রহান, কলকাতা: দেশের সবচেয়ে বড় গ্রামীণ কর্মসংস্থান প্রকল্প MGNREGA, যেটিকে আমরা সাধারণভাবে ১০০ দিনের কাজ হিসেবে জানি, সেই প্রকল্পের নাম বদলানোর আলোচনা এখন তুঙ্গে (mgnrega scheme name change)। বেশ কয়েকটি সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে যে কেন্দ্র সরকার নাকি এই প্রকল্পের নাম ‘মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি আইন ২০২৫’ থেকে বদলে ‘পূজ্য বাবু গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি বিল ২০২৫’ করতে পারে। তবে এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও সরকারি বিজ্ঞপ্তি বা চূড়ান্ত ঘোষণা সামনে আসেনি, তাই বিষয়টি ঠিক কতটা সত্য এবং কতটা জল্পনা—সেটি জানার জন্য সরকারি ঘোষণার অপেক্ষা করাই সবচেয়ে নিরাপদ।
mgnrega scheme name change
উল্লেখ্য, আজ ১২ ডিসেম্বর, শুক্রবার প্রধানমন্ত্রীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে। আর সেখানে এই প্রকল্পের নাম পরিবর্তন নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি বৈঠকে বিকাশ ভারত শিক্ষা অধিষ্ঠান বিল ২০২৫ এর অনুমোদন মিলতে পারে। যেটি দেশের শিক্ষা খাতে ইতিবাচক পদক্ষেপ আনবে।
গ্রামীণ কর্মসংস্থানের আরেক নাম MGNREGA
বলে রাখা ভাল, MGNREGA ছিল ইউপিএ সরকারের সময় চালু হওয়া অন্যতম বড় ও গুরুত্বপূর্ণ প্রকল্প, যা দেশের গ্রামীণ কর্মসংস্থানের চিত্র বদলে দিতে বড় ভূমিকা নেয়। ২০০৫ সালে শুরু হওয়া এই প্রকল্পের মূল উদ্দেশ্য ছিল গ্রামে বসবাসকারী প্রাপ্তবয়স্কদের বছরে ১০০ দিনের কাজের নিশ্চয়তা দেওয়া, গ্রামীণ বেকারত্ব কমানো এবং স্থায়ী আয়ের সুযোগ তৈরি করা। জল সংরক্ষণ, জমি সংস্কার, গ্রামীণ রাস্তা নির্মাণ, বৃক্ষরোপণসহ আরও নানা উন্নয়নমূলক কাজ এই প্রকল্পের আওতায় করা হয়, যা গ্রামীণ অর্থনীতিকে শক্ত ভিত্তি গড়তে সাহায্য করেছে।
তবে সূত্রের খবর অনুযায়ী, কেন্দ্র সরকার বেশ কিছুদিন ধরেই এই প্রকল্পের নতুন ব্র্যান্ডিং নিয়ে ভাবনাচিন্তা চালাচ্ছিল, আর আজ সেই জল্পনাই একাধিক মিডিয়া রিপোর্টে উঠে এসে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। যদিও সরকারের পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা বা বিবৃতি দেওয়া হয়নি, তাই ঠিক কী পরিবর্তন আসতে পারে—সেটা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। ফলে এখন সবার চোখ মন্ত্রিসভার পরবর্তী বৈঠকের দিকেই, সেখানেই হয়তো চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে।





