আবহাওয়া খেলাধূলা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য টাকাপয়সা প্রযুক্তি লাইফস্টাইল শেয়ারবাজার শিল্প অন্যান্য

গান ছেড়ে রাজনীতিতে অরিজিৎ সিং? রিপোর্ট বলছে নতুন দলের সম্ভাবনা

Arijit Singh

JKNews24 Desk: বলিউড ও বাংলার সঙ্গীতপ্রেমীদের জন্য বড় চমক। বর্তমান প্রজন্মের সবচেয়ে জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং (Arijit Singh) গতকাল হঠাৎ করেই প্লেব্যাক গান থেকে অবসর ঘোষণা করেছেন। ২৭ জানুয়ারি তার সোশ্যাল মিডিয়া পোস্ট প্রকাশিত হতেই ভক্তদের মধ্যে চরম উদ্বেগ তৈরি হয়েছে। এবার প্রশ্ন উঠেছে, তিনি কি সংগীত দুনিয়া ছেড়ে নতুন কোনো পথে এগোবেন?

এদিকে এই ঘোষণার পর থেকে জোর চর্চা শুরু হয়েছে অরিজিত এর ভবিষ্যৎ নিয়ে। এনডিটিভি-র সূত্র মারফৎ খবর, এবার অরিজিৎ সিং নাকি রাজনীতিতে যোগ দেওয়ার কথা চিন্তা ভাবনা করছেন! এমনকি তিনি নিজস্ব রাজনৈতিক দল গঠনের বিষয়ে প্রাথমিক আলোচনা শুরু করেছেন। আদৌ তা কতটা সত্যি?

নতুন দল ঘোষণার পথে অরিজিৎ সিং (Arijit Singh)?

সামনেই বাংলার বিধানসভা নির্বাচন। তবে সংশ্লিষ্ট মহলের দাবি অনুযায়ী, বড় কোনও লড়াইয়ে সরাসরি নামছেন না অরিজিৎ সিং। চলচ্চিত্র জগতের একাংশের মতে, আসন্ন বিধানসভা নির্বাচনে প্রার্থী হওয়ার সম্ভাবনা খুবই কম। বরং তিনি প্রথমে তৃণমূল স্তরে সাধারণ মানুষের সঙ্গে কাজ করে রাজনৈতিক অভিজ্ঞতা অর্জন করতে চাইছেন। তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে এখনও পর্যন্ত কোনও স্পষ্ট তথ্য সামনে আসেনি, তবে ঘনিষ্ঠ সূত্রের খবর, সংগীত থেকে রাজনীতিতে ধীরে ধীরে পদার্পণ শুরু করেছেন। এমনকি নতুন দল ঘোষণা করার সম্ভাবনাও রয়েছে।

প্রসঙ্গত, বর্তমানে কোটি কোটি টাকা আয় করলেও সাধারণ জীবনযাপনে বিশ্বাসী গায়ক। আজও তিনি নিজের জন্মস্থান মুর্শিদাবাদের জিয়াগঞ্জে একেবারে সাদামাটা জীবনযাপন করেন। বিলাসবহুল জীবনধারা বা প্রচারের আলো থেকে সবসময় দূরে থাকতেই পছন্দ করেন সুরের যাদুকর। এই কারণেই রাজনীতিতে সাধারণ মানুষের সঙ্গে তাঁর সংযোগ সহজ হতে পারে বলে মত ওয়াকিবহাল মহলের। তবে হ্যাঁ, এ বিষয়ে এখনও পর্যন্ত কোনও নিশ্চয়তা নেই।