ঘরে বসে মাসে ২৫ হাজার? Meesho Work From Home শুরু করার সহজ উপায়

এখনকার ডিজিটাল যুগে ঘরে বসেই টাকা উপার্জন করা সত্যিই সহজ হয়ে গেছে (Meesho Work From Home)। চাকরি বা ব্যবসার পাশাপাশি গৃহবধূ, ছাত্র-ছাত্রী, অবসরপ্রাপ্ত ব্যক্তি কিংবা চাকরিজীবী—সবাইই অনলাইনে কাজ করে বাড়তি আয় করতে পারেন। করোনার পর থেকে এই ট্রেন্ড আরও বাড়ছে, কারণ মানুষ এখন ঘরেই বসে দেশের বা বিদেশের যেকোনো কোম্পানির কাজ করে আয় করতে পারছে। আজকের প্রতিবেদনে এমনই একটি অনলাইন আয়ের কথা জানাতে চলেছি, যেখানে নিয়মিত কাজ করলে বাড়িতে বসেই সহজে প্রতি মাসে কমপক্ষে ২০ থেকে ২৫ হাজার টাকা রোজগার করা সম্ভব।

আপনারা চাইলে অধিক কাজের মাধ্যমে এই উপার্জন অর্থের পরিমাণ আরো বাড়িয়ে নিতে পারবেন। ঘরে বসে অর্থ উপার্জনের মাধ্যম গুলি ওর মধ্যে অন্যতম হলো Meesho অ্যাপ সাহায্যে অর্থ উপার্জন করা। এখানে আপনারা বিনা পুঁজিতে ঘরে বসে অর্থ উপার্জন করার সুযোগ পাবেন। তাই চলুন আর দেরি না করে Meesho সাহায্যে কিভাবে অর্থ উপার্জন করা সম্ভব তা বিস্তারিত জেনে নেওয়া যাক।

Meesho কী? (Meesho Work From Home)

Meesho একটি জনপ্রিয় রিসেলিং মোবাইল অ্যাপ। যার মাধ্যমে ঘরে বসেই কোনো রকম বিনিয়োগ ছাড়াই অনলাইন ব্যবসা শুরু করা যায়। এই অ্যাপ ব্যবহার করে মেয়েদের, ছেলেদের এবং বাচ্চাদের পোশাক, জুতো-স্যান্ডেল, বিউটি প্রোডাক্টস, রান্নাঘরের জিনিসপত্র থেকে শুরু করে ঘর সাজানোর নানা সামগ্রী সহজেই সেল করা হয়। চাইলে আপনি মেসোর বিভিন্ন প্রোডাক্টের লিংক WhatsApp, Facebook বা Instagram-এর মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করতে পারেন। আপনার শেয়ার করা লিংকে কেউ ক্লিক করে পণ্য অর্ডার করলেই, সেই বিক্রয়ের ভিত্তিতে আপনি একটি নির্দিষ্ট পরিমাণ কমিশন পেয়ে যাবেন। ঘরে বসে সহজে আয়ের জন্য এটি এখন অনেকেরই প্রথম পছন্দ।

Meesho অ্যাপ কাজ কীভাবে করে?

Meesho ব্যবহার করতে চাইলে প্রথমেই গুগল প্লে স্টোরে গিয়ে অ্যাপটি ডাউনলোড করতে হবে। ডাউনলোড হয়ে গেলে আপনার মোবাইল নম্বর দিয়ে সহজেই Sign Up করতে পারবেন। সাইন আপ সম্পন্ন হলে নিজের ব্যাংক অ্যাকাউন্টটি যুক্ত করে নিন, যাতে আপনার কমিশন বা মুনাফা সরাসরি সেই অ্যাকাউন্টেই জমা হয়। এরপর মেসো অ্যাপ থেকে বিভিন্ন পোশাক, অ্যাক্সেসরিজ বা অন্যান্য সেলিং পণ্যের ছবি ও লিংক আপনার Facebook, WhatsApp বা Instagram পেজে শেয়ার করুন। আপনার শেয়ার করা লিংক থেকে কেউ কেনাকাটা করলে সেই অনুযায়ী আপনি কমিশন পাবেন।

কারা কারা কাজটি করতে পারবেন?

মেসোর সাহায্যে ঘরে বসে অনলাইনের মাধ্যমে উপার্জন করতে চাইলে, আপনাদের হাতের স্মার্টফোনের সাহায্যে এটি সম্পূর্ণ করতে পারবেন। সকল শ্রেণীর মানুষেরা ঘরে বসেই অন্য কাজের পাশাপাশি একটু সময় দিয়ে কাজটি অনায়াসে পড়তে পারবে। তাই গৃহবধূ, কলেজের ছাত্র ছাত্রী, সমেত সকলেই অন্যান্য কাজের পাশাপাশি অনলাইন এর মাধ্যমে ব্যবসাটি করতে পারবেন। এই সংক্রান্ত আরো বিস্তারিত তথ্য পেতে আপনারা google অথবা নিকটবর্তী সার্ভিস সেন্টারে যোগাযোগ করুন।

Latest news
- Advertisement -
Related news
- Advertisement -