Sunday, November 16, 2025

JKNEWS24 ➠ One Stop Solution for Bangla News & Bangla Khabar !

ভারতীয় বিমান বাহিনীতে চাকরির...

Pinky Khan, কলকাতা: সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন? তাহলে আপনার জন্য আছে এক চমৎকার সুযোগ!...

Facebook Like Button বন্ধের...

অনলাইন দুনিয়ায় কার্যত একচেটিয়া রাজত্ব করছে ফেসবুক, আর সেই মেটা ...

ভারতে শুরু ই-পাসপোর্ট! UAE...

গত কয়েক মাস ধরে সংযুক্ত আরব আমিরাতে থাকা ভারতীয়দের মনে একটাই প্রশ্ন ঘুরছিল—নতুন...
Homeপড়াশোনা খবর১ এপ্রিল থেকে LIC স্বাস্থ্য বীমা চালু! সুবিধা ও আবেদন প্রক্রিয়া জেনে নিন

১ এপ্রিল থেকে LIC স্বাস্থ্য বীমা চালু! সুবিধা ও আবেদন প্রক্রিয়া জেনে নিন

- Advertisement -

আরও পড়ুন

- Advertisement -
Pinky Khan
Pinky Khanhttps://jknews24.in/
সাত বছরের অভিজ্ঞতাসম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কনটেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। সরকারি প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে পাঠকদের কাছে পৌঁছে দেওয়াই তাঁর লক্ষ্য।
- Advertisement -

LIC স্বাস্থ্য বীমা: ভারতীয় জীবন বীমা নিগম (LIC) তাদের গ্রাহকদের জন্য নিয়ে এল দারুণ খবর! এবার থেকে লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন (LIC) স্বাস্থ্য বীমা পরিষেবাও দেবে। LIC ইতিমধ্যেই দেশের কোটি কোটি মানুষের কাছে এক বিশ্বাসযোগ্য এবং জনপ্রিয় নাম। জীবন বীমার পর এবার স্বাস্থ্য বীমা পরিষেবায় প্রবেশ করছে এই সংস্থা।

শোনা যাচ্ছে, LIC তাদের নতুন Health Insurance স্কিম চালু করতে চলেছে, এবং আজই আনুষ্ঠানিক ঘোষণা হতে পারে। সংস্থার সিইও সিদ্ধার্থ মহান্তি জানিয়েছেন, এই নতুন উদ্যোগ গ্রাহকদের সুবিধা আরও বাড়াবে এবং ভারতের বীমা খাতে বড় পরিবর্তন আনবে। কি কি যোগ্যতা লাগবে এলআইসি স্বাস্থ্য বীমার জন্য আবেদন করতে, কিভাবে আবেদন করবেন ইত্যাদি জানতে হলে প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

LIC এর স্বাস্থ্য বীমা পরিকল্পনা কী?

LIC-এর স্বাস্থ্যবীমা পরিষেবা চালুর খবর নিঃসন্দেহে একটি বড় পদক্ষেপ। সংস্থার চেয়ারম্যান সিদ্ধার্থ মহান্তি নিজেই জানিয়েছেন, সাম্প্রতিক বছরগুলিতে স্বাস্থ্যবীমার চাহিদা ব্যাপকভাবে বেড়েছে। বিশেষ করে কোভিড-১৯ মহামারির পর, সাধারণ মানুষ বুঝতে পেরেছে যে স্বাস্থ্যবীমা শুধু ভবিষ্যতের জন্য একটি আর্থিক সুরক্ষা নয়, বরং এটি জরুরি পরিস্থিতিতে বাঁচানোর মতো গুরুত্বপূর্ণ একটি হাতিয়ার।

এই চাহিদাকে সামনে রেখে LIC এবার স্বাস্থ্যবীমার ক্ষেত্রে নিজেদের উপস্থিতি আরও শক্তিশালী করতে চাইছে। এজন্য সংস্থাটি একটি স্বাস্থ্যবীমা কোম্পানি অধিগ্রহণের পরিকল্পনা করেছে। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, LIC সরাসরি ওই কোম্পানির সম্পূর্ণ মালিকানা গ্রহণ করবে না। বরং তারা সংখ্যালঘু অংশীদার হিসেবে যুক্ত থাকবে। অর্থাৎ, LIC তার ব্র্যান্ড শক্তি ও বাজার অভিজ্ঞতা কাজে লাগিয়ে স্বাস্থ্যবীমা খাতে নতুন দিশা দেখাবে, কিন্তু সরাসরি পরিচালনার দায়িত্ব নেবে না।

সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করন -

WhatsApp Group Join Now

LIC স্বাস্থ্য বীমার জন্য কী যোগ্যতা লাগবে?

যদিও LIC-এর স্বাস্থ্যবীমা পরিষেবা নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি, তবে সম্ভাব্য নিয়মাবলি নিয়ে ইতিমধ্যেই নানা জল্পনা শুরু হয়েছে। ধারণা করা হচ্ছে, এই নতুন পলিসিটি বেশিরভাগ ভারতীয় নাগরিকের জন্য সহজলভ্য ও উপযোগী হবে। সম্ভাব্য সুবিধাগুলোর মধ্যে রয়েছে—

১৮ থেকে ৬৫ বছর বয়সী ভারতীয় নাগরিকরা এই পলিসির জন্য আবেদন করতে পারবেন।
চাকরিজীবী, ব্যবসায়ী, স্বনির্ভর ব্যক্তি— সকলেই এই পলিসির আওতায় আসতে পারবেন, অর্থাৎ আয়-নির্ভর কোনো বাধ্যবাধকতা থাকবে না।
পরিবারের জন্য গ্রুপ হেলথ ইন্স্যুরেন্স পাওয়া যাবে, যেখানে স্বামী-স্ত্রী ও সন্তানেরা এই পলিসির সুবিধা নিতে পারবেন, ফলে পুরো পরিবারের জন্য এটি একটি বড় সুরক্ষা ব্যবস্থা হয়ে উঠবে।
বিদ্যমান LIC গ্রাহকদের জন্য বিশেষ ছাড় বা অফার থাকতে পারে।

কীভাবে LIC স্বাস্থ্যবীমার জন্য আবেদন করবেন?

যদি LIC তাদের Health Insurance পরিষেবা আনুষ্ঠানিকভাবে চালু করে, তাহলে গ্রাহকদের জন্য আবেদন প্রক্রিয়া হবে বেশ সহজ ও সুবিধাজনক। সম্ভাব্য উপায়গুলো হতে পারে—

অনলাইনে আবেদন: LIC-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সরাসরি স্বাস্থ্যবীমার জন্য আবেদন করা যাবে। প্রযুক্তির সাহায্যে দ্রুত ও ঝামেলাহীনভাবে পলিসি কেনার সুযোগ মিলবে।

নিকটস্থ LIC অফিস বা ব্রাঞ্চে গিয়ে আবেদন: যারা অনলাইনে আবেদন করতে স্বচ্ছন্দ নন, তারা সরাসরি নিকটবর্তী LIC অফিসে গিয়ে ফর্ম পূরণ করে আবেদন করতে পারবেন।

LIC-এর এজেন্টদের মাধ্যমে: LIC-এর অনুমোদিত এজেন্টদের মাধ্যমেও সহজেই স্বাস্থ্যবীমার জন্য নাম নথিভুক্ত করা যাবে। অভিজ্ঞ এজেন্টরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সহায়তা করবেন এবং পলিসি বেছে নিতে সাহায্য করবেন।

গ্ৰাহকদের কি সুবিধা হবে?

যদি LIC তাদের স্বাস্থ্যবীমা পরিষেবা চালু করে, তাহলে এটি গ্রাহকদের জন্য বড় একটি সুখবর হতে পারে। সম্ভাব্য সুবিধাগুলো হতে পারে—

সাশ্রয়ী স্বাস্থ্যবীমা পলিসি: LIC সাধারণ মানুষের কথা মাথায় রেখে তুলনামূলক কম প্রিমিয়ামের স্বাস্থ্যবীমা আনতে পারে, যাতে সবার জন্য এটি সহজলভ্য হয়।

সরকারি ও বেসরকারি হাসপাতালের চিকিৎসা খরচ কভারেজ: এই পলিসির মাধ্যমে বিভিন্ন হাসপাতালের চিকিৎসা খরচ আংশিক বা সম্পূর্ণ কভার করা সম্ভব হবে, যা গ্রাহকদের জন্য বিশাল স্বস্তির বিষয়।

ব্যক্তি ও পরিবারের জন্য বিশেষ কভারেজ: একক ব্যক্তির পাশাপাশি পুরো পরিবারের জন্য গ্রুপ হেলথ ইন্স্যুরেন্সের সুবিধা থাকতে পারে, যাতে স্বামী-স্ত্রী, সন্তান এবং নির্ভরশীল সদস্যরাও উপকৃত হন।

LIC-এর বিশ্বস্ততা: বছরের পর বছর ধরে LIC তাদের গ্রাহকদের আস্থা অর্জন করেছে। ফলে নতুন এই স্বাস্থ্যবীমা পরিষেবা নিয়েও মানুষ নিশ্চিন্তে এগিয়ে আসতে পারেন।

- Advertisement -
- Advertisement -

পড়তে ভুলবেন না

- Advertisement -