Sunday, November 16, 2025

JKNEWS24 ➠ One Stop Solution for Bangla News & Bangla Khabar !

দিল্লি ব্লাস্ট তদন্তে বড়...

Rohan Khan, কলকাতা: গত বুধবার দিল্লির বিস্ফোরণ-কাণ্ডের তদন্ত চলাকালীন মুর্শিদাবাদে তল্লাশির পাশাপাশি এনআইএ কোচবিহারের...

FD, RD নয়! LIC...

LIC Policy For Child: প্রতিটি বাবা-মায়েরই একটাই স্বপ্ন থাকে — “আমার সন্তান যেন...

Weather News West Bengal:...

কার্তিক মাস শেষ হতে না হতেই রাজ্য জুড়ে ছড়িয়ে পড়েছে শীতের আমেজ। সকালবেলা...
Homeব্যবসা বাণিজ্যঅর্থনীতিSBI ও Yes Bank-এ বিনিয়োগ বাড়ালো LIC, তিন ব্যাঙ্কে শেয়ার বিক্রি

SBI ও Yes Bank-এ বিনিয়োগ বাড়ালো LIC, তিন ব্যাঙ্কে শেয়ার বিক্রি

- Advertisement -

আরও পড়ুন

- Advertisement -
Pinky Khan
Pinky Khanhttps://jknews24.in/
সাত বছরের অভিজ্ঞতাসম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কনটেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। সরকারি প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে পাঠকদের কাছে পৌঁছে দেওয়াই তাঁর লক্ষ্য।
- Advertisement -

দেশের সবচেয়ে বড় বিনিয়োগকারী সংস্থা, লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (LIC), সম্প্রতি একটি বড় সিদ্ধান্ত নিয়েছে (Life Insurance Corporation)। তারা শীর্ষ বেসরকারি ব্যাঙ্ক যেমন HDFC ব্যাঙ্ক, ICICI ব্যাঙ্ক এবং কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কে নিজেদের শেয়ারের পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমিয়েছে। তবে বিপরীতে, LIC বাড়িয়েছে বিনিয়োগ রাষ্ট্রায়ত্ত SBI এবং ছোট বেসরকারি ব্যাঙ্ক ইয়েস ব্যাঙ্কে। এই পদক্ষেপকে অনেকেই LIC-এর বিনিয়োগ কৌশলের বড় পরিবর্তন হিসেবে দেখছেন।

রিপোর্ট কী বলছে? (Life Insurance Corporation)

ইকোনমিক টাইমসের রিপোর্ট অনুযায়ী, এলআইসি (LIC) চলতি ত্রৈমাসিকে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)-তে ৬.৪১ কোটি শেয়ার যোগ করেছে, যার মূল্য প্রায় ৫,২৮৫ কোটি টাকা। একই সঙ্গে ইয়েস ব্যাঙ্কে তাদের বিনিয়োগ চারগুণ বেড়েছে—জুলাইয়ে ১% এর কম থেকে সেপ্টেম্বরের মধ্যে তা ৪% পর্যন্ত পৌঁছেছে। অন্যদিকে, এলআইসি বিক্রি করেছে এইচডিএফসি ব্যাঙ্কের প্রায় ৩,২০৩ কোটি টাকার, আইসিআইসিআই ব্যাঙ্কের ২,৪৬১ কোটি টাকার এবং কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের ২,০৩২ কোটি টাকার শেয়ার।

রিপোর্ট বলছে, এই তিনটি শীর্ষ বেসরকারি ব্যাঙ্কে এলআইসি’র শেয়ার মালিকানা বর্তমানে ৮ থেকে ১০ শতাংশ পর্যন্ত কমে গেছে—যা সাম্প্রতিক বছরগুলিতে এই সংস্থার সবচেয়ে বড় প্রত্যাহার হিসেবে দেখা হচ্ছে। উল্লেখযোগ্যভাবে, এই পরিবর্তনের সময় এলআইসি সরকারি ব্যাঙ্কগুলিতে বিনিয়োগ বাড়াচ্ছে, যখন বিদেশি বিনিয়োগকারীরা ২০২৫ সালে বেসরকারি ব্যাঙ্কগুলিতে বিপুল পরিমাণে অর্থ লগ্নি করেছে। বাজার বিশ্লেষক নীরজ দেওয়ান জানিয়েছেন, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির পারফরম্যান্স এখন প্রত্যাশার চেয়ে অনেক ভালো, কিন্তু বেসরকারি ব্যাঙ্কগুলি সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারছে না।

উল্লেখ্য, ব্রোকারেজ মতিলাল ওসওয়াল উল্লেখ করেছেন যে, বেসরকারি এবং সরকারি খাতের উভয় ব্যাঙ্কই দ্বিতীয় ত্রৈমাসিকে ভালো ফলাফল দিয়েছে। কিন্তু বেসরকারি ঋণদাতারা শক্তিশালী নেট সুদের মার্জিন আর ঋণ বৃদ্ধির মাধ্যমে উপকৃত হচ্ছে। অন্যদিকে পাবলিক সেক্টর ব্যাঙ্কগুলি শক্তিশালী কার্যক্ষমতার মাধ্যমেই বাজারে আধিপত্য বিস্তার করছে। আর সে কারণেই এলআইসি এবার বেসরকারি ব্যাঙ্কের উপর থেকে শেয়ারের পরিমাণ কমিয়ে পাবলিক সেক্টর ব্যাঙ্কের দিকে পা বাড়িয়েছে।

সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করন -

WhatsApp Group Join Now

🔴 প্রতিনিয়ত সর্বশেষ খবর পেতে এখনই Google-এ সার্চ করুন JKNEWS24 Bangla। পাশাপাশি, আরও দ্রুত আপডেট পেতে এখনই ফলো করুন JKNEWS24 WhatsApp Channel — প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদ এক ক্লিকে পৌঁছে যাবে আপনার মোবাইলে!

- Advertisement -
- Advertisement -

পড়তে ভুলবেন না

- Advertisement -