Sunday, November 16, 2025

JKNEWS24 ➠ One Stop Solution for Bangla News & Bangla Khabar !

প্রতিমাসে ₹৯,২৫০ আয়! পোস্ট...

নিরাপদ বিনিয়োগের কথা উঠলেই প্রথমেই মনে আসে পোস্ট অফিসের নাম। স্টক মার্কেট বা...

ধোনি, রিচা! সেনা ও...

ভারতের ক্রীড়া ইতিহাসে বিশেষ করে ক্রিকেটের ময়দানে বহু তারকা নিজেদের প্রতিভা ও নিষ্ঠা...

ভারতে শুরু ই-পাসপোর্ট! UAE...

গত কয়েক মাস ধরে সংযুক্ত আরব আমিরাতে থাকা ভারতীয়দের মনে একটাই প্রশ্ন ঘুরছিল—নতুন...
Homeব্যবসা বাণিজ্যঅর্থনীতিFD, RD নয়! LIC Policy For Child-এ সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে বিনিয়োগ করুন!

FD, RD নয়! LIC Policy For Child-এ সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে বিনিয়োগ করুন!

- Advertisement -

আরও পড়ুন

- Advertisement -
JANARUL KHAN
JANARUL KHANhttps://jknews24.in
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
- Advertisement -

LIC Policy For Child: প্রতিটি বাবা-মায়েরই একটাই স্বপ্ন থাকে — “আমার সন্তান যেন থাকে দুধে ভাতে।” সন্তানের জন্মের পর তাকে সুস্থভাবে বড় করে তোলার পাশাপাশি ভবিষ্যতের আর্থিক নিরাপত্তা নিয়েও চিন্তা করেন সবাই। অনেকেই এর জন্য ব্যাংক বা পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিট (FD) বা রিকরিং ডিপোজিট (RD) স্কিমে বিনিয়োগ করেন (LIC Policy For Child)। কিন্তু জানেন কি, দেশের সরকারি বীমা সংস্থা LIC এমন একটি দুর্দান্ত স্কিম চালু করেছে, যা FD বা RD–র তুলনায় অনেক বেশি লাভজনক? LIC Scheme For Children’s Future অর্থাৎ অমৃত বাল স্কিম-এ বিনিয়োগ করলে সন্তানের ভবিষ্যৎ শুধু সুরক্ষিতই নয়, বিমার পাশাপাশি মেয়াদ শেষে মোটা অঙ্কের রিটার্নও পাওয়া যায়। তাই সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য এই স্কিম এখন বহু অভিভাবকের প্রথম পছন্দ হয়ে উঠেছে।

অমৃত বাল স্কিম সম্পর্কে জানুন

LIC Policy For Child অনুযায়ী, LIC দাবি করছে, তাদের অমৃত বাল স্কিম মূলত একটি নন-লিঙ্কড জীবন বীমা পলিসি, যা বিশেষভাবে শিশুদের ভবিষ্যৎ সুরক্ষার কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে। এই LIC Policy For Child-এর মাধ্যমে বাবা-মা তাদের সন্তানদের শিক্ষা, বিবাহ এবং অন্যান্য প্রয়োজনীয় ক্ষেত্রে আর্থিক নিরাপত্তা নিয়ে নিশ্চিন্ত থাকতে পারেন। বিনিয়োগের জন্য শিশুর ন্যূনতম বয়স ৩০ দিন এবং সর্বাধিক ১৩ বছর হতে হবে।

একাধিক রিপোর্ট অনুযায়ী, এই স্কিমের মেয়াদপূরণের সময়কাল ১৮ থেকে ২৫ বছর। LIC দাবি করছে, সন্তানদের ভবিষ্যতের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে বাবা-মায়েদের কাছে এই স্কিমটি সবচেয়ে উপযুক্ত। তবে প্রশ্ন থাকে — কীভাবে বিনিয়োগ করবেন এবং সর্বনিম্ন কত টাকায় এই প্ল্যানে অংশগ্রহণ করা সম্ভব?

কীভাবে আবেদন, ন্যূনতম কত বিনিয়োগ করা যায় এই স্কিমে?

লাইফ ইন্সুরেন্স কর্পোরেশনের অমৃত বাল পলিসিতে একজন ব্যক্তি চাইলে সর্বনিম্ন ২ লক্ষ টাকা বিনিয়োগ করতে পারেন। তবে এই স্কিমে বিনিয়োগের কোনও সর্বোচ্চ সীমা নেই, অর্থাৎ একজন ব্যক্তি চাইলে যত খুশি টাকা বিনিয়োগ করে সন্তানের ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে পারেন। এই পলিসিতে আবেদন করা যায় অনলাইন ও অফলাইন উভয় মাধ্যমেই। LIC-এর যোগ্য এজেন্টের মাধ্যমে অথবা LIC-এর অফিসিয়াল অ্যাপ বা ওয়েবসাইট ব্যবহার করেও সহজেই এই স্কিমে বিনিয়োগ করা সম্ভব।

সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করন -

WhatsApp Group Join Now

কী কী সুবিধা পাওয়া যাবে?

না বললেই নয়, অনলাইনে LIC Policy For Child কিনলে একজন গ্রাহক লাইফ ইন্সুরেন্স কর্পোরেশনের তরফে অতিরিক্ত ছাড় উপভোগ করতে পারেন। অফলাইনে বিনিয়োগ করলেও কর ছাড়ের সুবিধা পাওয়া যায়। এছাড়াও, প্রিমিয়াম মাসিক, ত্রৈমাসিক, অর্ধবার্ষিক বা বার্ষিকভাবে জমা দেওয়া সম্ভব। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এই পলিসির অধীনে একজন ব্যক্তি প্রতিবছর মূল বিমাকৃত রাশির প্রতি হাজার টাকায় ৮০ টাকা করে গ্যারান্টিযুক্ত অতিরিক্ত বিমাকৃত রাশি পাবেন। মূলত সন্তানের ভবিষ্যৎ সুরক্ষার জন্যই LIC এই সুবিধাগুলো চালু করেছে। সবচেয়ে বড় সুবিধা হলো, এই LIC Policy For Child ৫, ৬ বা ৭ বছরের সংক্ষিপ্ত প্রিমিয়াম প্রদানের সুবিধা দেয়।

🔴 প্রতিনিয়ত সর্বশেষ খবর পেতে এখনই Google-এ সার্চ করুন JKNEWS24 Bangla। পাশাপাশি, আরও দ্রুত আপডেট পেতে এখনই ফলো করুন JKNEWS24 WhatsApp Channel — প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদ এক ক্লিকে পৌঁছে যাবে আপনার মোবাইলে!

- Advertisement -
- Advertisement -

পড়তে ভুলবেন না

- Advertisement -