Sunday, November 16, 2025

JKNEWS24 ➠ One Stop Solution for Bangla News & Bangla Khabar !

ভারতে শুরু ই-পাসপোর্ট! UAE...

গত কয়েক মাস ধরে সংযুক্ত আরব আমিরাতে থাকা ভারতীয়দের মনে একটাই প্রশ্ন ঘুরছিল—নতুন...

SSC Interview List: কবে...

Pinky Khan, কলকাতা: স্কুল সার্ভিস কমিশনের একাদশ ও দ্বাদশ শ্রেণির লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশের...

দিল্লি ব্লাস্ট তদন্তে বড়...

Rohan Khan, কলকাতা: গত বুধবার দিল্লির বিস্ফোরণ-কাণ্ডের তদন্ত চলাকালীন মুর্শিদাবাদে তল্লাশির পাশাপাশি এনআইএ কোচবিহারের...
Homeপড়াশোনা খবরশিক্ষাNEET UG 2025 মেডিকেল কাউন্সেলিং: কবে, কোথায় ও কীভাবে আবেদন করবেন

NEET UG 2025 মেডিকেল কাউন্সেলিং: কবে, কোথায় ও কীভাবে আবেদন করবেন

NEET UG 2025 Counselling Notice: এমসিসি’র অফিসিয়াল আপডেট ২০২৫

- Advertisement -

আরও পড়ুন

- Advertisement -
Pinky Khan
Pinky Khanhttps://jknews24.in/
সাত বছরের অভিজ্ঞতাসম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কনটেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। সরকারি প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে পাঠকদের কাছে পৌঁছে দেওয়াই তাঁর লক্ষ্য।
- Advertisement -

NEET UG 2025 মেডিকেল কাউন্সেলিং: চলতি বছরের NEET UG পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের জন্য এসেছে এক দারুণ খবর! কেন্দ্রীয় মেডিকেল কাউন্সেলিং কমিটি (MCC) ঘোষণা করেছে যে ২১ জুলাই ২০২৫ থেকে শুরু হচ্ছে স্নাতক স্তরের মেডিকেল কোর্সগুলির (যেমন: MBBS, BDS, B.Sc Nursing) কাউন্সেলিং প্রক্রিয়া। এই পুরো প্রক্রিয়াটি মোট চারটি দফায় সম্পন্ন হবে এবং চলবে ৩ অক্টোবর ২০২৫ পর্যন্ত। সবচেয়ে ভালো খবর হলো—এইবার রাজ্য কোটা ও সর্বভারতীয় কোটা (All India Quota)—দুই ক্ষেত্রেই একসঙ্গে কাউন্সেলিং শুরু হবে

যাঁরা এবারের NEET UG 2025 পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়েছেন, তাঁরা সর্বভারতীয় কোটার অধীনে মোট ১৫ শতাংশ আসনের জন্য আবেদন করতে পারবেন। এই কোটার সুবিধা হল, দেশের যেকোনো রাজ্যের পড়ুয়া ভারতের অন্য যেকোনো রাজ্যের সরকারি মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সুযোগ পান। AIIMS, JIPMER, BHU, AMU, ESIC-এর মতো প্রথম সারির কেন্দ্রীয় সরকারি মেডিকেল কলেজগুলিতে এই কোটার মাধ্যমে ভর্তি হওয়া যায়। এছাড়াও কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় এবং ডিমড (স্বশাসিত) মেডিকেল কলেজগুলোতেও সর্বভারতীয় কোটার অধীনে ভর্তির সুযোগ থাকে।

কাউন্সেলিংয়ে অংশগ্রহণ করতে পারবেন এ বছরের নিট ইউজি ( NEET UG 2025) উত্তীর্ণরাই। এর জন্য জেনারেল ক্যাটেগরিভুক্তদের ৫০ পার্সেন্টাইল নম্বর এবং সংরক্ষিত শ্রেণিভুক্তদের ৪০ পার্সেন্টাইল নম্বর থাকতে হবে এছাড়াও PwD (দৃষ্টিহীন/শারীরিক প্রতিবন্ধী) প্রার্থীদের জন্য ন্যূনতম ৪৫ পার্সেন্টাইল নম্বর‌ থাকতে হবে।

কেন্দ্রীয় স্তরে কাউন্সিলিং প্রক্রিয়া একনজরে দেখে নিন

কেন্দ্রীয় স্তরে প্রথম রাউন্ডের রেজিস্ট্রেশন এবং পেমেন্ট ২১ জুলাই থেকে শুরু হয়ে ২৮ জুলাই বিকেল ৩টা পর্যন্ত চলবে। চয়েস ফিলিং করা যাবে ২২ জুলাই থেকে ২৮ জুলাই পর্যন্ত, আর চয়েস লক করার সুযোগ থাকবে ২৮ জুলাই বিকেল ৪টা থেকে রাত ১১:৫৫টা পর্যন্ত। আসন বরাদ্দ করা হবে ২৯ ও ৩০ জুলাই, এবং ফলাফল প্রকাশিত হবে ৩১ জুলাই। এরপর ভর্তি প্রার্থীদের ১ থেকে ৬ আগস্টের মধ্যে কলেজে রিপোর্ট করতে হবে, এবং তাদের তথ্য যাচাই করা হবে ৭ ও ৮ আগস্ট।

সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করন -

WhatsApp Group Join Now

দ্বিতীয় রাউন্ডে কেন্দ্রীয় স্তরের রেজিস্ট্রেশন ও পেমেন্ট চলবে ১২ থেকে ১৮ আগস্ট পর্যন্ত (পেমেন্টের শেষ সময় ১৮ আগস্ট বিকেল ৩টা), চয়েস ফিলিং ও লকিং হবে ১৩ থেকে ১৮ আগস্ট, আসন বরাদ্দ ১৯–২০ আগস্ট, ফল ঘোষণা ২১ আগস্ট, ভর্তি ২২–২৯ আগস্ট, এবং যাচাই ৩০ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর।

তৃতীয় রাউন্ডে রেজিস্ট্রেশন ও পেমেন্ট চলবে ৩–৮ সেপ্টেম্বর, পেমেন্ট শেষ সময় ৮ সেপ্টেম্বর বিকেল ৩টা, চয়েস ফিলিং ও লকিং ৮ সেপ্টেম্বর রাত ১১:৫৫টা পর্যন্ত, ফল ১১ সেপ্টেম্বর, ভর্তি ১২–১৮ সেপ্টেম্বর, যাচাই ১৯–২১ সেপ্টেম্বর।

চূড়ান্ত রাউন্ড অর্থাৎ স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ডে রেজিস্ট্রেশন ও পেমেন্ট হবে ২২–২৪ সেপ্টেম্বর (শেষ সময় ২৪ তারিখ সন্ধ্যা ৬টা), চয়েস ফিলিং ২২–২৫ সেপ্টেম্বর, ফল ২৭ সেপ্টেম্বর, ও ভর্তি শেষ হবে ৩ অক্টোবর ২০২৫।

রাজ্যে NEET UG 2025 কাউন্সেলিং কবে শুরু

প্রথম রাউন্ডের জন্য নাম নথিভুক্তি বা রেজিস্ট্রেশন এবং ফি জমা দেওয়ার সময়সীমা থাকবে ২১ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত। নিজের পছন্দ নিশ্চিত করার অর্থাৎ চয়েস লকিং করার সুবিধাও থাকবে একই সময়ে, অর্থাৎ ২১ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত। প্রথম রাউন্ডে আসন বরাদ্দ হবে ৩০ জুলাই থেকে ৬ আগস্টের মধ্যে, আর ভর্তি করার শেষ দিন ৬ আগস্ট। ভর্তি হওয়া প্রার্থীদের তথ্য যাচাই করা হবে ১৩ ও ১৪ আগস্ট পর্যন্ত।

দ্বিতীয় রাউন্ডে আসন বরাদ্দের জন্য রেজিস্ট্রেশন চলবে ১২ আগস্ট থেকে ২০ আগস্ট পর্যন্ত। এই রাউন্ডে আসন বরাদ্দ করা হবে ১৯ আগস্ট থেকে ২৯ আগস্টের মধ্যে, আর ভর্তি শেষ করতে হবে অবশ্যই ২৯ আগস্টের মধ্যেই। ভর্তি হওয়া প্রার্থীদের তথ্য যাচাই করা হবে ৫ এবং ৬ সেপ্টেম্বর।

তৃতীয় রাউন্ডের কাউন্সেলিং শুরু হবে ৩ সেপ্টেম্বর থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত। এই রাউন্ডে ভর্তি শেষ করতে হবে ১৮ সেপ্টেম্বরের মধ্যে, এবং ভর্তি হওয়া প্রার্থীদের যাচাই সম্পন্ন হবে ২৪ সেপ্টেম্বর।

শেষ রাউন্ড, অর্থাৎ স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ডে রেজিস্ট্রেশন চলবে ২২ সেপ্টেম্বর থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত। আসন বরাদ্দ চলবে ২৫ থেকে ২৯ সেপ্টেম্বর। সব মিলিয়ে রাজ্য পর্যায়ের ভর্তি প্রক্রিয়া শেষ হবে ৩ অক্টোবর ২০২৫।

চলতি বছরের NEET পরীক্ষা হয়েছিল ৪ মে। দেশের ৫৪৫৩ কেন্দ্রে এই পরীক্ষা হয় , এর পাশাপাশি বিদেশের ১৩ টি শহরে পরীক্ষা হয়েছে ।মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২৩ লাখ। যার মধ্যে ১২.২৬ লাখ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।

- Advertisement -
- Advertisement -

পড়তে ভুলবেন না

- Advertisement -