উত্তর ২৪ পরগনার দত্তপুকুরে ঘটেছে এক নৃশংস ঘটনা (Duttapukur)। মানসিক ভারসাম্যহীন এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। জানা গেছে, দত্তপুকুর থানার কোটরা খরকি এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। ইতিমধ্যেই পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে, যার নাম সাইফুল আলম। ঘটনাটি প্রকাশ্যে আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে, এবং পুরো বিষয়টি খতিয়ে দেখছে দত্তপুকুর থানার পুলিশ।
মানসিক ভারসাম্যহীন নাবালিকাকে ধর্ষণ
দুর্গাপুর ধর্ষণ কাণ্ডে এখনও তোলপাড় রাজ্য রাজনীতি, আর তার মধ্যেই ফের নৃশংসতার নজির উত্তর ২৪ পরগনার দত্তপুকুরে। জানা গেছে, গত রবিবার মানসিক ভারসাম্যহীন ওই নাবালিকা বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর থেকেই নিখোঁজ ছিল। পরিবারের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করা হলেও কোনও খোঁজ মেলেনি। শেষ পর্যন্ত করেয়া কদম্বগাছি গ্রাম পঞ্চায়েতের পীরগাছা এলাকার একটি বন্ধ ইটভাটা থেকে অচৈতন্য অবস্থায় তাঁকে উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা। রক্তাক্ত অবস্থায়, শরীরে কোনও বস্ত্র ছাড়াই পড়ে ছিল সে — এমনটাই জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। ঘটনার পরপরই পরিবারের পক্ষ থেকে দত্তপুকুর থানায় অভিযোগ দায়ের করা হয়, এবং পুলিশ গোটা ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে।
সংবাদ প্রতিদিনের রিপোর্ট অনুযায়ী খবর, পুলিশ প্রথমে অভিযোগ নিতে চায়নি। যদিও পরে অভিযোগ নিয়ে তদন্ত শুরু করে। এদিকে ঘটনার পরই আজ অর্থাৎ বুধবার নির্যাতিতার পরিবারকে নিয়ে দত্তপুকুর থানায় গিয়েছিল স্থানীয় সিপিআইএম দল। নাবালিকার পরিবারসহ ওই রাজনৈতিক দল ধর্ষকদের কড়া শাস্তির দাবি জানিয়েছে। এমনকি মানসিক ভারসাম্যহীন ওই নাবালিকার মেডিকেল পরীক্ষা করা হয়।


