Sunday, September 14, 2025
36.7 C
Kolkata

𝐉𝐊𝐍𝐄𝐖𝐒𝟐𝟒 𝐁𝐀𝐍𝐆𝐋𝐀 ➠ 𝐎𝐧𝐞 𝐬𝐭𝐨𝐩 𝐬𝐨𝐥𝐮𝐭𝐢𝐨𝐧 𝐟𝐨𝐫 𝐈𝐦𝐩𝐨𝐫𝐭𝐚𝐧𝐭 𝐁𝐚𝐧𝐠𝐥𝐚 𝐍𝐞𝐰𝐬 !

IPPB Recruitment 2025: ভারতীয়...

IPPB Recruitment 2025: কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থা পোস্ট অফিসে এবার কর্মী নিয়োগের সুবর্ণ...

খুশকি দূর করার ঘরোয়া...

শীতে চুল পড়া ও খুশকির সমস্যা কমবেশি সবাইই ভোগেন, এবং শীতকাল এ সমস্যাকে...

Bank Account Freeze: বাংলার...

Bank Account Freeze: একসঙ্গে ১২০০ জন উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দিল দক্ষিণ...

Ration Card WB 2025:...

Ration Card WB 2025: পশ্চিমবঙ্গের মানুষের জন্য রেশন কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অপরিহার্য...

Join or social media

আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

- Advertisement -

Recommended for You

- Advertisement -

দক্ষিণবঙ্গে ফের ঝেঁপে ঝড়-বৃষ্টি! মহালয়ার আগে বদলে গেল আবহাওয়ার খেলা

South Bengal Weather Update: ঘুরে গেল আবহাওয়ার খেলা, আর মহালয়া আসতে বাকি নেই হাতে গোনা কয়েকটা দিন। আকাশে বাতাসে পুজোর আমেজ শুরু হয়ে গেছে,...

Most Popular

- Advertisement -
Homeব্যবসা বাণিজ্যঅর্থনীতিLIC Jeevan Umang: দিনে ২৫ টাকা বিনিয়োগে মিলবে ₹২০ লক্ষ রিটার্ন

LIC Jeevan Umang: দিনে ২৫ টাকা বিনিয়োগে মিলবে ₹২০ লক্ষ রিটার্ন

LIC Jeevan Umang: ভারতীয় জীবন বীমা নিগম বা LIC শুধুমাত্র একটি ইন্স্যুরেন্স কোম্পানি নয়, এটি কোটি কোটি ভারতীয়র আস্থার আর নিরাপত্তার সরকারি মাধ্যম। এখানে বিনিয়োগ করলে যেমন গ্যারান্টি সহ রিটার্ন পাওয়া যায়, তেমনই বর্তমান থেকে ভবিষ্যৎ—সব দিকেই নিরাপত্তা নিশ্চিত হয়। তবে অনেকের পক্ষে বড় অঙ্কের টাকা একসঙ্গে বিনিয়োগ করা সম্ভব হয় না। সেই কথা মাথায় রেখেই LIC নিয়ে এসেছে তাদের জনপ্রিয় পলিসি Jeevan Umang, যেখানে আপনি প্রতিদিন মাত্র ২৫ টাকা বা ৫০ টাকা জমিয়ে ভবিষ্যতে পেতে পারেন ২০ থেকে ৪০ লাখ টাকা পর্যন্ত রিটার্ন। মানে রোজগারের পাশে সামান্য সঞ্চয়েই তৈরি হতে পারে আপনার পরিবারের ভবিষ্যৎ সুরক্ষা। বিশ্বাস না হলে পুরো বিস্তারিতটা জেনে নিন এবং নিজের উপযুক্ত পলিসিটি বেছে নিন।

সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করন -

WhatsApp Group Join Now

LIC Jeevan Umang Policy Benefits and Maturity Calculator

এলআইসি জীবন উমঙ্গ পলিসি শুধু যে গ্রাহকদের নিশ্চিত আর্থিক রিটার্ন দেয়, তা-ই নয়—এটি এমন এক অনন্য পলিসি যা গ্রাহকের সামর্থ্য অনুযায়ী বিনিয়োগের সুযোগ, নিয়মিত আয়ের নিশ্চয়তা ও জীবন সুরক্ষার সুবিধা একসাথে প্রদান করে। এই পলিসিতে প্রিমিয়াম পরিশোধের নির্দিষ্ট সময় শেষে ম্যাচিউরিটি পর্যন্ত বার্ষিক হারে নির্দিষ্ট অঙ্কের অর্থ গ্রাহক পেয়ে থাকেন। বিশেষত, এই পরিকল্পনায় খুবই অল্প টাকায় বিনিয়োগ করে ভবিষ্যতে বড় অঙ্কের রিটার্ন পাওয়া যায়। পাশাপাশি, জীবন বিমার সুবিধা তো থাকছেই—যদি পলিসিধারীর অকাল মৃত্যু ঘটে, তাহলে তাঁর পরিবারকে আর্থিকভাবে সুরক্ষা দিতে এলআইসি থেকে দেওয়া হয় বিপুল পরিমাণ অর্থ, যা পরিবারটির ভবিষ্যৎ নিরাপদ করে তোলে।

Invest in LIC vs Mutual Funds or Stocks

বিগত কয়েক বছর ধরেই রোজগার করা অর্থ বিনিয়োগ এবং সঞ্চয়ের জন্য অনেকেই মিউচুয়াল ফান্ড (Mutual Fund) বা স্টক মার্কেটের সহায়তা নিয়ে থাকেন। তবে অল্প সময়ে টাকা দ্বিগুণ করার সেই প্রচেষ্টায় এবং অতিরিক্ত ঝুঁকি নেওয়ার কারণে অনেক সময়ই বিনিয়োগকারী আর্থিক ক্ষতির সম্মুখীন হন। এই কারণেই বিভিন্ন অর্থনৈতিক বিশেষজ্ঞ স্টক মার্কেট এ বিনিয়োগের পাশাপাশি একটি সাধারণ ফান্ডেও বিনিয়োগ করার পরামর্শ দিয়ে থাকেন। আপনিও যদি সেই সম্পূর্ণ ঝুঁকি মুক্তভাবে একটি বিনিয়োগ পরিকল্পনা বেছে নিতে আগ্রহী হয়ে থাকেন, তাহলে অবশ্যই ভারতীয় জবন বীমা হতে পারে আপনার সেরা বিকল্প। কারণ এখানে উচ্চ রিটার্নের পাশাপাশি জীবনের নিরাপত্তা ও পাওয়া যায়। আর যারা প্রতিদিন অল্প অল্প করে টাকা জমিয়ে বড় অঙ্কের রিটার্ন পেতে চান তাদের জন্য এলআইসি জীবন উমঙ্গ পলিসি সেরা বিকল্প হতে পারে।

সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করন -

WhatsApp Group Join Now

কত টাকা বিনিয়োগ করে কত রিটার্ন পাবেন?

এলআইসি জীবন উমঙ্গ পলিসি (LIC Jeevan Umang Policy) এমন একটি স্কিম, যেখানে আপনি প্রতিদিন মাত্র ২৫ টাকা করে জমালেই ১৬ বছর পর ম্যাচিউরিটির সময় প্রায় ২০ লাখ টাকা পর্যন্ত গ্যারান্টিড রিটার্ন পেতে পারেন। তবে এই রিটার্নের অঙ্ক আপনার বয়স অনুযায়ী কিছুটা ভিন্ন হতে পারে। যদি আপনি প্রতিদিন ৫০ টাকা করে বিনিয়োগ করেন, তাহলে প্রতি বছর আপনি প্রায় ৪০ হাজার টাকা ইনকাম হিসেবে পেতে পারেন। উদাহরণস্বরূপ, যদি কেউ ২৬ বছর বয়সে এই পলিসিতে ৫ লক্ষ টাকার বীমা সুরক্ষা নিতে চান, তবে তাঁর বার্ষিক প্রিমিয়াম পড়বে মাত্র ১৫,৮৮২ টাকা। অর্থাৎ কম খরচে দীর্ঘমেয়াদি নিশ্চিন্ত ভবিষ্যতের এক দারুণ সুযোগ এনে দিচ্ছে LIC জীবন উমঙ্গ পলিসি।

এর ফলে মাত্র চার বছরে অর্থাৎ আপনার ৩০ বছর বয়স হওয়ার মধ্যেই মোট প্রিমিয়ামের পরিমাণ হবে ৪৭,৬৪৬০ টাকা। তবে এক্ষেত্রে ৩০ বছর পর্যন্ত নীরবচ্ছিন্নভাবে এই প্রেমিয়াম জমা করতে হবে। একটি সম বছর থেকে রিটার্ন হিসাবে প্রতিবছরের ৪০ হাজার টাকা দেওয়া শুরু করবে এলআইসি।

কত বছর পর্যন্ত পলিসির টাকা পাবেন?

এই এলআইসি জীবন উমঙ্গ পলিসির সবচেয়ে বড় সুবিধা হলো, পলিসি চলাকালীন গ্রাহক ১০০ বছর বয়স পর্যন্ত প্রতি বছর নিশ্চিতভাবে রিটার্ন পান। উদাহরণস্বরূপ, যদি আপনি প্রতিদিন ৫০ টাকা করে বিনিয়োগ করেন, তাহলে ৩১তম বছর থেকে ১০০ বছর বয়স পর্যন্ত প্রতি বছর আপনি ৩৬-৪০ হাজার টাকা করে রিটার্ন পেতে পারেন, যার ফলে মোট রিটার্নের পরিমাণ দাঁড়ায় প্রায় ৪০ লক্ষ টাকা! সবচেয়ে ভালো দিক হলো—পলিসি চলাকালীন গ্রাহকের অকাল মৃত্যু হলেও, তাঁর মনোনীত ব্যক্তি পুরো টাকাটা একসাথে পেয়ে যান। চাইলে সেই অর্থ কিস্তির মাধ্যমেও গ্রহণ করা যায়।

সুবিধা অনুযায়ী প্রিমিয়াম

কোনও পলিসি গ্রাহক নিজের সুবিধা অনুযায়ী প্রিমিয়াম দিতে পারেন। যেমন দিন মজুরেরা প্রতিদিন জমানোকে পছন্দ করেন। আবার চাকরিজীবীরা মাসিক প্রিমিয়াম দিতে পছন্দ করেন। অনেকে ৩ মাস পর, ৬ মাস পর বা বছরে একবার করে প্রিমিয়াম দিতে পারেন।

উপসংহার

বর্তমানে ভারতের ফিক্সড ডিপোজিট (FD) বা রেকারিং ডিপোজিট (RD)-এর তুলনায় অনেক বেশি রিটার্ন দিচ্ছে এলআইসি-র জীবন উমঙ্গ পলিসি। এই পলিসিতে ১৫, ২০, ২৫ এবং ৩০ বছরের মোট চারটি প্রিমিয়াম মেয়াদে বিনিয়োগের সুযোগ রয়েছে, যা গ্রাহকের আর্থিক পরিস্থিতি অনুযায়ী বেছে নেওয়া যায়। প্রিমিয়াম মেয়াদ শেষ হওয়ার পর থেকেই শুরু হয় বার্ষিক গ্যারান্টিড রিটার্ন, তার সঙ্গে থাকছে আয়কর ছাড়ের সুবিধাও। তাই এই পলিসি নিঃসন্দেহে ভারতের মধ্যবিত্ত এবং নিম্ন-মধ্যবিত্ত পরিবারগুলির জন্য একটি ঝুঁকিমুক্ত এবং সুনিশ্চিত ভবিষ্যতের দিশা দেখায়। আপনি যদি ভবিষ্যতের জন্য একটি সুরক্ষিত ও স্থায়ী আয়ের উৎস খুঁজে থাকেন, তাহলে LIC Jeevan Umang Policy হতে পারে আপনার জন্য আদর্শ বিকল্প।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin JKNEWS24 Jobs
রাশিফলের জন্যJoin NEWS24
খেলার খবরের জন্যJoin Whatsapp
- Advertisement -

আরও পড়ুন

আরও পড়ুন