JKNews24 Desk: ২০২৬ সালের বিধানসভা নির্বাচন ঘিরে রাজ্য রাজনীতি এখন বেশ উত্তপ্ত (Narendra Modi)। ভোটের ময়দানে শাসক থেকে বিরোধী—সব দলই প্রচারে ঝাঁপিয়ে পড়েছে, চলছে একে অপরের বিরুদ্ধে দুর্নীতির পাল্টাপাল্টি অভিযোগ। ঠিক এই আবহেই সামনে এসেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীসহ একাধিক শীর্ষ রাজনীতিবিদের সম্পত্তির খতিয়ান, যা প্রকাশ্যে আসতেই চমকে গিয়েছেন অনেকেই। তথ্য অনুযায়ী, গত ১০ বছরে প্রধানমন্ত্রী মোদীর মোট সম্পত্তির পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৩ কোটি টাকায়, আর তা নিয়েই রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন করে আলোচনা।
নরেন্দ্র মোদীর সম্পত্তি বেড়েছে ৮২ শতাংশ (Narendra Modi)
হলফনামার তথ্য অনুযায়ী, ২০১৮-১৯ অর্থবর্ষের তুলনায় ২০২২-২৩ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আয় ১১ লাখ টাকা থেকে বেড়ে হয়েছে ২৩ লাখ ৫০ হাজার টাকা। তবে আয়ের চেয়েও বেশি চমক দিচ্ছে তাঁর সম্পত্তির পরিসংখ্যান। রিপোর্ট বলছে, ২০১৪ থেকে ২০২৪—এই দুই লোকসভা নির্বাচনে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামার তথ্য বিশ্লেষণ করে স্বেচ্ছাসেবী সংস্থা অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস (ADR) ও ন্যাশনাল ইলেকশন ওয়াচ একটি বিশ্লেষণাত্মক রিপোর্ট প্রকাশ করেছে। সেখানেই উঠে এসেছে, গত এক দশকে প্রধানমন্ত্রী মোদীর মোট সম্পত্তি বেড়েছে প্রায় ৮২ শতাংশ। ২০১৪ সালে প্রথমবার লোকসভা নির্বাচনে লড়াইয়ের সময় তাঁর সম্পত্তির পরিমাণ ছিল ১ কোটি ৬৫ লক্ষ ৯১ হাজার ৫৮২ টাকা, যা ২০২৪ সালে বেড়ে দাঁড়িয়েছে ৩ কোটি ২ লক্ষ ৬ হাজার ৮৮৯ টাকায়।
রিপোর্টে আরও জানা গিয়েছে, সম্পদ বৃদ্ধির তালিকায় রয়েছেন উত্তরপ্রদেশের ফারুকাবাদের বিজেপি সাংসদ মুকেশ রাজপুত এবং পশ্চিমবঙ্গের বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খান। ২০১৪ সালে মুকেশ রাজপুতের সম্পত্তির পরিমাণ ছিল মাত্র ৭ লক্ষ ২৫ হাজার টাকা, যা ২০২৪ সালে বেড়ে হয়েছে ৯ কোটি ৩৬ লক্ষ টাকারও বেশি। অন্যদিকে, সৌমিত্র খানের সম্পত্তি ১১ লক্ষ ৯৭ হাজার টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৩ কোটি ৮ লক্ষ টাকায়। তবে গত ১০ বছরে সবচেয়ে বড় সম্পদ বৃদ্ধির নজির গড়েছেন মহারাষ্ট্রের সাতারার সাংসদ শ্রীমন্ত প্রতাপসিংহ মহারাজ—যাঁর সম্পত্তি ৬০ কোটি টাকা থেকে লাফিয়ে বেড়ে হয়েছে প্রায় ১৬২ কোটি টাকা। এদিকে গত মাত্র এক বছরেই বিজেপি সাংসদ তথা অভিনেত্রী হেমা মালিনীর সম্পত্তি বেড়েছে প্রায় ৫৭ শতাংশ, যা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে রাজনৈতিক মহলে।
সম্পত্তি বেড়েছে রাহুল, অভিষেকেরও
গত এক দশকে শুধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্পত্তিই নয়, বেড়েছে আরও একাধিক শীর্ষ রাজনীতিবিদের সম্পদের অঙ্ক। এই সময়কালে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি বেড়েছে প্রায় ৫৩ শতাংশ। দশ বছর আগে তাঁর সম্পদের পরিমাণ ছিল দেড় কোটি টাকার কিছু বেশি, যা এখন বেড়ে আড়াই কোটি টাকার কাছাকাছি পৌঁছেছে। পাশাপাশি লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সম্পত্তি বেড়েছে প্রায় ১১৭ শতাংশ—দশ বছর আগে যেখানে তাঁর সম্পদ ছিল প্রায় ৯ কোটি টাকা, সেখানে এখন তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২০ কোটি টাকায়। শুধু এই দুই নেতাই নন, সম্পদ বৃদ্ধির এই তালিকায় নাম রয়েছে আরও দুই বিজেপি সাংসদেরও।









