Lionel Messi Kolkata Visit: শহরে আসছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি (Lionel Messi Kolkata Visit)। তবে ইডেন গার্ডেন্স নয় বরং কলকাতার ফুটবলের প্রাণকেন্দ্র যুবভারতী ক্রীড়াঙ্গনে পা রাখবেন তিনি। টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, বিশ্বজয়ী হিসেবে দীর্ঘ 14 বছর পর যুবভারতীতে মেসির আগমনের কারণ গোট কনসার্ট। এই বিশেষ অনুষ্ঠানে যোগ দিতেই কলকাতায় আসছেন বিশ্বজয়ী ফুটবলার।
সব খবর
Lionel Messi Kolkata Visit
ইডেন গার্ডেন্সে আসার কথা ছিল লিওনেল মেসির?
রিপোর্ট অনুযায়ী, আগামী ডিসেম্বরে কলকাতায় অনুষ্ঠিত হতে চলা গোট কনসার্ট (GOAT Concert) নিয়ে বদল এসেছে ভেন্যুতে। প্রথমে ইডেন গার্ডেন্সে কনসার্ট হওয়ার কথা থাকলেও, শেষমেশ সিদ্ধান্ত হয়েছে তা অনুষ্ঠিত হবে যুবভারতী ক্রীড়াঙ্গনে। আর সেই কারণেই আগামী ১২ ডিসেম্বর কলকাতায় পা রাখবেন আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসি। জানা গেছে, শহরে পৌঁছে তিনি পরদিন অর্থাৎ ১৩ ডিসেম্বর যুবভারতীতে গোট কনসার্টে অংশ নেবেন। এরপর সেখান থেকে লেকটাউনে গিয়ে নিজের মূর্তি উদ্বোধন করবেন। শুধু তাই নয়, তাঁর ভারত সফরের সময়সূচি অনুযায়ী আরও বেশ কিছু বিশেষ অনুষ্ঠানে যোগ দেওয়ার সম্ভাবনাও রয়েছে।
প্রধানমন্ত্রীর সাথেও দেখা করতে পারেন মেসি
রিপোর্ট অনুযায়ী, কলকাতার অনুষ্ঠানে যোগ দেওয়ার পর আর্জেন্টাইন ম্যাজিশিয়ান লিওনেল মেসির আরও ব্যস্ত সময়সূচি রয়েছে। তিনি মুম্বই, দিল্লি এমনকি আহমেদাবাদেও বিশেষ কর্মসূচিতে যোগ দেবেন বলে খবর। শুধু তাই নয়, ভারত সফরের সময় মেসির সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাক্ষাৎ হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সব মিলিয়ে, মেসির এই সফর ঘিরে গোটা দেশের ফুটবলপ্রেমীদের মধ্যে যে উত্তেজনা তুঙ্গে উঠেছে, তা বলাই বাহুল্য।
সব খবর
প্রসঙ্গত, ইডেনের বদলে গোট কনসার্ট যুবভারতীতে হওয়ার অন্যতম কারণ লেকটাউন থেকে ইডেনের দূরত্ব। জানা যাচ্ছে, কলকাতায় মেসির থাকার কথা রয়েছে বাইপাস সংলগ্ন এক হোটেলে। যেখান থেকে লেকটাউন যাওয়ার পথেই পড়ে যুবভারতী।
ফলে মেসির হোটেল থেকে যুবভারতী ক্রীড়াঙ্গন কাছাকাছি হওয়ায় সেখানেই অনুষ্ঠিত হতে চলেছে গোট কনসার্ট। এদিকে অনুষ্ঠান ইডেনে করা হলে ঘুর পথে অনেকটা রাস্তা পেরিয়ে তবে কনসার্টে অংশ নিতে হতো মেসিকে। তাই দূরত্ব ও সময়ের কথা মাথায় রেখেই ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের সাথে কথা বলে অনুষ্ঠানের ভেন্যু হিসেবে যুবভারতীকে বেছে নেন আয়োজকরা।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join JKNEWS24 Jobs |
রাশিফলের জন্য | Join NEWS24 |
খেলার খবরের জন্য | Join Whatsapp |