শেয়ার বাজারে বিনিয়োগ করলেই যে সবাই কোটিপতি হয়ে যাবেন, এমন কোনও নিশ্চয়তা নেই—আবার বিনিয়োগ মানেই লোকসান, এটাও ঠিক নয়। শেয়ার বাজার এমনই এক জায়গা যেখানে কখনও ভাগ্য রাতারাতি বদলে যেতে পারে, আবার ভুল সিদ্ধান্তে মুহূর্তে ডুবে যেতে পারে কষ্টার্জিত অর্থ। তাই এই অনিশ্চয়তার বাজারে সবচেয়ে বড় প্রশ্নই হলো—কোন শেয়ার বা কোন স্টকে বিনিয়োগ করলে নিরাপদ ও লাভজনক হতে পারে?
এমন প্রশ্ন সত্যিই অনেককেই ভাবনায় ফেলে দেয়, কিন্তু যারা সংশয়ের বাধা কাটিয়ে একটু ঝুঁকি নিতে পারেন এবং বিশ্বাস রেখে কোনও স্টকে বিনিয়োগ করেন, মূলত তারাই বিরাট লাভের মুখ দেখেন। বাজারে এমন বেশ কিছু স্টক আছে, যেগুলো খুব কম সময়ের মধ্যেই বিনিয়োগকারীদের দারুণ রিটার্ন দিয়েছে। ঠিক তেমনই এক মাল্টিব্যাগার স্টকের কথা থাকছে আজকের প্রতিবেদনে—যা মাত্র পাঁচ বছরে ৪,৮০০ শতাংশেরও বেশি রিটার্ন দিয়ে সকলকে চমকে দিয়েছে (Multibagger Stock)।
1 লাখকে 1.20 কোটি বানিয়েছে এই স্টক (Multibagger Stock)
বিগত দিনগুলিতে শেয়ার বাজারের ব্যাপক অনিশ্চয়তার মধ্যেও বিনিয়োগকারীদের বিপুল রিটার্ন দিয়েছে জিন্দাল গ্রুপের জনপ্রিয় সংস্থা জিন্দাস ফটো লিমিটেড। মূলত ফটো ইমেজিং ও মেডিক্যাল এক্সে পণ্যের বিপণন এবং বিক্রয় ব্যবসার সাথে যুক্ত এই ভারতীয় সংস্থাটির স্টকগুলির দাম সম্প্রতিকালে লাফিয়ে বেড়েছে। জানলে অবাক হবেন, আজ থেকে 5 বছর আগে অর্থাৎ 2019 সালে এই সংস্থার একটি স্টকের দাম ছিল মাত্র 12 টাকা 60 পয়সা। তবে 2025 এর ডিসেম্বরে দাঁড়িয়ে সেই স্টকের একটির দাম 1,530 টাকা।
বলাই বাহুল্য, জিন্দাল ফটো লিমিটেড (Multibagger Stock)–এর সেই সময়ের মাত্র ১২ টাকার স্টকে যদি ৫ বছর আগে আপনি ১ লাখ টাকা বিনিয়োগ করতেন, তবে আজ সেই বিনিয়োগের মূল্য প্রায় ১ কোটি ২০ লক্ষ টাকা হয়ে যেত—ভাবলেও অবাক লাগে! কারণ গত পাঁচ বছরে এই স্টক প্রায় ৪৮৫৩.৭৫% রিটার্ন দিয়েছে। শুধু তাই নয়, সাম্প্রতিক গতিতেও কম যায়নি—গত ৬ মাসে ৭৭% এবং মাত্র ১ মাসে প্রায় ১০% রিটার্ন দিয়েছে বিনিয়োগকারীদের। তাই স্বল্প সময়ে বড় রিটার্ন খোঁজেন এমন বিনিয়োগকারীদের নজরে এখন এই স্টক স্বাভাবিকভাবেই বিশেষ জায়গা করে নিয়েছে।
ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের রিপোর্ট বলছে, গত কয়েক বছরে জিন্দাল ফটো লিমিটেড তাদের মূল ব্যবসা থেকে উল্লেখযোগ্য লভ্যাংশ অর্জন করেছে। এই ধারাবাহিক মুনাফার প্রভাবেই স্টকটির দাম যেন ঝড়ের গতিতে বাড়তে শুরু করে। এর সর্বশেষ উদাহরণ—আজ, ১২ ডিসেম্বর, দুপুরে ১,৫৩০ টাকা দামে ক্লোজ হয়েছে জিন্দাল ফটো লিমিটেডের শেয়ার। ফলে বিনিয়োগকারীদের মধ্যে এই স্টক নিয়ে আগ্রহ আরও বেড়েছে।
( বিদ্র: শেয়ার বাজারে বিনিয়োগ আর্থিক ঝুঁকি সাপেক্ষ। শুধুমাত্র এই প্রতিবেদনটি পড়ে কোনও স্টকে বিনিয়োগ করবেন না। এই খবরটি মূলত পাঠকদের কাছে শেয়ার বাজার সম্পর্কিত তথ্য পৌঁছে দেওয়ার জন্য তৈরি। নিয়োগ সংক্রান্ত যেকোনও সিদ্ধান্তের আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন।)





