আবহাওয়া সোনার দাম আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড অন্যান্য

রাজ্যে উন্নয়নের গতি বাড়াতে আজ কৃষ্ণনগরে ২০ হাজার কিমি রাস্তার উদ্বোধন করবেন মমতা!

Published on: December 11, 2025
Mamata Banerjee

রহান, কলকাতা: রাজ্যে ২০২৬-এর বিধানসভা নির্বাচন দরজায় কড়া নাড়তেই উন্নয়নমূলক কাজে জোর দিয়েছে সরকার। কয়েকদিন আগেই সড়ক ব্যবস্থার উন্নতিতে রাজ্যজুড়ে নতুন রাস্তা তৈরির প্রস্তাবে সিলমোহর দেয় মন্ত্রিসভা (Mamata Banerjee)। তার পরই ‘পথশ্রী’ ও ‘রাস্তাশ্রী’ প্রকল্পকে আরও দ্রুতগতিতে এগিয়ে নিতে আলাদা টেন্ডার পোর্টাল চালু করে রাজ্য। এবার সেই প্রতিশ্রুত রাস্তা নির্মাণ প্রকল্পগুলির বাস্তবায়ন শুরু হতে চলেছে আজ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যোগ দেবেন, যেখানে সব জেলার জেলা শাসক, মুখ্যসচিব ও অন্যান্য সিনিয়র আধিকারিকরা উপস্থিত থাকবেন।

কৃষ্ণনগরে আজ মমতা (Mamata Banerjee)

রিপোর্ট মোতাবেক, আজ অর্থাৎ বৃহস্পতিবার, প্রশাসনিক ও রাজনৈতিক কর্মসূচি নিয়ে একদিনের নদিয়া সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিকল্পনা অনুযায়ী দুপুরে কৃষ্ণনগর পৌঁছে হেলিপ্যাডে প্রথমে সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন মমতা, পরে যোগ দেবেন তাঁর রাজনৈতিক সভায়। জানা গিয়েছে আজ সরকারি অনুষ্ঠান থেকে রাজ্যে পথশ্রী ও রাস্তাশ্রী প্রকল্পের চতুর্থ পর্বের মেগা-প্রকল্পের সূচনা করতে চলেছেন মমতা। সব মিলিয়ে ২০ হাজার কিলোমিটারেরও বেশি রাস্তা তৈরি করবে রাজ্য সরকার। যার জন্য রাজ্যের কোষাগার থেকে খরচ হতে চলেছে প্রায় ৮৪৮৭ কোটি টাকা।

২০ হাজার কিলোমিটার রাস্তার কাজের সূচনা

নবান্ন সূত্রের খবর অনুযায়ী, পথশ্রী ও রাস্তাশ্রী প্রকল্পের চতুর্থ পর্বে মোট ২০,৪৭৯টি রাস্তা নির্মাণ করা হবে, যার মোট দৈর্ঘ্য প্রায় ২০,০৩০ কিলোমিটার। এর বড় অংশটাই পঞ্চায়েত দপ্তরের অধীনে—গ্রামে তৈরি হবে ৯,১১৪টি রাস্তা, মোট দৈর্ঘ্য প্রায় ১৫,০১১ কিলোমিটার, যার জন্য ব্যয় ধরা হয়েছে প্রায় ৬,৯৮৭ কোটি টাকা। পাশাপাশি শহরাঞ্চলেও হবে বড়সড় নির্মাণ। মুখ্যমন্ত্রী আজ রিমোট টিপে এই বিশাল প্রকল্পের সূচনা করবেন বলেই জানা গেছে। অন্যদিকে কেএমডিএ-র অধীনে তৈরি হবে আরও ১১,৩৬৫টি রাস্তা, মোট দৈর্ঘ্য প্রায় ৫,০১৯ কিলোমিটার, যার জন্য বরাদ্দ রাখা হয়েছে ১,৫০০ কোটি টাকা। কেএমডিএ-র কাজ জানুয়ারি মাস থেকেই শুরু হবে।

প্রসঙ্গত, বর্তমানে রাজ্যের বিভিন্ন জেলায় SIR-এর বিরুদ্ধে ধারাবাহিক রাজনৈতিক সমাবেশ করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বনগাঁ থেকে শুরু হওয়া তাঁর ‘পাশে থাকা’র সফর পৌঁছে গেছে মালদহ, বহরমপুর এবং কোচবিহারে। প্রতিটি সভাতেই তিনি আশ্বাস দিয়েছেন, ভোটার তালিকায় কারও নাম বাদ যাবে না এবং SIR প্রক্রিয়া নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। সংখ্যালঘু সম্প্রদায়কে আশ্বস্ত করতে তিনি মালদহ-মুর্শিদাবাদেও সভা করেছেন। নদিয়া জেলায় প্রচুর মতুয়া সম্প্রদায়ের মানুষ বসবাস করেন, তাই আজকের সভা থেকেও তাঁদের উদ্দেশে মুখ্যমন্ত্রী ফের পাশে থাকার বার্তা দেবেন বলে রাজনৈতিক মহলের ধারণা।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now