসরকারি কোম্পানিগুলো এই ডাটাবেস থেকে যোগ্য প্রার্থী খুঁজে নিয়োগ করতে পারবে।
  • চাকরিদাতারা সহজেই প্রার্থীদের প্রোফাইল দেখে শর্টলিস্ট, উইশলিস্ট বা সরাসরি যোগাযোগ করতে পারবেন।

অনেক প্রার্থী UPSC-এ অল্পের জন্য ব্যর্থ হওয়ার পরে ক্যারিয়ার নিয়ে অনিশ্চয়তায় পড়ে যান। PRATIBHA Setu তাদের জন্য নতুন দরজা খুলে দিচ্ছে—একদিকে প্রার্থীরা নতুন সুযোগ পাচ্ছেন, অন্যদিকে প্রতিষ্ঠানগুলোও পাচ্ছে দক্ষ ও প্রশিক্ষিত একটি ট্যালেন্ট পুল, ফলে নিয়োগ প্রক্রিয়া আরও দ্রুত ও সাশ্রয়ী হয়ে উঠছে।

সিলেকশন প্রসেস (Selection Process)

১. রেজিস্ট্রেশন (Registration):
প্রথমে প্রার্থীকে UPSC-এর PRATIBHA Setu পোর্টালে লগইন করে নিজের ব্যক্তিগত তথ্য, পরীক্ষার ফলাফল, অভিজ্ঞতা, দক্ষতা ও অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে।

২. ভেরিফিকেশন (Verification):
এরপর UPSC-এর পক্ষ থেকে সমস্ত প্রদত্ত তথ্য যাচাই করা হবে। পরীক্ষার রোল নম্বর, ধাপভিত্তিক ফলাফল, ব্যক্তিগত তথ্য—সবকিছু মিলিয়ে সঠিকতা নিশ্চিত করা হবে।

৩. ট্যালেন্ট পুলে অন্তর্ভুক্তি:
ভেরিফিকেশন সম্পন্ন হলে প্রার্থীর প্রোফাইল স্বয়ংক্রিয়ভাবে ট্যালেন্ট পুলে যুক্ত হবে। এরপর দেশের বিভিন্ন মন্ত্রক, সরকারি সংস্থা, PSU এবং বেসরকারি প্রতিষ্ঠান প্রোফাইল দেখে ইন্টারভিউয়ের জন্য ডাকতে পারে। যোগ্যতা অনুযায়ী ইন্টারভিউ সফল হলে প্রার্থীকে চাকরির অফার দেওয়া হয়।

🔴 প্রতিনিয়ত সর্বশেষ খবর পেতে এখনই Google-এ সার্চ করুন JKNEWS24 Bangla। পাশাপাশি, আরও দ্রুত আপডেট পেতে এখনই ফলো করুন JKNEWS24 WhatsApp Channel — প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদ এক ক্লিকে পৌঁছে যাবে আপনার মোবাইলে!

দক্ষিণবঙ্গের ৪ জেলায় শীত, বাকিতে বাড়বে গরম! কেমন থাকবে আজকের আবহাওয়া?

JANARUL KHAN, কলকাতাঃ বদলে গিয়েছে বাংলার আবহাওয়া (Today Weather Update)। শীতের ছোঁয়া মিলিয়ে গিয়ে ফের গরমের ঘাম ঝরানো দাপট ফিরে এসেছে। তার ওপর মরার ওপর খাঁড়ার ঘা—বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে একটি ঘূর্ণাবর্ত এবং শক্তিশালী নিম্নচাপ। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আজ বৃহস্পতিবার থেকে আগামী কয়েকদিন রাজ্যের তাপমাত্রা আরও বাড়তে পারে। একইসঙ্গে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নতুন করে ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না তারা। যাই হোক, আজ বৃহস্পতিবার সারাদিন কেমন থাকতে পারে সমগ্র বাংলার আবহাওয়া—চলুন দেখে নেওয়া যাক।

আজকের আবহাওয়া এক নজরে দেখে নিন (Today Weather Update)

ভেম্বরের শুরুতে যখন শীত একেবারে জাঁকিয়ে বসতে শুরু করেছিল, তখন অনেকেই ভেবেছিলেন—এবার বুঝি আগেভাগেই জমে উঠবে আজকের আবহাওয়া। শীতপ্রেমীরা তো খুশিতে আটখানা! কিন্তু অগ্রহায়ণ মাস শুরু হতেই পুরো ছবিটাই বদলে গেল। হঠাৎ করেই তাপমাত্রা বাড়তে শুরু করেছে, আর সেই সঙ্গে সাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত ও নিম্নচাপের সম্ভাবনা। ফলে শীতের আরামদায়ক আমেজ মিলিয়ে গিয়ে বদলে যাচ্ছে আজকের আবহাওয়া—এতে অস্বস্তি বাড়ছেই।

আলিপুর আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, আগামী কয়েকদিন রাজ্যের উত্তর থেকে দক্ষিণ—সব জায়গাতেই রাতের তাপমাত্রা একটু একটু করে বাড়বে। আপাতত আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে। শ্রীলঙ্কা উপকূলে তৈরি হওয়া নিম্নচাপ পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে এবং আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এর সঙ্গে থাকা ঘূর্ণাবর্ত আরও স্পষ্ট হয়ে উঠবে। এরপর এটি শক্তিশালী নিম্নচাপ হবে কি না, সেদিকে কড়া নজর রাখছে আবহাওয়াবিদরা।

তবে তার মধ্যেও সামান্য শীতের আমেজ টিকে থাকবে। দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া জেলায় সকালে আর রাতে হাল্কা ঠান্ডার ছোঁয়া পাওয়া যাবে। আর উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পংয়ে এখনও বেশ ঠান্ডা রয়েছে। তাই বলা যায়, ঘূর্ণাবর্তের দাপটে বদলে গেলেও আজকের আবহাওয়া, তার মধ্যেই কোথাও কোথাও রয়েছে শীতের মৃদু উপস্থিতি।

তাপমাত্রা বাড়বে হু হু করে

উত্তর ও দক্ষিণ বঙ্গে রাতের তাপমাত্রা কয়েক দিনের জন্য ২-৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে, তারপর পরবর্তী চার দিনের জন্য স্থিতিশীল থাকবে। কলকাতার আকাশ আজ ও আগামীকাল মোটের ওপর পরিষ্কারই থাকবে।

শেষ হতে পারে কেরিয়ার! সেই তারকাকেই এবার দলে নিতে চলেছে KKR

JANARUL KHAN, কলকাতা: একাধিক প্লেয়ারকে ছেড়ে দিয়ে IPL ২০২৬ মিনি নিলামের আগে সবচেয়ে বেশি বাজেট হাতে রেখে চমক দিয়েছে কলকাতা নাইট রাইডার্স (KKR IPL 2026 Auction)। এখন শাহরুখ খানের দলের কাছে আছে ৬৪.৩ কোটি টাকা, যা দিয়ে স্মার্টভাবে প্লেয়ার বাছাই করতে চায় তারা। ভেঙ্কটেশ আইয়ারের জন্য ২৩ কোটি ৭৫ লাখ খরচের ভুল আর পুনরাবৃত্তি করতে নারাজ KKR। তাই এবার লক্ষ্য—অল্প দামে দারুণ পারফর্ম করতে পারে এমন ক্রিকেটারদের খুঁজে বের করা। ইতিমধ্যেই কয়েকটি রিপোর্টে দাবি করা হচ্ছে, নিলামে যাঁকে অন্যান্য দল গুরুত্ব দেবে না, ঠিক সেই আন্ডাররেটেড প্লেয়ারকেই চুপিসারে দলে টানতে চায় নাইট শিবির।

এই তারকা প্লেয়ারকে দলে নিতে পারে KKR (KKR IPL 2026 Auction)

গত আইপিএলে প্রীতি জিন্টার দল পাঞ্জাব কিংসের হয়ে খেললেও নিজের সুনামের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পারফরম্যান্স করতে পারেননি গ্লেন ম্যাক্সওয়েল। অস্ট্রেলিয়ান এই কিংবদন্তি অলরাউন্ডারের ক্ষমতা নিয়ে সন্দেহ নেই কারও, কিন্তু সাম্প্রতিককালে বারবার চোট পাওয়ার কারণে তাঁর ফর্ম অনেকটাই নিচের দিকে নেমে গেছে। রিটেনশন তালিকা ঘোষণার আগেই অনেকে আন্দাজ করেছিলেন—এই আহত বাঘকে হয়তো ছেড়ে দেবে PBKS। শেষপর্যন্ত ঠিক সেটাই ঘটেছে। অস্ট্রেলিয়ার বহু স্মরণীয় জয়ের নেপথ্যের নায়ককে দল থেকে রিলিজ করেছে পাঞ্জাব। আর তাই জোর জল্পনা, এবার নিলামে হয়তো কোনও দলই তাঁকে দলে নিতে বিড করবে না।

খেল নাও-সহ একাধিক রিপোর্টে দাবি করা হয়েছে, যদি গ্লেন ম্যাক্সওয়েল আসন্ন আইপিএলে অবিক্রিত থেকে যান, তবে তাঁর ক্রিকেট কেরিয়ার বড় ধাক্কা খেতে পারে। আর ঠিক এই অনিশ্চয়তার মধ্যেই নতুন খবর উঠে এসেছে—শোনা যাচ্ছে, অভিজ্ঞতার জোরে অস্ট্রেলিয়ান এই অলরাউন্ডারকে খুব কম দামে দলে টেনে নিতে পারে কলকাতা নাইট রাইডার্স। কয়েকটি বিশ্বস্ত সূত্র বলছে, ম্যাক্সওয়েল যে মানের ক্রিকেটার, তাঁকে সস্তায় পেলে সেটাই বরং লাভে দেবে KKR-কে। আর সেই হিসেব কষেই নাকি ডিসেম্বরের মিনি নিলামে তাঁকে দলে ভেড়ানোর চেষ্টা করতে পারে শাহরুখ খানের টিম। যদিও এ নিয়ে এখনো পর্যন্ত মুখ খুলতে নারাজ সোনালি-বেগুনি শিবির।

উল্লেখ্য, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ম্যাক্সওয়েল যথেষ্ট বড় নাম। 2012 তে IPL এ হাতেখড়ি হওয়া এই প্লেয়ার আজ পর্যন্ত গোটা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ কেরিয়ারে মোট 141টি ম্যাচে অংশ নিয়ে 2819 রান করেছেন। যা অন্যান্য অনেক তারকা ক্রিকেটারের থেকে বেশি। এখানেই শেষ নয়, অস্ট্রেলিয়ার এই দাপুটে অলরাউন্ডার বল হাতে ভেঙেছেন 41টি গুরুত্বপূর্ণ উইকেট। এছাড়াও IPL কেরিয়ারে ম্যাক্সওয়েলের সর্বোচ্চ রান 95। তবে গত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে পাঞ্জাবের হয়ে 7 ম্যাচের 6 ইনিংসে অংশ নিয়ে মাত্র 48 রান করেছিলেন এই অস্ট্রেলিয়ান ক্রিকেটার। 4.2 কোটিতে কেনা প্লেয়ারের এমন পারফরমেন্স যথেষ্ট হতাশ করেছিল পাঞ্জাব ম্যানেজমেন্টকে। সেখানেই এক প্রকার ঠিক হয়ে যায় অজি তারকার বাদ পড়া।

🔴 প্রতিনিয়ত সর্বশেষ খবর পেতে এখনই Google-এ সার্চ করুন JKNEWS24 Bangla। পাশাপাশি, আরও দ্রুত আপডেট পেতে এখনই ফলো করুন JKNEWS24 WhatsApp Channel — প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদ এক ক্লিকে পৌঁছে যাবে আপনার মোবাইলে!

বাংলাদেশে দেশজুড়ে বন্ধ মোবাইল ফোন বিক্রি! বড় সিদ্ধান্তে চাপে বাজার

Rohan Khan, কলকাতা: ফের অশান্তির হাওয়া বইছে ওপার বাংলায়। এবার পুরো দেশজুড়ে মোবাইল ফোন বিক্রি বন্ধের (Mobile Sell Stopped in Bangladesh) ঘোষণা করা হয়েছে। হ্যাঁ, ঠিকই পড়ছেন—আজ ১৯ নভেম্বর, বুধবার ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত একটি সাংবাদিক বৈঠকেই এই বড় সিদ্ধান্ত জানানো হয়। কিন্তু হঠাৎ এমন সিদ্ধান্তের নেপথ্যে কারণ কী?

দেশজুড়ে মোবাইল ফোন বিক্রি বন্ধ

ঢাকা টাইমস ২৪-এর একটি রিপোর্ট থেকে জানা গেছে, সুমাশটেকের প্রধান নির্বাহী আবু সাঈদ পিয়াসকে গোয়েন্দা পুলিশ হঠাৎ তুলে নিয়ে যাওয়ার প্রতিবাদেই দেশজুড়ে মোবাইল বিক্রি বন্ধের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই সাংবাদিক বৈঠকে উপস্থিত বক্তাদের দাবি, অ্যাসোসিয়েশনের সেক্রেটারি পিয়াসকে আজকের মধ্যে মুক্তি না দিলে তারা আরও বড় আন্দোলনের পথে নামবেন। এমনকি গোটা দেশ অচল করে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে।

সূত্র অনুযায়ী, মঙ্গলবার গভীর রাতে হঠাৎই গোয়েন্দা পুলিশ সুমাশটেকের সিইও আবু সাঈদ পিয়াসকে তুলে নিয়ে যায়—এমন অভিযোগ করেছেন তাঁর পরিবারের সদস্যরা। পিয়াসের স্ত্রী সুমাইয়া চৌধুরী জানিয়েছেন, রাত প্রায় তিনটার সময় মিরপুর ১-এর বাসা থেকে তাঁর স্বামীকে নিয়ে যায় পুলিশ। শুধু তাই নয়, তারা পিয়াসের মোবাইলটিও জব্দ করে বলে অভিযোগ তুলেছেন তিনি।

বৃহত্তর আন্দোলনের ডাক

এদিকে আন্দোলনকারীদের দাবি, তাদের অ্যাসোসিয়েশনের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা পিয়াসকে দ্রুত মুক্তি দিতে হবে। নাহলে তারা আরও কঠোর অবস্থান নেবে। এমনকি আন্দোলন আরও বিস্তৃত করা হবে। এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ব্যবসায়ীরা জোর গলায় বলেন যে, এই ঘটনায় ব্যবসায়িক মহলে আরও সৃষ্টি হয়েছে। সরকারের কাছে স্পষ্ট ব্যাখ্যাও চেয়েছেন তারা। সবথেকে বড় ব্যাপার, যদি আজকের মধ্যে পিয়াসকে মুক্তি না দেওয়া হয়, তাহলে হয়তো আবারও রণক্ষেত্র নামতে পারে ঢাকার রাজপথে।

🔴 প্রতিনিয়ত সর্বশেষ খবর পেতে এখনই Google-এ সার্চ করুন JKNEWS24 Bangla। পাশাপাশি, আরও দ্রুত আপডেট পেতে এখনই ফলো করুন JKNEWS24 WhatsApp Channel — প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদ এক ক্লিকে পৌঁছে যাবে আপনার মোবাইলে!

দোসর ঘূর্ণাবর্তে দক্ষিণবঙ্গে শীত কমে বাড়বে গরম! আজকের আবহাওয়া আপডেট

JANARUL KHAN, কলকাতাঃ রাত আর ভোরে কুয়াশা আর ঠান্ডার দাপট থাকলেও সকাল উঠতেই যেন সব মিলিয়ে যাচ্ছে—বাংলার আবহাওয়ায় এমনই এক আচমকা ছন্দপতন দেখা দিয়েছে। শীত কমলেও শহর থেকে গ্রাম—সব জায়গাই কুয়াশার চাদরে মোড়া। তবে উত্তুরে হাওয়ার প্রভাবে পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়া জেলায় এখনো বেশ ভালোমতোই শীত টিকে আছে। আর আজ বুধবার কলকাতা সহ পুরো বাংলার আবহাওয়া (South Bengal Weather Update) কেমন থাকবে জানার ইচ্ছে থাকলে, চলুন তাহলে দেরি না করে ঝটপট দেখে নেওয়া যাক।

দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal Weather Update)

প্রথমেই দক্ষিণবঙ্গের আবহাওয়া নিয়ে কথা বলা যাক। সম্প্রতি তৈরি হওয়া একটি ঘূর্ণাবর্তের প্রভাবে দক্ষিণবঙ্গের তাপমাত্রা আবার খানিকটা বেড়েছে, ফলে কয়েকদিন গরম ভাব থাকতে পারে। জানা গেছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের উপর ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার কারণে পূবালি হাওয়া জোরদার হয়েছে এবং উত্তরী হাওয়া আপাতত কিছুটা কম সক্রিয়। তবে আজ দক্ষিণবঙ্গের বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদ জেলায় শীতের হালকা দাপট বজায় থাকবে। অন্যদিকে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা আজ প্রায় ২০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই ঘোরাফেরা করবে বলে জানা গিয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে। আপাতত দার্জিলিং এবং কালিম্পং-এ ঠান্ডা থাকবে বলে খবর। আজ বুধবার দার্জিলিং-এ সর্বনিম্ন তাপমাত্রা ৯ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। অর্থাৎ সেখানে শীতের আমেজ বজায় থাকবে। দার্জিলিং-এ রৌদ্রজ্বল পরিবেশ বজায় থাকবে। এক কথায় এখন দার্জিলিং যাওয়ার আদর্শ সময় পর্যটকদের। এছাড়া ঠান্ডা থাকবে আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায়।

আগামীকালের আবহাওয়া

বৃহস্পতিবার থেকে পরের তিনদিন পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায় ন্যূনতম তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। তবে তার পরবর্তী সময়ে তাপমাত্রায় কোনও বড় পরিবর্তনের সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে হাওয়া অফিস। চলতি সপ্তাহের শেষের দিকেই দার্জিলিংয়ে আবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে নভেম্বরের শেষ সপ্তাহে দক্ষিণবঙ্গের কয়েকটি জায়গায় আকাশ মেঘলা থাকতে পারে এবং হালকা বৃষ্টিও হতে পারে। শীতের মরসুমেও স্যাঁতসেঁতে আবহাওয়া বজায় থাকার ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দফতর।

🔴 প্রতিনিয়ত সর্বশেষ খবর পেতে এখনই Google-এ সার্চ করুন JKNEWS24 Bangla। পাশাপাশি, আরও দ্রুত আপডেট পেতে এখনই ফলো করুন JKNEWS24 WhatsApp Channel — প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদ এক ক্লিকে পৌঁছে যাবে আপনার মোবাইলে!