লখনউ সুপার জায়ান্টস (LSG)-এর জন্য এবারের IPL একপ্রকার দুঃস্বপ্ন হয়ে উঠেছে বোলারদের চোটের কারণে। মায়ঙ্ক যাদব, মহসিন খান, আকাশ দীপ ও আবেশ খান এখনও পুরোপুরি ফিট নন, ফলে তাঁদের দলে ফেরার সম্ভাবনা অনিশ্চিত। IPL শুরুর আগেই এই সংকট সামাল দিতে নতুন বিকল্প খুঁজতে হচ্ছে ফ্র্যাঞ্চাইজিটিকে। এই পরিস্থিতিতে বাংলাদেশের গতি তারকা তাসকিন আহমেদের দিকে নজর দিয়েছে LSG। তাসকিন নিজেই জানিয়েছেন
সব খবর
LSG-তে খেলার প্রস্তাব পেলেন তাসকিন
টুর্নামেন্ট শুরুর আগেই একাধিক ভারতীয় পেসারের চোট নিয়ে কার্যত ধুঁকছে লখনউ। বলা যায়, IPL শুরুর আগেই চোট যন্ত্রণার কাছে হার মেনেছে ঋষভ পন্থের দল। তাই বাধ্য হয়েই দলের দুরবস্থা কাটাতে খুঁজতে হচ্ছে বিকল্প। আর সেই পথ ধরেই নাকি বাংলাদেশের তারকা পেসার তাসকিন আহমেদকে দলে যোগ দেওয়ার প্রস্তাব দিয়েছে সঞ্জীব গোয়েঙ্কার ম্যানেজমেন্ট।
বাংলাদেশের তারকা পেসার তাসকিন আহমেদের সঙ্গে সম্প্রতি যোগাযোগ করেছে লখনউ সুপার জায়ান্টস (LSG)। শুক্রবার ঢাকার এক হোটেলে ভক্তদের সঙ্গে ইফতার শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাসকিন নিজেই জানালেন এই খবর। তিনি বলেন, “লখনউ সুপার জায়ান্টস আমাকে তাদের দলে যোগ দেওয়ার প্রস্তাব দিয়েছে। তারা জানতে চেয়েছে, বদলি হিসেবে আমি খেলতে পারবো কিনা।
সব খবর
বিবিসি আমাকে এনওসি দেবে কিনা তাও জানতে চাওয়া হয়েছে। আমি তাদের স্পষ্ট জানিয়েছি, আমার যদি সুযোগ থাকে, তবে অবশ্যই বিবিসির পক্ষ থেকে এনওসি নিয়েই খেলতে যাব। সেক্ষেত্রে আমার বিশেষ কোনও সমস্যা নেই।
লখনউ সুপার জায়ান্টস (LSG)-এর জন্য চিন্তার ভাঁজ আরও বাড়িয়েছে তরুণ পেসার মহসিন খানের চোট। সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, তাঁর চোট এতটাই গুরুতর যে এখনই মাঠে ফেরার কোনও সম্ভাবনা নেই। ফলে LSG দ্রুতই বিকল্প খুঁজতে নেমেছে। শোনা যাচ্ছে, মহসিনের জায়গা পূরণ করতে ভারতের অভিজ্ঞ পেসার শার্দুল ঠাকুরের দিকে ঝুঁকছে ফ্র্যাঞ্চাইজিটি। ইতিমধ্যেই শার্দুলের সঙ্গে এক দফা আলোচনা সেরেছে ম্যানেজমেন্ট। এমনকি, সূত্রের খবর, দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে LSG-এর উদ্বোধনী ম্যাচের আগে বিশাখাপত্তনমে দলের সঙ্গে যোগ দিতে পারেন শার্দুল।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join JKNEWS24 Jobs |
রাশিফলের জন্য | Join NEWS24 |
খেলার খবরের জন্য | Join Whatsapp |