Sunday, November 16, 2025

JKNEWS24 ➠ One Stop Solution for Bangla News & Bangla Khabar !

শিলিগুড়িতে চিতাবাঘ হামলা, শৌচালয়ে...

ফের চিতাবাঘের হামলা শিলিগুড়িতে (Siliguri News)! বাড়ির শৌচালয়ে লুকিয়ে থাকা চিতা ঘুমঘোরে শৌচালয়ে...

দিল্লি বিস্ফোরণে বাংলা যোগ!...

সোমবার সন্ধ্যায় দিল্লির লালকেল্লার সামনে ঘটে ভয়াবহ বিস্ফোরণ, যা মুহূর্তের মধ্যেই কাঁপিয়ে দেয়...
Homeদেশ ও বিদেশআবহাওয়ানবমীতে ঘূর্ণাবর্তের প্রভাব, কেমন থাকবে আগামীকালের আবহাওয়া

নবমীতে ঘূর্ণাবর্তের প্রভাব, কেমন থাকবে আগামীকালের আবহাওয়া

- Advertisement -

আরও পড়ুন

- Advertisement -
JANARUL KHAN
JANARUL KHANhttps://jknews24.in
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
- Advertisement -

আজ মহাপঞ্চমী! চারপাশে এখন পুজোর উচ্ছ্বাস, তবে এই আনন্দের মাঝেও ফের তৈরি হয়েছে নিম্নচাপের ছায়া। সকাল থেকে কাঠফাটা রোদ থাকলেও মাঝে মাঝে আকাশ ঢেকে যাচ্ছে কালো মেঘে। চতুর্থীর রাতেও শহরবাসী বৃষ্টির সাক্ষী হয়েছেন, আর এমতাবস্থায় আলিপুর আবহাওয়া দপ্তর (Weather Update)নবমীর জন্যও নিম্নচাপের সতর্কতা জারি করেছে।

হাওয়া অফিস জানিয়েছে, আগামী ৩০ সেপ্টেম্বর আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত আরও ঘনীভূত হতে পারে। এছাড়া ১ অক্টোবর মধ্য ও উত্তর বঙ্গোপসাগর এলাকায় নতুন একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে নবমীর রাত থেকে বৃষ্টি অনেকটাই বাড়তে পারে। একের পর এক ঘূর্ণাবর্তের কারণে সমুদ্রও উত্তাল, আর ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৫০–৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। তাই আগামীকাল রবিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাত্রা নিষেধ করা হয়েছে। এবার এক নজরে দেখে নেওয়া যাক আগামীকালের আবহাওয়া কেমন থাকবে।

দক্ষিণবঙ্গের আগামীকালের আবহাওয়া(Weather Update)

আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী, আগামীকাল রবিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। কলকাতাতেও দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির প্রধান ঝুঁকি রয়েছে উপকূলবর্তী জেলাগুলিতে। পাশাপাশি নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি ও ঝাড়গ্রামে হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে পশ্চিমবঙ্গের কিছু জেলা—পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, দুই বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদের কিছু অংশে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল অর্থাৎ রবিবার, উত্তরবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আগামীকাল পর্যন্তই পার্বত্য এলাকার জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।‌ তবে উত্তরবঙ্গের নিচু জেলাগুলিতে অর্থাৎ মালদহ ও দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে।

সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করন -

WhatsApp Group Join Now
- Advertisement -
- Advertisement -

পড়তে ভুলবেন না

- Advertisement -